নিজের লেখা কবিতা " সবুজ ঘাস ফড়িং"

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন।আজ আর একটি নতুন লেখা কবিতা শেয়ার করবো।

IMG_20210810_174528.jpg

"সবুজ ঘাস ফড়িং"

ছেড়া নদী মেঘ আর মেঘের শাবক,
কুয়াশার সমুদ্র ভাঙ্গে ধবলিয়া বক,
তার মাঝে মেঠোপথ কাশবন ঘাস
ও মেয়ের ওড়না উড়ায় বেহুলা বাতাস।
আলোর মিছিলে বাজিছে যেন মুনিয়ার গান।

ময়ূর পালক রৌদ্র পেতেছে উঠান,
মৃত্যুর ছায়া লয়ে নাচিছে যে শিখা
সবুজ ঘাসের ফড়িং চেয়েছিলো তারে,
কামিনীর ঘ্রাণের মতো সপে দিয়ে বুকে
ভালোবেসে মোহময় খুঁজেছিল সুখ
সুখ সে তো দ্যুতিময় কোহিনূর হীরা।

আজ সে পাথর প্রসব করেছে এক নদী
ভুল করে তুমি ফেলে এসেছিলে যারে,
তার ছোঁয়ায় সবুজ অবারিত ধান ক্ষেত।
বুকে নিয়ে নিসর্গের জ্বালাময় দহন
সবুজ ঘাস ফড়িং এর পেলব শান বাঁধা মন।

উদ্ভাসিত আলোক বৃন্তে গেয়ে জীবনের গান
মৃত্যুর পরে যেনো জেগে উঠেছে রক্ত গোলাপ,
পাখিদের ডানার ছাঁয়ায় জিরাবার ক্ষণে
হৃদয়ের শুকনো ক্ষত চিহ্ন যেনো বলেছে প্রলাপ।

Sort:  

দিদি প্রতিদিনই প্রায় আপনি আমাদেরকে নতুন নতুন কনটেন্ট, রান্না, ছবি, কবিতা ইত্যাদি উপহার দিয়ে যাচ্ছেন। আপনার প্রতিটি কনটেন্ট খুবই আকর্ষণীয়।
আজকের টিও তার ব্যাতিক্রম নয়।
অসাধারণ।।।।।

 3 years ago 

ধন্যবাদ, আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

বৌদি বরাবরের মতই খুবই সুন্দর একটা কবিতা আমাদের উপহার দিয়েছেন। আপনার কবিতার প্রতিটি লাইন অর্থে ভরপুর। কোন লাইন বাদ দিয়ে কোন লাইনে তুলে ধরব বুঝে উঠতে পারছি না। তবুও আমার পছন্দের কয়েকটা লাইন তুলে ধরলাম যেটা আমার হৃদয়ে গেঁথে গেছে।

আজ সে পাথর প্রসব করেছে এক নদী
ভুল করে তুমি ফেলে এসেছিলে যারে,
তার ছোঁয়ায় সবুজ অবারিত ধান ক্ষেত।
বুকে নিয়ে নিসর্গের জ্বালাময় দহন।

আমাদের সাথে এত সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য রাশিরাশি ভালোবাসা বৌদি।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। আপনার মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

ভালোবেসে মোহময় খুঁজেছিল সুখ
সুখ সে তো দ্যুতিময় কোহিনূর হীরা।

যথার্থ বৌদি। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাবী।

 3 years ago 

Thank you.

 3 years ago 

দিদি, কবিতাটি সত্যিই খুব সুন্দর।

আজ সে পাথর প্রসব করেছে এক নদী
ভুল করে তুমি ফেলে এসেছিলে যারে,
তার ছোঁয়ায় সবুজ অবারিত ধান ক্ষেত।

লাইনগুলো দেখে অনেক ভালো লেগেছে। প্রতিটি লাইনই যথার্থ মর্ম উপস্থাপন করেছে। খুব সুন্দর কবিতা লিখেছেন দিদি। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু।আপনার মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে মন যদি পবিত্র এবং সুন্দর না হয় তবে সেখানে কখনোই সম্ভব নয় কোনো ভালো কিছু রচনা করার সম্ভব হয়ে ওঠেনা।
সুন্দর মন এবং অসাধারণ ভালোবাসা দিয়ে কবিতাটি রচনা করেছেন। যা হৃদয় কে স্পর্শ করে।

এক কথায় যাকে বলে অসাধারণ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।আপনার মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

মোস্ট ওয়েলকাম। সাথে থাকার জন্য আন্তরিক অভিনন্দন সবসময়। সুস্থতা কামনা করছি

 3 years ago 

উদ্ভাসিত আলোক বৃন্তে গেয়ে জীবনের গান
মৃত্যুর পরে যেনো জেগে উঠেছে রক্ত গোলাপ,
পাখিদের ডানার ছাঁয়ায় জিরাবার ক্ষণে
হৃদয়ের শুকনো ক্ষত চিহ্ন যেনো বলেছে প্রলাপ।

না কিছুই বলার সুযোগ নেই, কারন আপনার কবিতাগুলো বরাবরের মতোই বেশ দারুণ এবং গভীরতায় ডুবে থাকে অর্থবোধক নানা কিছু। আজকের কবিতাটিও সেই রকম কিছু। আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনাদের ভালো লাগলে আমার কবিতা লেখা সার্থক।

 3 years ago 

ভুল করে তুমি ফেলে এসেছিলে যারে,

এই লাইনটি দারুণ লেগেছে বৌদি।আপনার কবিতা গুলো সবসময় ই অনেক বেশি দারুণ হয়। কবিতার মানে গুলো ভাবতেই যেনো আরো বেশি ভালো লাগে।আসলে কবিতার যদি মানে না থাকে তাহলে তা পড়ে মজা নেই।

 3 years ago 

ঠিক বলেছেন আপু। ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনার কবিতার প্রশংসা করতেই হবে, অনেক সুন্দর কবিতা লিখেন আপনি, আমি কোন ভাষায় মন্তব্য করবো বুঝতে পারছিনা। এই কবিতাটি খুব সুন্দর ভাবে প্রতিটা লাইন মিলিয়ে লিখেছেন। আপনার কবিতাগুলো সবসময় আমার আলাদাভাবে একটু ভালো লাগে, কবিতার প্রতিটি লাইনই আমার ভালো লেগেছে। সুখ আর ভালোবাসা,,,,,,,,,

 3 years ago 

ধন্যবাদ আপু। আপনাদের ভালো লাগলে আমার লেখা সার্থক।

 3 years ago 

ভালোবেসে মোহময় খুঁজেছিল সুখ
সুখ সে তো দ্যুতিময় কোহিনূর হীরা।

বৌদি আপনার লেখায কবিতার লাইনটি অসাধারণ হয়েছে। এই কবিতাটি ছোট্ট কয়েকটি লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এর গভীরতা অনেক বেশি। মাঝে মাঝে সুখ গুলো মরীচিকার মতো দূরের সরে যায়। প্রকৃত সুখ খুঁজে পাওয়া যেনো কোহিনুর হীরার মতো। ধন্যবাদ আপনাকে দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 62685.52
ETH 2436.42
USDT 1.00
SBD 2.51