নবমী পূজার কিছু ফটোগ্রাফি ও কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা
সবাইকে জানাই মহা নবমীর শুভেচ্ছা। আশা করি, আমার হিন্দু সম্প্রদায়ের বন্ধুদের পূজার দিন গুলো খুব ভালো ভাবে কেটেছে।হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব এই দুর্গা পূজা। মহালয়ার পর থেকে দুর্গা পূজা সূচনা শুরু হয়ে যায়। আজ নবমী পূজা। নবমী পূজার শেষ আনন্দের দিনটি প্রাণ ভরে উপভোগ করে নেওয়ার সময়।অন্যদিকে বিসর্জনের বাজনার হালকা আওয়াজ শুনতে পাওয়া মনের ভিতরে। আজ মায়ের মন ও খুব খারাপ কারণ তাকে সকাল হলে ফিরে যেতে হবে সেই কৈলাসে। ভারাক্রান্ত হৃদয় নিয়ে মাকে বিদায় দিতে হবে, ৩৬০ অপেক্ষা করে থাকি এই ৫ টি দিনের জন্য।অশুভ বিনাশ করে শুভ শক্তির জয়গান গাওয়া হয়।

IMG_20211012_191937.jpg
পূজার কয়েকটা দিন খুবই ব্যাস্ততার মাঝে কাটে। এদিকে টিনটিন বাবু তো বেলা ৩.০০ টার সময় পূজা দেখতে যাওয়ার জন্য ব্যাস্ত হয়ে যায়। মা ওকে নিয়ে আমাদের মাঠে। আমাদের। ফ্ল্যাটের কাছে একটি অনেক বড় মাঠ আছে । সেখানে পূজা হয়। তারপর আমি ঘরের সব সেরে রেডি হয়ে প্রায় ৭.০০ টার দিকে রওয়ানা দেই। এখন করোনার সময় তো তাই এ বছর বেশি দূরে যায়নি। আমাদের ফ্ল্যাটের কাছাকাছি কয়েকটা পূজার প্যান্ডেলে গেলাম।ঘুরে ঘুরে ঠাকুর দেখে টিনটিন বাবু খুব মজা পেয়েছিল।

IMG_20211012_203711.jpg

IMG_20211012_193521.jpg

IMG_20211012_193519.jpg

IMG_20211012_193451.jpg

IMG_20211012_193436.jpg

IMG_20211012_191952.jpg

IMG_20211012_191817.jpg

IMG_20211012_191812.jpg

IMG_20211012_185517.jpg

IMG_20211012_185450.jpg

IMG_20211012_185127.jpg

Sort:  
 3 years ago 

ভাবি আপনাদের কে খুব সুন্দর লাগছে। বিশেষ করে আমাদের টিনটিন বাবাইকে খুব কিউট লাগছিল মাস্কের জন্য। প্রতিটা ছবি খুব সুন্দর করে ক্যাপচার করেছেন। মহা নবমীর শুভেচ্ছা রইল।

 3 years ago 

বৌদি আপনাকে কিন্তু অনেক ভালো লাগছে। আর টিনটিন সোনার করোনার জন্য মাক্স পরে থাকাটা ভালো লেগেছে আমার কাছে। কারণ প্রথমে সচেতনতা এরপর অন্য কিছু। ধন্যবাদ আমাদের সাথে আনন্দের মূহুর্ত শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ বৌদি আপনার সুন্দর উৎসবের মূহুর্ত আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। শারদীয় শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

এই উৎসবের সময় তো বাচ্চারা বাইরে বের হওয়ার জন্য ব‍্যস্ত হবেই। আর টিনটিন বাবুর মতো চঞ্চল হলে তো আর কথায় নেই। টিনটিন কে সাথে নিয়ে মনে হচ্ছে খুব ভালো সময় অতিবাহিত করেছেন। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে।

অনেক অনেক ঘুরুন মজা করুন। তবে নিজের নিরাপত্তা বজায় রেখে।।

 3 years ago 

করোনার জন্য বেশি দূরে যাওয়া হয়নি। ও এখনও বাচ্চা তাই খুব একটা ভিড়ের ভিতর যায়নি। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ও উৎসব বার বার আসবে। কিন্তু জীবন একটাই।

 3 years ago 

এবার খুব বেশি বেরোতে পারি নি বৌদি । দূরে কোথাও ঠাকুর দেখতে যাওয়া হয় নি বাবার ব্যস্ততার জন্য। মনটা একটু খারাপ 😐। কিন্তু ঘরে বসে আপনার এত সুন্দর মুহূর্ত গুলো দেখে সত্যি মন ভালো হয়ে গেল। মা সকলের মঙ্গল করুক। 🙏❤️

 3 years ago 

এবার আমরাও বেশি দূরে যেতে পারিনি। আমাদের বাড়ির কাছে ৪ টি প্যান্ডেলে গেলাম। তবুও যেটুকু আনন্দ করা যায়। মন খারাপ করবেন না দিদি।আসছে বছর আবার হবে। আপনার জন্য শুভকামনা রইলো দিদি।

 3 years ago 

বৌদি ফটোগ্রাফি গুলি খুব সুন্দর। শারদীয়ার শুভেচ্ছা নিবেন। শুভ বিজয় দশমী।

আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনি আপনার সুন্দর মূহুর্ত আমাদের সাথে শেয়ার করেছেন। প্রত্যকটা ছবি অনেক বেশি সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লেগেছে খুব।

 3 years ago 

দেবীমাকে খুব সুন্দর লাগছে ।সত্যিই বছর ঘুরে মা কয়েকটি দিনের জন্য এসে আমাদের মনে আনন্দে ভরিয়ে দেন।আপনাদেরকেও অনেক সুন্দর লাগছে বৌদি।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বৌদি আপনাকে এবং টিনটিন বাবুকে অনেক বেশি মিষ্টি লাগছে দেখতে। আমার মনে হচ্ছে আপনারা খুবই সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন। আপনার এই আনন্দঘন মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

দিদি পূজা প্যান্ডেল এর ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। মাস্ক পড়ে টিনটিন বাবুকে খুব মিষ্টি দেখাচ্ছে। আপনার ও টিনটিন বাবুর জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57393.77
ETH 2439.11
USDT 1.00
SBD 2.33