Diy (এসো নিজে করি ) "জল রং দিয়ে নীল আকাশে মেঘের ভিতর দিয়ে পাখী উড়ে যাওয়ার পেইন্টিং"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন ? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আর একটি পেইন্টিং শেয়ার করবো। এই পেইন্টিং টি আমি ৩০ মিনিটে শেষ করেছি। আজ আমার ছবি আঁকানোর কোনো সময় ছিলো না। আমি প্রতিদিন সন্ধ্যার সময় ১ ঘণ্টার টিভি দেখি বা একটু রেস্ট নিয়ে থাকি। তা ও আবার প্রতিদিন পাই না। আজ ও ঠিক তেমনি টিনটিন বাবু কে ওর দীদার কাছে রেখে একটু বসেছি। হটাৎ মনে পড়লো আজ কিছু একটা পেইন্টিং করি।যেই ভাবা সেই কাজ। কিন্তু সময় পেলাম মাত্র ৩০ মিনিট। আমার পেইন্টিং শেষ হওয়ার আগেই টিনটিন বাবু এসে হাজির হয়ে গেল। এসেই আমার হামলা করলো পেইন্টিং এর উপর। তাহলে বুঝতে পারছেন এর অবস্থা কি হতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। জানিনা আজকের পেইন্টিং টি আপনাদের ভালো লাগবে কি না। যাই হোক কথা না বাড়িয়ে শুরু করা যাক।

IMG_20220123_181913.jpg
উপকরণ:
১. জল রং
২. তুলি
৩. কাগজ
৪. টেপ
৫. জল

IMG_20211229_012915.jpg
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে পুরো কাগজে নীল রং করে দিতে হবে।

IMG_20220123_171138.jpg

IMG_20220123_171542.jpg
২. এরপর সাদা রং দিতে হবে। প্রায় মেঘের মতো এঁকে নিতে হবে।

IMG_20220123_171954.jpg

IMG_20220123_172142.jpg

IMG_20220123_173143.jpg
৩. এবার সাদা রং এর উপর হালকা নীল ।রং দিতে হবে।

IMG_20220123_173305.jpg

IMG_20220123_175125.jpg

IMG_20220123_174419.jpg

IMG_20220123_173353.jpg
৪. এবার সাদা রং দিয়ে উড়ন্ত পাখী এঁকে দিতে হবে।

IMG_20220123_180004.jpg

IMG_20220123_180134.jpg
৫. সাদা রং দিয়ে পুরো পাখি করে দিতে হবে। সাদা রং করা হয়ে গেলে হালকা নীল রং করে দিতে হবে।

IMG_20220123_180409.jpg

IMG_20220123_180622.jpg

IMG_20220123_181739.jpg
৬. এবার টেপ তুলে ফেলতে হবে।

IMG_20220123_181822.jpg

IMG_20220123_181902.jpg
আমার পেইন্টিং টি শেষ। জানি না আপনাদের কেমন লাগবে। আপনাদের ভালো লাগলে আমার আঁকা সার্থক।আজ আমি পর্যন্তই। কাল নতুন কোনো বিষয় নিয়ে আবার আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।

Sort:  
 2 years ago 

জল রং দিয়ে আপনি দারুন একটি পেইন্টিং করেছেন বৌদি। আপনার প্রিন্টিং আমার কাছে খুবই ভাল লেগেছে। আপনার এই পেইন্টিং দেখে আমারও ইচ্ছে করছে পেইন্টিং করার জন্য। যদিও আমি ভালো পেইন্টিং করতে পারি না। তবে আপনার এই পেইন্টিং দেখে আমিও পেইন্টিং করার চেষ্টা করব। দারুন একটি পেইন্টিং শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

বৌদি আমার কাছে খুবই ভালো লেগেছে আর্টটি।
আমার ক্ষেত্রেও নুয়াইরা এমন করে বৌদি আর্ট করার সময়ে।মানে আমার ছোট বোন।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ওয়াও! বৌদি, আপনি জল রং দিয়ে খুব সুন্দর ভাবে মেঘের ভেতর একটি পাখির চিত্র পেইন্টিং করেছেন। আপনার সৃজনশীলতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আশা করি সব সময় আমাদের এই রকম সুন্দর সুন্দর পেইন্টিং উপহার দিবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ভালো থাকবেন।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

মাঝে মাঝে ইচ্ছে করে নীল আকাশে যদি পাখি হয়ে উড়ে যেতে পারতাম।আপনার পেইন্টিং দেখে সত্যিই অনেক ভালো লাগলো। আপনার জন্য অনেক শুভকামনা রইল বৌদি।সামনে আরো অনেক সুন্দর সুন্দর পেইন্টিং আমাদের উপহার দিবেন।

 2 years ago 

দিদি আপনি জল রং ব্যবহার করে অনেক সুন্দরভাবে নীল আকাশের ছবি অঙ্কন করেছেন। তার সাথে নীল আকাশে থাকা ছোট ছোট পাখিগুলোর অনেক সুন্দর ভাবে অংকন করেছেন । তাছাড়া ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল দিদি

 2 years ago 

বৌদি।
আপনার পেইন্টিংটা আমার খুবই ভালো লেগেছে। একদম প্রফেশনাল। অন্যান্য পেইন্টিং গুলো যেমন একদম সাধারন হয়ে থাকে কিন্তু আপনার পেইন্টিং একদম আলাদা এবং ভিন্ন।

অসাধারণ পেন্টিং আমাদেরকে উপহার দেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন

 2 years ago 

নীল আকাশের মেঘের ভেতর
মুক্তমনা পাখি
দেখে যেন জুড়িয়ে গেল
আমার দুটো আখি

কি সুন্দর এঁকেছে দিদি
হয়না তুলনা
মিনতি করে বলছি তোমায়
আমায় ভুলনা
♥♥

 2 years ago 

খুব সুন্দর পেইন্টিং, আপনার ব্রাশের সাথে ভাল হ্যান্ডলিং আছে, আপনার পেইন্টিংয়ের অনেক অভিজ্ঞতা আছে বা আপনি শেখার মোডে আছেন।

আমি সবসময় বলেছি যে আমরা যখন ছবি আঁকি তখন আমাদের কল্পনাকে বন্যভাবে চলতে দেওয়া উচিত, যেহেতু মহান চিত্রশিল্পীদের একটি দুর্দান্ত কল্পনা এবং যথেষ্ট প্রতিভা থাকে তারা পেইন্টের মাধ্যমে যা চান এবং অনুভব করেন তা প্রকাশ করার জন্য।

 2 years ago 

ওয়াও দিদি,অসাধারণ একটি পেইন্টিং আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। দিদি, আপনার পেইন্টিংটি এত অসাধারণ সুন্দর হয়েছে যা দেখে আমি অনেকক্ষণ তাকিয়ে ছিলাম। খুবই ভালো লাগছে আপনার এই পেইন্টিংটি নীল আকাশে মেঘের ভিতর উড়ে যাওয়া পাখির পেইন্টিং টি। দিদি, আপনি খুবই দক্ষতার সাথে এই পেইন্টিংটি অঙ্কন করেছেন।নীল আকাশে মেঘে ভিতর পাখি উড়ে যাওয়ার পেইন্টিংটি অংকন করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জাস্ট অসাধারণ বৌদি আপনি অনেক চমৎকার ভাবে নীল আকাশের মাঝে একটি পাখি উড়ে যাওয়ার অনেক সুন্দর একটি দৃশ্য অংকন করেছেন দেখছি। সত্যিই আপনার এই অংকন এর প্রশংসা করতেই হয়, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের চমৎকারভাবে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন যেটা দেখে আমার সত্যিই অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি পেইন্টিং অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56519.24
ETH 2991.31
USDT 1.00
SBD 2.16