স্বরচিত ছোট একটি কবিতা " ভালোবাসার বৃষ্টি"
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার নতুন একটি কবিতা নিয়ে আসছি। আজ আমি ছোট একটি কবিতা লিখছি।আশা করি আপনাদের ভালো লাগবে।তাহলে চলুন শুরু করা যাক।
ভালবাসার বৃষ্টি
বৃষ্টি মানেই অন্যরকম, প্রেমের আবহাওয়া,
কাক ভেজা হাওয়া তখন একান্ত এক চাওয়া।
ভিজে মাটির সেদা গন্ধে মন যে মাতাল করে,
কদম বনে দস্যিপনা, সখার হাতটি ধরে।
ডিঙ্গি করে শাপলা বিলে, শালুক খোঁজে সারাক্ষন
পদ্মপাতায় ভালোবাসা উদাস করে মন।
কচু পাতার ছাতার নিচে ভিজবো তোমার সাথে
বৃষ্টি শেষে স্নিগ্ধ আকাশ, হাতটা রেখো হাতে।
লাল পাঞ্জাবিতে দস্যিপনা ঝড় জলের মাঝে,
সৌন্দর্য যেন তার ঠিকরে পড়ে ভেজা জামার ভাজে।
ভেজা চুলে হাত ছোঁয়ানোর ইচ্ছে আমার হয়,
বৃষ্টিস্নাত তোমার রূপ বড্ড মায়াময়।
ছুঁয়ে ছুঁয়ে হাতটা তোমার হয়ে যাব বৃষ্টি,
তোমার দিকে তাকিয়ে রবো সরবে না এই দৃষ্টি।
আহা, মন জুড়িয়ে এই লাইনটা পড়ে বৌদি ।
ভালোবেসে কি খুব বেশি কিছু পাওয়ার দরকার আছে, এমন ছোট ছোট আশা গুলো পূরণ হলেই তো ভালোবাসা সার্থক ।
যথার্থ লিখেছেন বৌদি ।
বৌদি আদার কবিতা পড়ে খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর কবিতা লেখেন। আজকে আপনার কবিতাটি সত্যি অসাধারণ হয়েছে। ভালবাসার বৃষ্টি নিয়ে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখলেন, সত্যি অনেক ভালো লেগেছে, শুভকামনা রইল।
বৌদি, মাঝে মাঝে বেশ দারুণ চমৎকার অনুভূতির কবিতা শেয়ার করেন, সত্যি কবিতাগুলো বেশ দারুণ হয় এবং ভালোলাগে। আজকের কবিতাটি অনবদ্য ছিলো, বৃষ্টির আবহে হৃদয়টা দারুণভাবে উত্তোলিত হলো। এই রকম সুন্দর অনুভূতির কবিতা চাই নিয়মিত। ধন্যবাদ
ঠিক বলেছেন বৌদি। বৃষ্টি মানেই যেনো প্রেমের আবহাওয়া। বৃষ্টি দেখলেই আমার প্রেমিকার সাথে ভিজতে মন চায়। যদিও প্রেমিকা নাই আমার। হেহেহে।
কবিতাটি ছোট্ট হলেও বেশ লিখেছেন বৌদি।চমৎকার হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে।বৃষ্টির অনুভূতিগুলি এইরকম হওয়া উচিত, ধন্যবাদ বৌদি।
সত্যি আপু আপনার কবিতা খুবই সুন্দর এবং আমার কাছে মনমুগ্ধকর লেগেছে ।কবিতার প্রতিটি লাইন যেন অনেক ভাবার্থ বহন করে। এভাবে চালিয়ে যান আপু
বৌদি বৃষ্টির নরম মাটি সব সময় আমাদের মনকে মাতাল করে। ডিঙ্গি নৌকায় করে শালুক বনে শালুক তোলার যে চিত্রটি আপনার কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সত্যিই আমার কাছে অসাধারণ লেগেছে ।এবং আমার শৈশবের কিছু স্মৃতি মনে পড়ে গেছে ।ধন্যবাদ বৌদি আপনাকে।
দিদি, অনেক দিন পর আপনার লেখা কবিতা পড়ে সত্যি মন জুড়িয়ে গিয়েছে। এই কবিতটি ছোট কিন্তু এর মধ্যে হাজারো অর্থ লুকিয়ে রয়েছে। দিদি,আপনার কবিতা খুব ভালো লাগে খুব সুন্দরভাবে ছন্দে ছন্দে কবিতা লিখেন।কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর করে আমাদের মাঝে ফুটিয়ে তোলেন। দিদি, কবিতার প্রতিটি লাইনে আমার ভালো লেগেছে তবে কবিতার অংশটি খুব ভালো লেগেছে।
ধন্যবাদ দিদি।।
এই লাইনগুলো বেশ সুন্দর। আর কি লাগে,ভালোবাসার জন্য।ধন্যবাদ
অসাধারণ একটা লাইন ছিল। খুব ভালো লাগলো কবিতাটা পড়ে। জামাই ষষ্ঠী তো, দাদা কে নিয়ে বাপের বাড়ি যাও বৌদি, কবিতা তো পড়েও হবে। আগে তো ভুঁড়িভোজ দরকার দাদার।😅❤️❤️
ভালোবাসা নিও বৌদি।