"আমার বাংলা ব্লগ" প্রকৃতির ফটোগ্রাফি প্রতিযোগিতা

in আমার বাংলা ব্লগ3 years ago

Hello
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন।আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।
তারপর প্রথমে আমি @ shuvo ভাইয়াকে জানাই অনেক অনেক ধন্যবাদ।কারণ তিনি এত সুন্দর প্রকৃতি ফটোগ্রাফি প্রতিযোগিতা আয়োজন করার জন্য। আসলে প্রকৃতির সম্পর্কে যা কিছু বলা হয় তা কম বলা হবে। প্রকৃতি নিয়ে বলে শেষ করা যাবে না। আমাদের চারপাশে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য।

IMG_20210930_170251.jpg

IMG_20210930_154615.jpg
উপরের ছবিটি মুক্ত আকাশে মেঘেরা খেলা করছে। আর নিচের ছবিটি আকাশে রংধনু উঠছে। জানিনা ছবিতে আপনারা বুঝতে পারবেন কি না। কারণ আমি ফটোগ্রাফিতে বেশি ভালো না। তারপরও ফটোগ্রাফি তুলতে চেষ্টা করি।
আমি অনেকদিন ধরে চেষ্টা করছি এই কনটেস্ট নিয়ে একটা পোষ্ট করতে। কিন্তু আমি বৃষ্টির কারণে এবং আমার প্রিয় মানুষটার ব্যাস্ততার কারনে গ্রামে যেতে পারিনি। আমি অনেক বার চেষ্টা করেছি কিন্তু শেষ পর্যন্ত পোস্ট করতে পারিনি। আমি গ্রামের মেয়ে। কিন্তু পড়াশুনার জন্য আমার শহরে আসতে হয় আর সেই থেকে আমি শহরে থাকি। আমার চারপাশে শুধু গাড়ির হর্ন। আমি শত চেষ্টা করেও গ্রামে যেতে পারিনি। তাই আজ দুফুরে হাল ছেড়ে দিয়ে আমার ফ্ল্যাটের বেলকনিতে একটা চেয়ারে বসে টিনটিন বাবুকে বিস্কুট খাওয়াছি। আজ আবার সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। প্রায় বেলা ৩.৩০ দিকে বৃষ্টি থেমে গেল।আর হালকা হালকা রৌদ্র ঝলমল করে উঠল। আমি মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছি। প্রায় ৪.০০ টার দিকে দেখি আকাশে খুব সুন্দর রংধনু উঠছে। আমার দেখে যে এতটা ভালো লাগলো তা বলে বুঝানো যাবে না। আমি এক দৌড়ে ছাদে গিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম।

IMG_20210930_164439.jpg
আমি সেই রংধনুর সাথে একটি সেলফি তুলতে ইচ্ছা করছিলো তাই একটি সেলফি তুলে নিলাম। পরে দেখি খুব একটা ভাল হয়নি। তারপরও শক হলো।

IMG_20210930_164327.jpg
আকাশে রংধনু উঠছে কিন্তু হাফছা হাফছা লাগছে।

IMG_20210930_160059.jpg

IMG_20210930_160053.jpg
এরপর ছাদে দাঁড়িয়ে দেখি আকাশ টা খুব সুন্দর লাগছে। আকাশে সাদা মেঘ যেনো উড়ে বেড়াচ্ছে।
আকাশ দেখে মনে হলো আমি দূরে দাঁড়িয়ে যেনো পাহাড় দেখছি। তাই তাড়াতাড়ি কয়েকটা ছবি তুলে নিলাম।

IMG_20210930_170251.jpg
আকাশে মেঘের খেলা চলছে।

IMG_20210930_165831.jpg
দূর আকাশে পেলেন উড়ে যাচ্ছে তার গন্তব্য স্থানে।

IMG_20210930_165121.jpg

IMG_20210930_165119.jpg

IMG_20210930_165057.jpg

IMG_20210930_165040.jpg
তারপর দেখি দূর আকাশে দুটি পাখি উড়ে যায়।
হটাৎ দেখি আমাদের ছাদে একটা কাক এসে বসলো। তারপর আমি ধীরে ধীরে কয়েকটি ছবি তুলে নিলাম ও একটা সেই কাক এর সাথে দাড়িয়ে একটা সেলফি তুলে নিলাম।

IMG_20210930_165328.jpg

IMG_20210930_165245.jpg

IMG_20210930_165231.jpg
পড়ন্ত বিকেলে রৌদ্র ঝলমল করছে আর আকাশে সূর্য হেসে উঠলো। আম গাছের আড়াল থেকে সূর্য ঝলমল করে হেসে উঠল।

IMG_20210930_170251.jpg

IMG_20210930_165607.jpg

IMG_20210930_165522.jpg

IMG_20210930_165455.jpg
আম গাছের ভিতরে কাক তার বাসার ভিতরে গিয়ে বসলো।

Sort:  
 3 years ago 

দিদি আপনি খুবই চমৎকার আলোকচিত্র করেছেন। আর সুন্দর উপস্থাপন করেছেন।সব মিলিয়ে দারুন ছিল।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

অনেক অনেক সুন্দর ফটোগ্রাফি হয়েছে বউদি।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। খোলা আকাশের অপরূপ সৌন্দর্য আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। এছাড়া আপনার ছাদের কাকের ছবিটি আমার খুবই ভালো লেগেছে। আপনি প্রতিটি ছবির বর্ণনা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

দিদি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন।সেইসাথে ফটোগ্রাফির লেখাগুলোও অনেক ভালোভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ দিদি।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

বৌদি যে ব্যাপারটা বেশি ভাল লেগেছে। তা হচ্ছে আপনি প্রকৃতিকে প্রকৃতির মতো করে উপস্থাপন করেছেন। কোন এডিটিং করেননি।
যা আমাকে অনেক মুগ্ধ করেছে।
অনেকের ছবি অনেক রকম ভাবে ভাল লেগেছে। তার মূল কারণ ছিল তাদের এডিটিং অনেক ভাল ছিল।কিন্তু আপনার প্রকৃতি ছবিতে বিন্দুমাত্র কোন ইডিটিং নেই!যা আছে তা হচ্ছে প্রকৃতির সৌন্দর্য।

 3 years ago 

আসলে আমি প্রকৃতির ফটোগ্রাফিতে এডিটিং করা পছন্দ করি না। আমি এক জন ভিন্নধর্মী মানুষ। আমি প্রকৃতির ফটোগ্রাফি প্রকৃতির মতো তুলে ধরতে চেয়েছি।আপনাদের আমার ফটোগ্রাফি যে ভালো লেগেছে এতেই আমার ফটোগ্রাফি করা সাতর্ক হয়েছে।অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আকাশের ছবিগুলি ও রংধনু ছবিগুলো অনেক সুন্দর লাগছিল। অনেক সুন্দর হয়েছে ছবিগুলো

 3 years ago 

বৌদি প্রথম থেকে 9, 10 নম্বর ছবি গুলো অসাধারণ। এমন আকাশ দেখলে কার না ভালো লাগবে । আহা 🥰 ☁️☁️☁️। ভালবাসা রইলো দিদি।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফিগুলো,,,,

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

ফটোগ্রাফিগুলো অসাধারণ হয়েছে। আপনি রান্নার পাশাপাশি চমৎকার ফটোগ্রাফিও করেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ। বিশেষ করে আকাশের ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর মন্তব্যর জন্য।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে বৌদি।আকাশ ও কাকের ফোটোগ্রাফিগুলি।দেখে মন জুড়িয়ে গেল।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

তোমাকেও ধন্যবাদ বোন

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57249.71
ETH 3092.70
USDT 1.00
SBD 2.41