নিজের লেখা নতুন একটি কবিতা " প্রকৃত বন্ধু"

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি কবিতা " প্রকৃত বন্ধু " ।আশা করি, আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20210704_172907.jpg

"প্রকৃত বন্ধু"

বন্ধু মানে মস্ত আকাশ, আকাশ ভরা নীল,
বন্ধু মানে উরন্ত আকাশ দূরন্ত গাঙচিল।
বন্ধু মানে সকাল বেলা বন্ধু মানে সাঁঝ।
বন্ধু মানে মনের কথা বলতে কিসের লাজ,
বন্ধু মানে ফাঁকা মাঠে একটুখানি হাওয়া
বন্ধু মানে এক জীবনের অনেক খানি পাওয়া।

বন্ধু মানে ঝমঝম বৃষ্টি, বন্ধু দক্ষিণ হাওয়া,
বন্ধু মানে অল্প খাবার দুজন মিলে খাওয়া।
বন্ধু মানে শরৎকালের সাদা মেঘের ভেলা।
বন্ধু মানে ঝগড়া ভুলে আবার শুরু খেলা,
বন্ধু মানেই ফাগুন হাওয়া , ফুল ফোটানো রাত।

বন্ধু মানেই সুখে-দুখে বাড়িয়ে দেওয়া হাত,
বন্ধু মানে সব কিছুতেই ভীষণ বাড়াবাড়ি।
বন্ধু মানে তর্কাতর্কি কিংবা মারামারি।
বন্ধু মানে যৌথ হাঁটা একটু ও না থামা
এক ব্রান্ডের জামা জুতো আর একই রকম ওড়না।

বন্ধু মানেই এক আসরে অভিন্ন গান শেখা।
বন্ধু মানে পরীক্ষাতে দেখে দেখে লেখা,
বন্ধু হওয়া সহজ যেমন তেমনি কঠিন কর্ম।
জাত ভেদাভেদ উঁচু-নিচু বাঁধ সাধে না ধর্ম।
বন্ধু মানে সমান সমান নয় উঁচু নয় নীচু।

সারা জীবন ছায়া হয়ে রয় সে পিছু পিছু,
বন্ধু পাশে থাকলে নির্ভয়ে যায় পথ চলা।
বন্ধু হলেই কঠিন কথা সহজে যায় বলা।
বিপদ এলে সবাই পালায় , বন্ধু দাঁড়ায় পাশে।
নিজের ক্ষতি হয় যদি হোক, বন্ধু ছুটে আসে।

বন্ধু মানে উত্তাল নদী আছড়ে পড়া ঢেউ,
বন্ধু পারে জীবন দিতে, আর পারে না কেউ।
বন্ধু মানে দূর আকাশে হীরক জ্যোতি তারা,
খুব সহজেই সব পাওয়া যায় কেবল প্রকৃত বন্ধু ছাড়া।
বন্ধু মানে অকারণে শুধু হাসাহাসি।
বন্ধু তোকে বড্ড ভালোবাসি।

Sort:  
Loading...

আপনি বরাবরই অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। আজকের টাও অনেক সুন্দর হয়েছে। বন্ধুর ভালোবাসা নিয়ে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন আপনি। এটা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। বন্ধুর ভালোবাসা অপরিসীম। ধন্যবাদ আপু আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

বন্ধু মানেই এক আসরে অভিন্ন গান শেখা।
বন্ধু মানে পরীক্ষাতে দেখে দেখে লেখা,
বন্ধু হওয়া সহজ যেমন তেমনি কঠিন কর্ম।
জাত ভেদাভেদ উঁচু-নিচু বাঁধ সাধে না ধর্ম।
বন্ধু মানে সমান সমান নয় উঁচু নয় নীচু।

একদম সঠিক বলেছেন বৌদি, আজকের কবিতাটি সত্যি অনেক ভালো লেগেছে। বন্ধু মানেই বন্ধু যার সাথে কোন কিছুরই তুলনা হয় না। বন্ধুত্ব কোন নিয়ম-নীতি তোয়াক্কা করে না। আজকের কবিতাটি সত্যি ব্যতিক্রম ছিলো। যদিও আপনি সব সময়ই ভালো কবিতা লিখেন। ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।আপনার আমার কবিতা টি ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

 3 years ago 

প্রকৃত বন্ধু নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। জীবনে একজন প্রকৃত বন্ধু থাকলে আর কিছুই লাগে না। যেটা আপনার কবিতায় প্রকাশিত হয়েছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

😍😍😍

 3 years ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ,,, সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার কবিতা টা পড়ে প্রকৃতি বন্ধু সম্পর্কে অনেকটা জ্ঞান অর্জন করলাম। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বন্ধু মানেই সুখে-দুখে বাড়িয়ে দেওয়া হাত,
বন্ধু মানে সব কিছুতেই ভীষণ বাড়াবাড়ি।
বন্ধু মানে তর্কাতর্কি কিংবা মারামারি।
বন্ধু মানে যৌথ হাঁটা একটু ও না থামা
এক ব্রান্ডের জামা জুতো আর একই রকম ওড়না।

  • দিদি একদম খাটি কথা বলেছেন আপনি। আপনার এই কবিতা আমার অসম্ভব ভালো লেগেছে। বন্ধুত্বের আসল পরিচয় আপনি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন।বন্ধুত্ব নিয়ে এমন সুন্দর একটি কবিতা আমাদের সামনে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

বৌদি আপনার কবিতাটি সত্যি অসাধারণ হয়েছে। আপনার কবিতাটি পড়ে ভালো লাগলো। কবিতাটি মধ্যে খুব সুন্দর সুন্দর ভাবার্থ আমাদেরকে বুঝিয়েছেন। যা সত্যি বাহবা পাওয়ার যোগ্য। সত্যি কথা বলতে বৌদি আপনার সৃজনশীলতার জবাব নেই। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

বন্ধু মানেই এক আসরে অভিন্ন গান শেখা।
বন্ধু মানে পরীক্ষাতে দেখে দেখে লেখা,
বন্ধু হওয়া সহজ যেমন তেমনি কঠিন কর্ম।
জাত ভেদাভেদ উঁচু-নিচু বাঁধ সাধে না ধর্ম।
বন্ধু মানে সমান সমান নয় উঁচু নয় নীচু।

  • কবিতাটি আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ হয়েছে। আপনি কবিতাটি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কবিতাটির প্রত্যেকটি শব্দ সৃজনশীল । ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
 3 years ago 

কবিতাটা অনেক সুন্দর। বন্ধু মানি সুখ দুঃখের সাথী।কিন্তুু এমন বন্ধু পাওয়া অনেক ভাগ্যের ব্যপার।আমার কাছে সবচেয়ে ভালো লাগলো

বন্ধু ঝমঝম বৃষ্টি, বন্ধু দক্ষিণ হাওয়া,
বন্ধু মানে অল্প খাবার দুজন মিলে খাওয়া।
বন্ধু মানে শরৎকালের সাদা মেঘের ভেলা।
বন্ধু মানে ঝগড়া ভুলে আবার শুরু খেলা,
বন্ধু মানেই ফাগুন হাওয়া , ফুল ফোটানো রাত।

 3 years ago 

ধন্যবাদ আপু। আপনার ভালো লেগেছে শুনে আমার ভালো লাগলো।

 3 years ago 

বৌদি আপনি সুন্দরভাবে বন্ধুত্ব ও প্রকৃত বন্ধুত্ব নিয়ে কবিতা লিখেছেন ।আপনার কবিতায় বন্ধুত্বের অর্থ ভাবার্থ ও গভীরতা এমন ভাবে ফুটে উঠেছে যা বলার ভাষা রাখে না। আমাদের মাঝে এমন প্রকৃত বন্ধু দরকার যারা সব সময় আমাদের সাথে ছায়ার মত থাকবে ।আমাদের দুঃখ-কষ্ট বিরহ ভাগ করে নেবে। এ সময় আমাদের সামনে পাহাড় হয়ে দাঁড়াবে। ধন্যবাদ বৌদি এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 99331.95
ETH 3298.98
USDT 1.00
SBD 3.05