প্রমিথিউস

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

prometheus
image source: copyright freepixabay || image credit: GDJ

আলো চাই, আলো;
চারিদিক গাঢ় এই নিঃসীম অন্ধকারে ।
একটি মাত্র ছোট্ট অগ্নিস্ফুলিঙ্গ পারে
আলোকের সূচনায় দমবন্ধ আঁধারে ।

পৃথিবীতে চলছে এখন আদিম যুগের
অন্ধকার, বর্বর সমাজের প্রাগৈতহাসিক
নিষ্ঠুর নিয়মের নাগপাশে বন্দী আমাদের
প্রাণ । দমবন্ধ বাতাসে একটু নিশ্বাসের জন্য
আকুল আমরা কারাগারের অন্তরালে।

চারিদিকে শত সহস্র নাগিনী ডাকিনীরা ফেলিছে
বিষ নিশ্বাস, বিষাক্ত বায়ুতে বন্ধ আজ আমাদের শ্বাস ।
প্রমিথিউসের মশালের আলোয় কেটে যাবে
জমাট বাঁধা এই নরকের আধাঁর ।

নিজের হৃদয় কুরে কুরে খাবে জিউসের ঈগল;
শত সহস্র অনাদিকাল ধরে । কঠিন এ সাজার
কথা জেনেও যে থাকে অবিচল অটল হিমাদ্রীর ন্যায় ।

মানুষের দুঃখে কেঁদে উঠবেই উঠবে
আবার প্রমিথিউসের হৃদয় ।
মুক্তির আলোক মশাল
জ্বেলে নিজের হৃদয় খাওয়াবে আবার
জিউসের ঈগল ।।

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর একখান কবিতা লিখেছেন ভাবী।আমার খুব ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ। আপনার মন্তব্য শেয়ার করার জন্য।

 3 years ago 

"মানুষের কল্যাণে কেঁদে উঠবেই উঠবে
আবার প্রমিথিউসের হৃদয় ।
মুক্তির আলোক মশাল
জ্বেলে নিজের হৃদয় খাওয়াবে আবার
জিউসের ঈগল ।।" যথার্থ বৌদি ।

 3 years ago 

হ্যা ভাইয়া।

 3 years ago 

কবিতার প্রতিটি লাইনই মনোমুগ্ধকর। আমার খুব ভালো লেগেছে কবিতাটি।ধন্যবাদ বৌদি এমন সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

পৃথিবীতে চলছে এখন আদিম যুগের
অন্ধকার, বর্বর সমাজের প্রাগৈতহাসিক
নিষ্ঠুর নিয়মের নাগপাশে বন্দী আমাদের
প্রাণ । দমবন্ধ বাতাসে একটু নিশ্বাসের জন্য
আকুল আমরা কারাগারের অন্তরালে।

পৃথিবীর আসলেই খুব খারাপ অবস্থা। আমি আপনার সাথে একমত বৌদি। সব জায়গায় কঠোর নিয়মের বেড়াজাল। সত্যিই যেনো হাসফাস করছি আমরা সবাই। দারুণ লিখেন আপনি।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

দিদি কঠিন লিখেছেন । অর্থ বোঝা খুবি মুশকিল তাও যতটুকু বুঝেছি তাতে মনে হয়েছে এখন আমাদের প্রয়োজন একটু আলো কিংবা আগুনের এক বিন্দু স্ফুলিংগ । সেই স্ফুলিংগই পারে আমাদের আলোর পথ দেখাতে। ভাল থাকবেন সব সময় । শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনি সঠিক টি বুজেছেন।ধন্যবাদ

 3 years ago 

বৌদি সাম্প্রতিক সময় গুলো খুব সুক্ষ্ম ভাবে তুলে ধরেছেন লেখনীতে। বিশ্বের সব জায়গায় একটা ক্রান্তি কাল চলছে। অসহায়ের মাথা দুমরে মুচড়ে খাচ্ছে অসুরের দল। কিন্তু তারা হইতো ভুলে গেছে রাত যত গভীর হয় ভোরের আলো তত নিকটে আসে।

 3 years ago 

হ্যা দিদি ঠিক বলেছেন।

বৌদি অনেক সুন্দর হয়েছে কবিতাটি, এখন দুনিয়াটা অনেক কঠিন হয়ে পড়েছে কেউ কারো জন্য না।

অসাধারণ ছিলো কবিটাটি।

 3 years ago 

ধন্যবাদ

Congratulations!

You received an extra upvote from the Latino Community (73.6k SP). In order to achieve our first great goal (100k SP) we want to invite you to delegate some Steem Power to @cotina and you will receive a vote an 80% curation rewards everyday!

Vote for us as your witness

অনেক গভীরতা উঠে এসেছে আপনার লেখায়। বুঝিনা, তার পরেও বলব। ভাল ছিল।

 3 years ago 

প্রমিথিউস হলো এক প্রাচীন কালের গ্রীক দেবতা। সেটি নিয়ে এই কবিতাটি লিখা। আর আমাদের বর্তমান সময়ে বর্বরতা নিয়ে।

এর ভিতরেই লুকিয়ে ছিল। সমাজের অলিগলি। যা সুন্দরতম অধ্যায়।
সময় হলে আমার গলিতে মাঝে মাঝে এসে পদধুলো রাখবেন। এই টুকু আশা রইল।

 3 years ago 

অনেক সুন্দর ও গভীরতা মেশানো আদিম ও বর্তমান যুগের বর্বরতার পার্থক্য তুলে ধরেছেন সুন্দরভাবে বৌদি।সত্যিই আমরা দমবন্ধ বাতাসে দিন কাটাচ্ছি কারাগারের অন্তরালে।আমাদের শরীরের জন্য প্রয়োজন বিশুদ্ধ বাতাস।ধন্যবাদ বৌদি।

 3 years ago 

তোমাকে ও ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61536.69
ETH 3445.53
USDT 1.00
SBD 2.50