আর একটি লেখা কবিতা " ফুলের বৃত্তান্ত"

in আমার বাংলা ব্লগ3 years ago

Hello
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে দীপাবলীর শুভেচ্ছা। বাঙালিদের আর একটি ধর্মীয় উৎসব শ্যামা কালী পূজা কাল আজ হলো ভূত চতুর্দশী। এই দিনে বাঙালির প্রতি ঘরে ঘরে ১৪ প্রদীপ জ্বালাতে হয়ও চোদ্দ শাক খাওয়ার একটা রীতি আছে। উৎসবের এই কয়েকটা দিন আমার প্রচন্ড ব্যস্ততার মাঝে দিন কাটে। তাই আজ সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম। সকালের বাজার থেকে শুরু করে সব কিছু নিজেকে দেখতে হয়। আসলে থাক ও সব কথা। মানুষের জীবনে ব্যস্ততার কোন সীমা নেই । আপনাদের আগেই বলেছি কয়েকদিন আগে আমি পার্কে ঘুরতে গিয়ে ছিলাম সেখানে প্রচুর ফুলের গাছ ছিল। এবং প্রচুর বিভিন্ন ধরনের ফুল ছিল সেই ফুল নিয়েই একটি কবিতা লিখেছিলাম। আজ সেই কবিতাটি আপনাদের সাথে শেয়ার করব।

IMG_20211027_154500.jpg

IMG_20211027_154320.jpg

IMG_20211027_153507.jpg

ফুলের বৃত্তান্ত

ফুল মানে পবিত্রতা , প্রতীক শুভ্রতার
ফুল মানে কোমলতা , সুভাষ আছে যার
ফুলের পানের মোহ জাগে অন্তরে লিপ্সা
তবুও তার মাঝেই বিরাজমান সকল শুদ্ধতা।

ভ্রমর আছে মধু পানে , সুগন্ধ তার বেশ
হরেক রঙে রঙ্গিন তাকে দেখতে লাগে বেশ
সৌন্দর্য তার প্রতীক সেতো জানো তেজস্বী
তার পানে হার মানবে সকল ঊর্বশী।

ফুলের মাঝে নির্দেশিত ভালোবাসার রূপ
তাহার মাঝে আকৃষ্ট , হয় চতুর্দিক
ফুলের অনেক গুণের সাথে উপাচার্য আছে
তাইতো তার হয়না তুলনা।

উৎসব মানেই চতুর্দিকে ফুলের সরাসরি
সৌন্দর্য তে খাদ হবে না ভিষন করা করি
শোকের দিনেও ফুলের ডালি সাজিয়ে রাখা চাই
ফুল ছাড়া কোথাও জানো যাওয়ার উপায় নাই।

পুষ্প বৃষ্টি দেখতে সবার বড্ড ভালো লাগে
ফুলের পানে দৃষ্টি মেলতেই পূর্ণতা যে জাগে,
ফুলের সাথে তুলতে ছবি সবাই বড্ড ব্যস্ত
সাজটা এদিক ওদিক হলেই সবাই বড় ত্রস্ত।

ফুলের সজ্জা রমণীদের বড়ই কামনীয়
ফুলের গুণেই তারা বুঝি এমন নমনীয়
তাইতো প্রেমের অবদানে ফুলের চল চলে
ফুল যেনো বিনা ভাষায় হাজার কথা বলে।।

Sort:  

আপনার ক্যাপচার করা ফুলের ছবি সুন্দর লাগছে দেখতে। আপনার কবিতার প্রত্যেকটা লাইন একদম অনেক সহজেই বুঝা যাচ্ছে আর প্রত্যেকটা লাইনের মানেও খুব সুন্দর। কঠিন ভাষা কম বুঝি তাই সহজ ভাষায় কবিতা পড়তেই বেশি ভালো লাগে।

অসাধারণ সব ছবির সাথে দারুন একটি কবিতা। যেমন সুন্দর ফুলের ছবিগুলো ঠিক তেমনি সুন্দর হয়েছে কবিতাটি। চমৎকার লেখেন আপনি আপু।

 3 years ago 

দিদি আপনার কবিতাটা অসাধারন এবং অনন্য হয়েছে। সত্যি দিদি ফুল মানে তো পবিত্রতা। আরফুল তো সব সময় শুধু দাড়ি বাণী বহন করে। দিদি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ, আপনার মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

চমৎকার হয়েছে বৌদি আপনার কবিতাটি।আমার কাছে খুব ভালো লেগেছে আপনার কবিতাটি।

 3 years ago 

ধনবাদ

খুব সুন্দর ফুল, আপনি অবশ্যই তাদের উপভোগ করবেন এবং তাদের ভাল যত্ন নেবেন।

 3 years ago 

"ফুলের মাঝে নির্দেশিত ভালোবাসার রূপ
তাহার মাঝে আকৃষ্ট , হয় চতুর্দিক"

দারুন একটি কবিতা শেয়ার করেছেন বৌদি। ফুল নিয়ে যে এত সুন্দর ভাবে কবিতা লেখা যায় তা আমার জানা ছিল না। আপনি অনেক সুন্দর ভাবে চিন্তা ভাবনা করে ফুল নিয়ে সুন্দর কবিতাটি আমাদের মাঝে উপহার দিয়েছেন। সত্যি কথা বলতে ফুলের মাঝেই ভালোবাসার বিভিন্ন রূপ খুঁজে পাওয়া যায়। ফুলের স্নিগ্ধ কোমল সৌন্দর্য যেন ভালোবাসার অন্য রকম এক রূপ। আপনার জন্য শুভকামনা রইলো বৌদি।

 3 years ago 

বাহ অসাধারণ। যেমন সুন্দর কথা তেমন সুন্দর ছন্দ। কবিতাটা অসাধারণ হয়েছে বৌদি। আসলেই ফুল পবিত্রতার পথিক। এই ধরনের কবিতা কার না ভালো লাগে।

আজ হলো ভূত চতুর্দশী

এটা আবার কী😳। শুনেই তো ভয় করছে।

 3 years ago 

বৌদি আমাদের সব দিক থেকে সেরা। যেমন ভাল রান্না করেন, তেমনি ভাল ফটোগ্রাফী করেন। আর কবিতার কথা তো বলে শেষ করার মতো নয়। দারুন একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন আপনি। ফুল নিয়ে অসাধারণ কবিতা লিখেন। আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

ওয়াও দিদি,এতো সুন্দর একটি কবিতা লিখেছেন ফুলকে নিয়ে। আপনার প্রতিটি লেখা মনকে ছুঁয়ে দিয়েছে। সত্যিকথা দিদি, ফুল ছাড়া আমাদের চলেই না, ফুল যেন বিনা ভাষায় হাজার কথা বলে। দিদি, আপনার লেখা কবিতাটি অসম্ভব সুন্দর হয়েছে তবে কবিতার মধ্যে এই অংশটি আমার খুবই ভালো লেগেছে।

ফুলের মাঝে নির্দেশিত ভালোবাসার রূপ
তাহার মাঝে আকৃষ্ট , হয় চতুর্দিক
ফুলের অনেক গুণের সাথে উপাচার্য আছে
তাইতো তার হয়না তুলনা।

অসংখ্য ধন্যবাদ দিদি,এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

দিদি আপনার কবিতাটি চমৎকার হয়েছে। আমি কবিতা তেমন একটা বুঝি না। কিন্তু আপনার এ কবিতাটি পড়ে ভালো লাগলো। তাছাড়া আপনার ফুলের ছবিগুলো অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে ফুল নিয়ে এত সুন্দর একটি কবিতা মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 62585.78
ETH 3013.43
USDT 1.00
SBD 2.49