বাঙালি রেসিপি " ক্রিসপি পেয়াঁজ চিংড়ি পকোড়া"

in আমার বাংলা ব্লগ3 years ago

Hello
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব পিয়াঁজ চিংড়ি পকোড়া। আমি চিংড়ি পকোড়া খুব তৈরি করতে পারি না। তারপরও চেষ্টা করি। আমার ঘরে কিছু চিংড়ি মাছ ছিল আজ সেই মাছ দিয়ে চিংড়ি মাছের পকোড়া তৈরি করেছি।আমি আগে কখনো তৈরি করিনি।আজ প্রথম তৈরি করছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটি খেতে খুবই সুস্বাদু ও মজাদার একটি খাবার।

IMG_20211018_183957.jpg
উপকরণ:
১. চিংড়ি মাছ - ৫০০ গ্রাম
২. পিয়াঁজ কুচি - ২ কাপ
৩. কাচা মরিচ - ৭ টি
৪. বেসন - ২ কাপ
৫. চালের গুঁড়া - ১ কাপ
৬. তেল - ২ কাপ
৭. লবণ - পরিমান মতো
৮. হলুদ - ১ চামচ
৯. জিরা গুঁড়া - ১চামচ
১০. শুকনো মরিচ গুঁড়া - ১ চামচ
১১. ধনে গুঁড়া - হাপ্ চামচ
IMG_20211018_173845.jpg
চিংড়ি মাছ

IMG_20211018_173207.jpg
চালের গুঁড়া

IMG_20211018_173122.jpg
বেসন

IMG_20211018_172821.jpg
কাচা মরিচ

IMG_20211022_122321.jpg
তেল

IMG_20210730_210249.jpg
পেয়াঁজ কুচি

IMG_20210708_081227.jpg
লবণ, হলুদ, জিরা গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া ও ধনে গুঁড়া
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে কাচা মরিচ কুচিয়ে নিতে হবে ।

IMG_20211018_173028.jpg
২. এরপর একটা পাত্রে পেয়াঁজ কুচি ও কাচা মরিচ কুচি নিয়ে একটু মেখে নিতে হবে।

IMG_20211018_173924.jpg
৩. এবার ওই পেয়াঁজ কুচির ভিতর পরিমান মতো বেসন ও চালের গুঁড়া নিতে হবে। এবং একে একে এক চামচ হলুদ, জিরা গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া ও পরিমান মতো লবণ দিয়ে ও একটু একটু জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার চিংড়ি মাছ গুলো দিয়ে আবারও মেখে নিতে হবে।

IMG_20211018_174025.jpg

IMG_20211018_174141.jpg

IMG_20211018_174442.jpg
৪. মাখানো হয়ে গেলে ১০ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে।

IMG_20211018_174410.jpg
৫.এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিতে হবে। কড়াইতে দুই কাপ তেল দিয়ে হবে।

IMG_20211018_180221.jpg
৬.তেল গরম হয়ে গেলে চিংড়ি মেখে রাখা থেকে একটু নিয়ে ওই গরম তেলে ছেড়ে দিতে হবে। ওই একই ভাবে বাকি গুলো দিয়ে দিতে হবে।

IMG_20211018_180804.jpg
৭. এবার এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টায় দিতে হবে। এভাবে পকোড়া গুলো বাদামী রং করে ভেজে নিতে হবে।

IMG_20211018_183004.jpg
৮. এবার পকোড়া গুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে।

IMG_20211018_183957.jpg
তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু ও। মজাদার পেয়াঁজ চিংড়ি পকোড়া। এটি গরম গরম পরিবেশন করতে হবে সন্ধ্যায় চা এর সাথে।

Sort:  
 3 years ago 

বাহ, খাবারটি খুব সুস্বাদু, আমার বন্ধু, আমি সত্যিই এটি চাই

 3 years ago 

আজতো খুবই টেষ্টি এবং ক্রিসপি রেসিপি শেয়ার করেছেন বৌদি। সচারচর আমাদের এদিকে চিংড়ির বড়া তৈরী করা হয় বেশী। কিন্তু আপনি ভিন্ন একটা আইডিয়া সুন্দরভাবে উপস্থাপন করলেন আজ, দেখেই স্বাদ নিতে মনে চাচ্ছে। তবে সমস্যা নাই রেসিপিটি তো দেখে রাখলাম, সময় সুযোগ মতো তৈরী করে ফেলবো, হি হি হি। ধন্যবাদ

 3 years ago 

আপনার প্রতিটি রেসিপি অনেক যত্নসহকারে বানিয়ে থাকেন। আপনার প্রতিটি রেসিপি আমার অনেক ভালো লাগে। আজ আপনি পেয়াঁজ চিংড়ি পকোড়া" বানিয়েছেন। দেখে নিজে তৈরি করে খেতে ইচ্ছে করতেছে

 3 years ago 

ক্রিসপি পেয়াঁজ চিংড়ি পকোড়া রেসিপি আমার কাছে খুব ভালো লেগেছে। দেখে জিহ্বায় জল চলে এসেছে। মনে হচ্ছে খেতে অনেক মজা হবে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য

 3 years ago 

বৌদি চিংড়ি মাছ আমার খুবই পছন্দের মাছ। আপনি যে সুন্দর করে পাকোড়া তৈরি করেছেন। দেখেই জিভে জল চলে আসছে। খেতে ও নিশ্চয় অনেক মজা হয়েছে। বৌদি আমি কিন্তু আপনার ইলিশের রেসিপির অপেক্ষায় আছি।

 3 years ago 

হ্যা অনেক মজা হয়েছিল। ইলিশের রেসিপি আজ দেওয়ার চেষ্টা করছি ভাইয়া।

 3 years ago 

বাহ! কি অসাধারণ একটা রেসিপি তৈরি করেছেন বৌদি। আপনার এই রেসিপিটি দেখে মনে হচ্ছে পকোড়াটি অনেক সুস্বাদু হয়েছে। পকোড়া আমার সস দিয়ে খেতে খুব ভালো লাগে, আমি প্রায় সময় বাসায় পকোড়া তৈরি করে খেয়ে থাকে তবে চিংড়ি মাছ দিয়ে কখনো তৈরি করা হয়নি। আপনার টা দেখে এবার থেকে তৈরি করে খাব। অসংখ্য ধন্যবাদ বৌদি আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

আপনার প্রতিটি রেসিপি অনেক ভালো লাগে।
যথানিয়মে আজকেরটাও অনেক সুন্দর হয়েছে।
ধন্যবাদ আপনাকে ভাবী।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

চিংড়ি মাছের পকোড়া রেসিপি দেখে আমি অবাক হয়ে গেছি। আমার চিংড়ি মাছ এমনি খুবই ভালো লেগেছে। তারপর চিংড়ি মাছ দিয়ে এই পকোড়া রেসিপি দেখে আমার খেতে খুব ইচ্ছা করছে। আর দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। তাই বারবার খেতে ইচ্ছা করছে।

 3 years ago 

বাড়ীতে একদিন তৈরি করে খেয়ে দেখুন খুব ই টেস্টি।

 3 years ago 

বৌদি আজ এমন একটি জিনিস শেয়ার করেছেন, যেই দেখছে তার মুখ দিয়েই জল পরতে শুধু করেছে এ ব্যপারে কোনো সন্দেহ নেই। মাছ পছন্দ না করলেও চিংড়ি আমার খুব ভালো লাগে। বাড়িতে অনেক কিছু দিয়ে পকড়া বানালেও চিংড়ি দিয়ে কখনো বানাই নি। আজ লোভ লাগিয়ে দিলেন যখন অবশ্যই আমি বানাবো এটা।

 3 years ago 

চিংড়ি মাছের পকোড়া খেতে খুব মজা। তবে আমার থেকে আমার দেবর খুব ভালো তৈরি করতে পারে। বাড়ীতে একদিন ট্রাই করে দেখুন খেতে খুবই টেস্টি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.029
BTC 59049.70
ETH 2618.71
USDT 1.00
SBD 2.44