"স্মৃতির পাতা থেকে জাদুঘরের কিছু পুরানো আমলের ভাস্কর্যের ফটোগ্রাফী"

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সবাই ভালো আছেন। আমিও আপনাদের সবার আশীর্বাদে এখন একটু ভালো আছি। তবে এখনও মাঝে মাঝে খুব অসুস্থ হয়ে পড়ছি। যখন একটু সুস্থ বোধ করি তখন ভাবী আপনাদের সাথে একটু শেয়ার করি। আজ আমি আপনাদের সাথে জাদুঘরের কিছু পুরানো ভাস্কর্যের ফটোগ্রাফী শেয়ার করবো। আগের পোস্টে কিছু ফটোগ্রাফী শেয়ার করেছিলাম। আরো ও প্রায় অনেক ছবি রয়ে গিয়েছে। তাই ভাবলাম আজ কিছু শেয়ার করি। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20211221_140728.jpg

লাল বেলে পাথর দিয়ে গণেশের মূর্তি । প্রায় খ্রিস্টীয় পঞ্চম শতাব্দী আমলে তৈরিকৃত।

ফটোগ্রাফী করার সময় : ২১ ডিসেম্বের ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত।

IMG_20211221_140645.jpg
লাল বেলে পাথর দিয়ে তৈরি ধ্বংসপ্রাপ্ত বুদ্ধদেবের মূর্তি। সম্রাট অশোক এর আমলে এই ভাস্কর্যটি।
ফটোগ্রাফী তোলার সময় : ২১ ডিসেম্বর ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত।

IMG_20211221_140429.jpg
সম্রাট অশোকের আমলে লাল বেলে পাথর দিয়ে তৈরি
কয়েকটি বুদ্ধদেবের মূর্তি।
ফটোগ্রাফী তোলার সময় : ২১ ডিসেম্বর ২০২১
স্থান : কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত।

IMG_20211221_140422.jpg
ধ্বংসপ্রাপ্ত বেলে পাথর দিয়ে বুদ্ধগয়ার মূর্তি।
ফটোগ্রাফী তোলার সময় :২১ ডিসেম্বর ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত।

IMG_20211221_140356.jpg
ধ্বংসপ্রাপ্ত বুদ্ধগয়ার ভাস্কর্য
ফটোগ্রাফী তোলার সময় : ২১ ডিসেম্বর ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর , পশ্চিমবঙ্গ ভারত

IMG_20211221_140815.jpg

চুনা পাথর দিয়ে তৈরি পদ্মশোভিত সূচী। খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দি আমলে।
ফটোগ্রাফী তোলার সময়: ২১ ডিসেম্বর ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত

IMG_20211221_140804.jpg
চুনা পাথর দিয়ে তৈরি বুদ্ধের নানা ঘটনাবলী খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দী আমলে।
ফটোগ্রাফী তোলার সময়: ২১ ডিসেম্বর ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত

IMG_20211221_140752.jpg
চুনা পাথর দিয়ে তৈরি পূর্ণকুম্ভ খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দি আমলে।
ফটোগ্রাফী তোলার সময় : ২১ ডিসেম্বর ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত।

IMG_20211221_141727.jpg
নাগ মুস লিন্দ্ দ্বারা সুরক্ষিত বুদ্ধ বিহার। খ্রিস্টীয় ষষ্ঠ ও সপ্তম শতাব্দী আমলে।
ফটোগ্রাফী তোলার সময়: ২১ ডিসেম্বর ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত।

IMG_20211221_141700.jpg
খ্রিস্টীয় তৃতীয় শতাব্দি আমলে লাল বেলে পাথর দিয়ে তৈরি বুদ্ধ বিহার।
ফটোগ্রাফী তোলার সময় : ২১ ডিসেম্বর ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত।

IMG_20211221_141834.jpg
খ্রিস্টীয় বারোশো শতাব্দি আমলে ব্যাসল্ট পাথর দিয়ে তৈরি পার্বতী মূর্তি।
ফটোগ্রাফী তোলার সময় : ২১ ডিসেম্বর ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত।

আজ এই পর্যন্ত। অন্য কোনদিন আরো কিছু ফটোগ্রাফী নিয়ে আসবো। সব গুলো ফটোগ্রাফী আমার redmi note & Poro, ফোন থেকে নেওয়া। আশা করি, আমার আজকের ফটোগ্রাফী গুলো আপনাদের ভালো লাগবে।

Sort:  
 3 years ago 

  • আলহামদুলিল্লাহ বৌদি অনেক ভালো আছি। আপনি এখন একটু সুস্থ আছেন শুনে খুবই ভালো লাগতেছে। আপনার অসুস্থতার কথা শুনে খুবই খারাপ লেগেছিল। সব সময় আপনার সুস্থতা কামনা করি। আজকের ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে। প্রত্যেকটি ছবি দেখার মত ছিল। শুভকামনা রইল বৌদি আপনার জন্য
 3 years ago 

বৌদি আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। আসলে ভাস্কর্যগুলো খুবই সুন্দর। কত সুন্দর করে ভাস্কর্যগুলো তৈরি করেছে দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য আমরা এত সুন্দর সুন্দর ভাস্কর্যগুলো দেখতে পারলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

দিদি অসাধারণ সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট উপহার দিয়েছেন আপনি। লাল বেলে পাথর দিয়ে তৈরি গণেশ এর মূর্তির ফটোগ্রাফি থেকে শুরু করে পার্বতীর মূর্তির ফটোগ্রাফি গুলো সত্যিই অতি চমৎকার হয়েছে। এত সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য দিদি আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। আর আমি বিশেষভাবে দোয়া করি আপনি যেন অতি দ্রুত সার্বিক সুস্থতা লাভ করেন। দিদি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

বৌদি আপনার পুরনো ভাস্কর্য ফটোগ্রাফি গুলো খুবই অসাধারণ এবং চমৎকার হয়েছে । লাল পাথরে খোদাই করা ভাস্কর্য মূর্তি গুলো সত্যিই চমৎকার এগুলো পুরনো দিনের ভাস্কর্য । আমার খুবই ভালো লাগে । এসকল মূর্তিগুলো যেখানে থাকে সেখানে আমারও যাওয়ার খুব ইচ্ছা । কিন্তু এগুলো আমাদের দেশে পাওয়া যায় না তেমন, ভারতে বেশি পাওয়া যায় । তবুও আপনার মাধ্যমে দেখে নিলাম । ধন্যবাদ বৌদি এত সুন্দর লাল পাথরের ভাস্কর্য আমাদের সামনে শেয়র করার জন্য ।

Thanks, They are just real things.

 3 years ago (edited)

বৌদি সবগুলা লাল বেলে পাথর মূতিগুলা আমার ভালো লেগেছে।আমি মাঝে মাঝে চিন্তা করি,এই মূতিগুলা যারা তৈরি করে করেছে তাঁরা কত বড় মাপের শিল্পি ছিলেন।কত কষ্ট করে কত সময় নিয়ে তারা তৈরি করেছেন।মানতে হবে তারা অনেক ধৈর্যশীল ছিলেন।ধন্যবাদ বৌদি আপনার মাধ্যমে ভারতের মিউজিয়ামে কিছু মূতি দেখতে পারলাম।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু। এত সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 3 years ago 

অসাধারণ কিছু ছবি শেয়ার করেছেন বৌদি। জা হয়তো কখনো দেখা হইত না।আপনার মাধ্যমে অনেক পুরাতন নিদর্শন দেখতে পেলাম।ধন্যবাদ বৌদি আপনাকে কোলকাতা জাদুঘর এতো দুর্লভ কিছু নিদর্শন শেয়ার করার জন্য।

 3 years ago 

বৌদি আপনার স্মৃতির পাতায় এত সুন্দর ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষিত ছিল তা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। আজকের পোস্ট এর মধ্য দিয়ে আমরা হাজার বছর আগের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা পেলাম। মূর্তিগুলোকে প্রাচীনকালের সেই পঞ্চম ষষ্ঠ শতকের এবং শৈল্পিক কার্য গুলো দেখে সত্যি বিমোহিত হয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ইতিহাস ঐতিহ্য আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

বৌদি সবগুলো পাথরের মূর্তি অসাধারণ ছিল।কি নিখুঁত কাজ। এরকম মূর্তি দেখার সৌভাগ্য কখনো হয়ে ওঠেনি। আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম। আপনি এবং দাদা দুই জনের পোষ্টের মাধ্যমে অনেক দর্শনীয় স্থান দেখার সুযোগ হয়। অনেক ধন্যবাদ বৌদি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

 3 years ago 
বৌদি সনাতন ধর্মালম্বীদের এই পুরানো মূর্তিগুলোর ভাস্কর্য খুবই সুন্দর দেখতে। আপনার স্মৃতির পাতা থেকে আজকে আবার স্মৃতিচারণ পরে সে অভিজ্ঞতাগুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সৃষ্টিকর্তা আপনাকে খুব শীঘ্রই সুস্থতা দান করুন এই কামনা রইল বৌদি। শুভ হোক আপনার আগামীর পথচলা।
 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62622.35
ETH 2442.15
USDT 1.00
SBD 2.64