বাঙালি মিষ্টির রেসিপি" ছানার সন্দেশ"

in আমার বাংলা ব্লগ3 years ago

Hello
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি রেসিপি" ছানার সন্দেশ"।মিষ্টি কম বেশি সবাই পছন্দ করে। আর বাঙালির অনুষ্ঠান মানেই মিষ্টির সমারোহ। আজ আমি মিষ্টির রেসিপি নিয়ে আসছি। এই মিষ্টি আপনারা খুব অল্প সময়েই বাড়ীতে তৈরি করতে পারবেন।এটি খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। আমি মিষ্টি খুব একটা বেশি পছন্দ করি না। কিন্তু আমি ছানার সন্দেশ ও রসমালাই খেতে খুব পছন্দ করি। আমি আগে কখনও মিষ্টি তৈরি করিনি। এই প্রথম কিছু তৈরি করলাম। আসলে মিষ্টি বানানোর কোনো ইচ্ছা ছিল না। আমি বাজার থেকে ১ লিটার এনেছিলাম রাতে খাওয়ার জন্য। কিন্তু রাতে আর না খেয়ে ফ্রিজে রেখে ছিলাম। আজ সকালে ফ্রিজ থেকে দুধ বের করে গরম করতে দিয়ে দেখি সব দুধ কেটে গেল। তাই ভাবলাম কিছু একটা তৈরি করি।তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20211030_193002.jpg

উপকরণ:
১. দুধ - ১ লটার
২. চিনি - ১কাপ
৩. কনডেন্স মিল্ক - ৩ চামচ
৪. গুঁড়া দুধ - ১ কাপ
৫. দুধের ছানা - ১ কাপ
৬. ঘি -১ চামচ
IMG_20211014_171036.jpg
দুধ

IMG_20211030_164233.jpg
কনডেন্সমিল্ক

IMG_20211030_164157.jpg
চিনি

IMG_20211030_164031.jpg
দুধের ছানা

প্রস্তুত প্রণালী :
১.প্রথমে ছানা তৈরি করার জন্য চুলার উপর কড়াই বসিয়ে দিয়ে এতে দুধ জ্বাল দিয়ে দিতে হবে। কিছুক্ষন জ্বাল দেওয়ার পর এক চামচ লেবুর রস দুধের ভিতর দিয়ে দিতে হবে। দুধ কেটে গেলে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে হবে।

IMG_20211030_105554.jpg
২. দুধ ভালো করে কেটে গেলে একটা পাতলা কাপড়ে কাটা দুধ ঢেলে দিতে হবে।ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে ছানা। এবার ছানার জল ঝরানোর জন্য ঝুলিয়ে রাখতে হবে। এভাবে ৬ ঘণ্টা রেখে দিতে হবে। জল ভালো করে ঝরে গেলে একটা পাত্রে ঢেলে দিতে হবে।

IMG_20211030_164023.jpg
৩. এবার ছানা ভালো করে মেখে নিতে হবে। মাখতে মাখতে ছানা নরম হয়ে গেলে এতে ১ কাপ চিনি দিয়ে আবারো ৫ মিনিট ধরে মেখে নিতে হবে। ছানা মাখানো হলে ২ মিনিট রেস্টে রেখে দিতে হবে।

IMG_20211030_164428.jpg

IMG_20211030_165142.jpg
৪.এবার চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে মাখানো ছানা দিয়ে দিতে হবে। চুলার আঁচ কমিয়ে দিতে হবে।

IMG_20211030_165555.jpg
৫. ওই ছানার ভিতর ৩ চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিতে হবে। খুন্তি দিয়ে ভালো করে নেরে দিতে হবে।

IMG_20211030_165750.jpg
৬. এবার খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে। যাতে ফ্রাই প্যানের নিচে লেগে না যায়। ছানা যখন আটা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে।

IMG_20211030_170711.jpg
৭. একটা ছোটো থালায় ১ চামচ ঘি ব্রাশ করে দিতে হবে। এবার ছানা দিয়ে ভালো করে চেপে দিতে হবে। এবং ছানার উপর চেরি ফল দিয়ে সাজিয়ে দিতে হবে।

IMG_20211030_171224.jpg
৮. এভাবে ৮ ঘণ্টা রেখে দিতে হবে। ছানা যাম বেধে গেলে একটা ছুরিতে ঘি মাখিয়ে কেটে নিতে হবে।

IMG_20211030_191925.jpg
৯. এবার সন্দেশ আলাদা আলাদা করে নিতে হবে। সন্দেশের উপর চেরি ফল দিয়ে সাজিয়ে দিতে হবে।

IMG_20211030_193002.jpg
তৈরি হয়ে গেল সুস্বাদু ছানার সন্দেশ।

Sort:  
 3 years ago 

বউদি মিষ্টি তো আমার সব থেকে পছন্দের খাবার ।বিভিন্ন ধরনের মিষ্টি খেতে ভালোবাসি ।এর মধ্যে সন্দেস ও আছে ।দেখে আপনার বাড়ি দাওয়াত নিতে মন চাচ্ছে বউদি ।ধন্যবাদ এতো সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ছানার সন্দেশ শুনলে জিভে জল চলে আসে। এত ভাল লাগে ছানার সন্দেশ খেতে। আর আপনি এত সুন্দরভাবে প্রতিটি ধাপ উপস্থাপনা করেছেন এবং বর্ণনা করেছেন আমরা সহজেই এটি তৈরি করতে পারব। খুবই ভালো ছিল উপস্থাপনা এবং অনেক সুন্দরভাবে আপনি পরিবেশন করেছেন।

 3 years ago 

ছানার সন্দেশ খুবই মজাদার একটি মিষ্টি। এই মিষ্টি আমার খুবই পছন্দের, দেখেই তো জিভে জল চলে আসলো। ছানার মিষ্টি যে এত সহজেই তৈরি করা যায় তা তো জানতামই না। অসংখ্য ধন্যবাদ বৌদি আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি মিষ্টি রেসিপি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক মজাদার একটি রেসিপি, যদিও আমি মিষ্টি অতটা পছন্দ করিনা কিন্তু আপনার ছানার সন্দেশ দেখে জিভে পানি চলে এসেছে, দেখতে খুবই সুস্বাদু মনে হচ্ছে।কত রকমের মজাদার রেসিপি আপনার কাছ থেকে শিখে ফেলছি, আশা করি আরো অনেক দেখতে পারবো।অনেক ধন্যবাদ সুন্দর এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করার জন্য।

 3 years ago 

মাছ আর মিষ্টি এই দুটোকে ছাড়া বাঙালিকে কল্পনা করাও যায় না। দুধের ছানার সন্দেশ আমি বহুবার খেয়েছি। আমার কাছে খেতে এটি বেশ সুস্বাদু ও অনেক মজাদার। আপনার রেসিপিটি দেখেও মনে হল অনেক সুস্বাদু ও মজাদার হয়েছে। এবং অনেক সুন্দর করে রেসিপিটি বর্ণনা দিয়েছেন আপনি। এত সুন্দর একটি ছানার সন্দেশ বানানোর প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে বৌদি। 🥰❤️

 3 years ago 

বৌদি আমিও আপনার মতন। আমি খুব একটা মিষ্টি পছন্দ করিন। তবে ছানার সন্দেশ খাই কারণ সন্দেশ এ অন্যান্য মিষ্টির তুলনায় মিষ্টি একটু কম থাকে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে বানানো খুব সহজ হবে আর আপনার রেসিপি দেখে বুঝা যাচ্ছে সন্দেশ গুলো কতটা মজা হয়েছে। অনেক ধন্যবাদ বৌদি এত সুন্দর, সহজ একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু। আপনার মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

দিদি, আপনাকে খুবই মজাদার এবং লোভনীয় রেসিপি আমাদের উপহার দিয়েছেন। আপনার প্রতিটি ধাপের উপস্থাপন এবং ফটোগ্রাফির সত্যিই আমাকে মুগ্ধ করেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ছানার সন্দেশ আমার খুবই প্রিয়। আপনি অনেক সুন্দর ভাবে গুছিয়ে এই রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার অনেক গুণ রয়েছে বৌদি। তবে আমার মনে হচ্ছে এই রেসিপিটি তৈরি করতে আপনাকে অনেকটা সময় এবং পরিশ্রম দিতে হয়েছে। তবে আপনার পরিশ্রম সার্থক হয়েছে কারণ আপনি খুব সুন্দর ভাবে সানার সন্দেশ তৈরি করতে সক্ষম হয়েছেন। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

মিষ্টি এমন এক্টা জিনিস যাকে সবাই পছন্দ করে আবার কারো প্রিয় মানষকেও তো মানুষ মিষ্টি বলে ডাকে। আমি নিজেও তাই।

মিষ্টি খেতে বা দেখতে যতোটা সহজ ততোটাই কঠিন এটা বানাতে।খুব দক্ষ না হলে সম্ভব না।আর আপনি তো দিদি রান্না রেসিপির দিক থেকে অনেক দক্ষ একজন।অত্যান্ত সুন্দর এবং গোছাল ভাবে রেসিপিটি করেছেন খুবই সুন্দর হয়েছে দিদি।

 3 years ago 

দিদিভাই আপনার পোস্ট দেখে খুব খেতে ইচ্ছে করছে। ছানার সন্দেশ দেখে সেই স্বাদের কথা মনে পড়ে গেল। ছানার সন্দেশ কীভাবে তৈরি করতে হয় সেটা জানতাম না তবে আপনার পোস্ট দেখে কীভাবে তৈরি করতে হয় সেটা জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ দিদিভাই।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.12
JST 0.029
BTC 66093.99
ETH 3559.79
USDT 1.00
SBD 3.13