বিশ্ব "মা দিবস"

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ বিশ্ব "মা দিবস"।এই মা দিবসে পৃথিবীর সকল মায়েদের প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়ে শুরু করছি। "মা" শব্দটা অনেক ছোট কিন্তু এর পরিধি অনেক বিশাল। মা শব্দটা শুধু মমতা নয় ক্ষমতার সর্বোচ্চ ।আমাদের সবার জীবনে মায়ের স্তন সবার উপরে। আমাদের প্রত্যেকের জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটি হল " মা"। মাকে ভালবাসা জানানোর জন্য বিশেষ কোন দিনের প্রয়োজন নেই। জীবনের প্রতিটি দিনই মা দিবস। আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার মাকে ভালোবাসে না। আমরা প্রত্যেকেই মাকে খুব ভালোবাসি। তারপরও কোনদিন মাকে বলা হয়ে ওঠেনি ভালোবাসি মা, তোমাকে অনেক ভালোবাসি। মা হল এমন এক মানুষ যার কাছে আমরা সব থেকে নিরাপদে থাকি। তাদের কাছে মা মানে শুধু একটা রক্তমাংসের অবয়ব না, কিছু অসম্ভব কষ্টের সময় পাওয়া খানিকটা আরাম। আর অনেকটা ভালোবাসা, সীমাহীন, অর্থহীন, স্বার্থহীন ভালোবাসা।

IMG_20220508_195219.jpg

IMG_20211221_143700.jpg
আমাদের জীবনে যখনই ভালো কিছু হয় আমরা সবার আগে মাকে মনে করি। আমি যখন কষ্টে থাকি তখনো সবার আগে মায়ের কথা মনে পড়ে। আবার কখনো কাজ করতে গিয়ে হঠাৎ আঘাত পেলে মা বলে চিৎকার দেই। এটা পৃথিবীর গভীর সম্পর্ক। আমাদের অনুপ্রেরণা, আমাদের প্রথম এবং শ্রেষ্ঠ ভালবাসা মা। মা ছাড়া কেউ বুঝতে পারে না সন্তানের মনের কথা। মা ও সন্তানের বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন।

বিশ্ব মা দিবস এই দিনটির জন্য প্রত্যেক বছর সকলে অপেক্ষা করে। এই দিনটির মধ্য দিয়ে বিশ্বের সকল মায়েদের কে বিশেষভাবে সম্মানিত করা হয়। এই দিনটির জন্য প্রত্যেক জাতির অপেক্ষা করেন।
বিশ্ব মা দিবস এমন একটি দিবস। এই দিবসটি একজন মানুষকে নিয়ে উদযাপিত হয় যিনি না থাকলে আমরা হয়তো পৃথিবীতে আসতে পারতাম না। যার সেবা-যত্ন অথবা ভালোবাসা আমাদের জীবনে না থাকলে এই পৃথিবীতে বেড়ে ওঠা সম্ভব হতো না। যার জন্য আজকে আমরা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। মা সন্তানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি।

IMG_20210704_172740.jpg
আজ বিশ্ব মা দিবস। সবচেয়ে প্রিয় মানুষ আমাদের মা। সকল মায়েদের প্রতি সম্মান জানাতে কয়েক যুগ ধরে পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। মা দিবসের ইতিহাস আমরা অনেকেই হয়তো জানি। আজ ৮ মে রবিবার বিশ্ব মা দিবস। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয়। দেশ ও অঞ্চল ভেদে কোথাও কোথাও মা দিবসের তারিখ ভিন্ন হয়ে থাকে। ইতিহাস থেকে জানা যায় মা দিবসের সূচনা প্রাচীন গ্রীসের মাতৃরূপী দেবী সিবেলের আরাধনা প্রাচীন রোমান এ দেবীর জুনোর আরাধনা ইউরোপ এবং যুক্তরাজ্য মাদারিং সানডের মতো বেশ ক'টি আচার অনুষ্ঠান ও মায়েদের সম্মানে পালিত মাদারিং সানডে পালিত হতো নির্দিষ্ট একটি রবিবারে। এটা গেল গোড়ার দিক কার কথা। যুক্তরাষ্ট্রের মা দিবস পালনের প্রচলন শুরু হয় আমেরিকান সমাজকর্মী জুলিয়া ওয়ার্ড। ১৮৭০ সালে আমেরিকার গৃহযুদ্ধের পৈশাচিকতার মাত্রা ছাড়িয়ে গেলে শান্তি প্রত্যাশায় জুলিয়া একটি ঘোষণা পত্র লেখেন। মাদার্স ডে প্রক্লামেশন নামে পরিচিত ছিল। এ ঘোষণার মধ্য জুলিয়া রাজনৈতিক স্তরে সমাজ প্রতিষ্ঠায় নারীর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে স্পষ্ট বক্তব্য রাখেন। এরপর যুদ্ধ শেষে পরিবারহীন অনাথ দের সেবায় একত্রীকরণে নিয়োজিত হন মার্কিন সমাজকর্মী আনা মেরি জাভির্স এ সময় তারা জুনিয়া ওয়ার্ড ঘোষিত মা দিবস পালন করতে শুরু করেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আন্না রিভিজ জার্ভিস ১৯০৫ সালের ৫ মে মারা যান। মায়ের মৃত্যুর পর আনা মেরি জার্ভিস মায়ের শান্তি কামনায় ও তার সম্মানে সরকারিভাবে মা দিবস পালনের জন্য প্রচারণা চালান। তিন বছর পর ১৯০৮ সালের ১০ মে পশ্চিম ভার্জিনিয়ার অন্দ্রিউজ মেথডিস্ট এপিস্কপাল চার্চে আনুষ্ঠানিকভাবে প্রথম মা দিবস পালিত হয়।চার্চ টি বর্তমানে international mother's day shrine নামে পরিচিত।আনা রিভিজ সাদা কারনেশন ফুল ভীষণ ভালবাসতেন। তাই নিজের ওসব মায়ের সম্মানে চার্চে উপস্থিত সব মায়েদের দুটি করে সাদা কারনেশন ফুল উপহার দেন আনা মেরি জার্ভিজ ।

কিন্তু এখানেই আনা মেরি জার্ভিস থেমে ছিলেন না। ১৯১২ সালে তিনি স্থাপন করেন mother's day international association। এ সময় জার্ভিস মা দিবসকে ছুটির দিন করার লক্ষ্যে ও দিনটিকে জাতীয় আন্তর্জাতিক স্বীকৃতি দিতে ব্যাপক প্রচারণা চালান। তার এই প্রচারণা ছড়িয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ কানাডা, মেক্সিকো, জাপান দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায়। তারপর ১৯৪১ সালে তার প্রচেষ্টা সফল হয়। তৎকালীন প্রেসিডেন্ট রবিবারকে মা দিবস ও জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। এরপর থেকেই সরকারিভাবে মা দিবস পালিত হতে থাকে। কিন্তু কয়েক বছরের মধ্যেই মা দিবসের মূল প্রাধান্য ছাড়িয়ে যায় দিনটির বাণিজ্যিক প্রভাব। মা দিবসে ফুল বিক্রি ব্যাপক হারে বাড়তে থাকে। যুক্তরাষ্ট্রের দিনটি এতটাই বাণিজ্যিক হয়ে ওঠে যাতে করে আনা মেরি জার্ভিস প্রতিবাদী হয়ে পড়েন। দিনটি এমন অবমাননাকর তিনি নিজের সমস্ত সম্পত্তি ব্যয় করেন এবং ঘোর বিরোধিতার অভিযোগে গ্রেফতার হন। মূলত আনা মেরি জার্ভিস কেই মা দিবসের আসল প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়। মা দিবসের এই দিনে বিশ্বের সব মমতাময়ী মায়ের জন্য রইল আমার আন্তরিক শ্রদ্ধা।

Sort:  
 3 years ago 

প্রথমেই মা দিবসে পৃথিবীর সকল মা কে আমার পক্ষ থেকে প্রণাম জানাই। পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ সম্পদ বলে যদি কোন কিছু থেকে থাকে সেটি হল মা। মা দিবস উপলক্ষে মাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা লিখেছে তুমি পড়ে মনটা ভরে গেল, বৌদি। পৃথিবীর সকল মা সুস্থ থাকুক, সুন্দর থাকুক ,নিরাপদে থাকুক ,সুখে থাকুক, এই শুভ কামনা করি সৃষ্টিকর্তার কাছে।

মা দিবসের তাৎপর্য সবার জীবনে অপরিসীম। মা দিবস সম্পর্কে ভাল কিছু বর্ননা দিলেন। টিনটিন বাবুকে শীত লেগেছে কিনা বুঝতে পারছি। সকল মায়ের জন্য নিরাপদ হোক, ছেলেমেয়ের কোল। নিপাত যাক বৃদ্ধাশ্রম।

 3 years ago 

মা দিবস সম্পর্কে এত তথ্য আমার জানা ছিল না আপু। আপনার এই পোষ্টের মাধ্যমে এই দিন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে ও শিখতে পেরেছি। শুধু মা দিবসে নয় প্রত্যেক দিনই আমরা মাকে ভালোবাসি। পৃথিবীতে যদি কেউ নিঃস্বার্থভাবে ভালবাসে তা হল মা। আমার পক্ষ থেকেও বিশ্বের সকল মায়ের জন্য আমি আন্তরিক শ্রদ্ধা জানাই।

হ্যাপি মাদার্স ডে

 3 years ago 

আজ মহান মা দিবস। নিজের কাছে বড় আফসোস লাগছে এই দিনে আমি এই বিষয়ে কোন পোস্ট করতে পারি নাই। তবে আপনার এত সুন্দর পোস্ট এই বিষয়ে দেখে খুব ভালো লেগেছে। হয়তো অনেকের ধারণা ছিল না তারাও আপনার পোস্ট দেখে মা দিবস সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করবে। আর আজকে আটে মে মা দিবস যাদের জানা ছিলনা, তারা জানতে পারবে।

 3 years ago 

মা দিবসের শুভেচ্ছা রইল বৌদি। কিন্তু মা দিবসের পিছনে যে এতো অতীত ছিল তা আমার জানা ছিল না। বিষয়টি জেনে বেশ ভালো লাগলো । বেঁচে থাকুক প্রতিটি মা , তাদের সন্তানের হৃদয়ের মণিকোঠায় এই কামনাই করি ।

 3 years ago 

পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা রেখে শুরু করছি বৌদি। মা দিবসের জন্য যে স্পেশাল কেক ছিল এই ব্যাপারটা দারুন লাগলো গো। আর বিশ্বাস করুন মা দিবসের পেছনের এত ইতিহাস কখনো জানার চেষ্টাও করি নি। আজই প্রথম জানলাম। অনেক ভালো লাগলো পুরো লেখা টা পড়ে।

 3 years ago 

মা দিবস সর্ম্পকে জানতে পারলাম। আগে এই ইতিহাস জানা ছিলো না।ভালো লাগলো।সকল মায়েদের প্রতিটি ভালোবাসা ও শ্রদ্ধা রইলো। ভালো থাকুক পৃথিবীর সকল মা।

 3 years ago 

বৌদি মা দিবস সম্পর্কে দারুণ অনুভূতি প্রকাশ করেছেন।আমার মনে হয় মাকে নিয়ে যতই লিখি না কেন সেটি খুবই সল্প।কারন মায়ের সঙ্গে অনুভূতি কখনো কলমের আচর দিয়ে শেষ করা যাবে না।কেকটি সুন্দর ছিল বৌদি।মা দিবস সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম।পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও অন্তর থেকে প্রণাম জানাই।

 3 years ago 

তাদের কাছে মা মানে শুধু একটা রক্তমাংসের অবয়ব না, কিছু অসম্ভব কষ্টের সময় পাওয়া খানিকটা আরাম। আর অনেকটা ভালোবাসা, সীমাহীন, অর্থহীন, স্বার্থহীন ভালোবাসা।

সত্যি বৌদি কঠিন কিছু সত্য কথা সাবলিলভাবে উপস্থাপন করছেন। আসলেই তাই তাদের নিজের বিষয় কিংবা স্বার্থ কোনদিনও প্রাধান্য পেত না, তাই তারা মা, জগতের শ্রেষ্ঠতার সকল কিছু তাদের কাছে তুচ্ছ।

তুমি মা, তুমি ভালোবাসার উৎকৃষ্ট উদাহরণ
তুমি মা, তুমি স্বার্থহীন ভালোবাসার সেরা নিদর্শন
তুমি মা, তোমার তুলনা শুধুই তোমার সাথে
আমরা চিরঋণী তোমার ভালোবাসার কাছে।

 3 years ago 

যুক্তরাষ্ট্রের দিনটি এতটাই বাণিজ্যিক হয়ে ওঠে যাতে করে আনা মেরি জার্ভিস প্রতিবাদী হয়ে পড়েন।

এই ঘটনাটি আমি আমি এক সাইটে পড়তে গিয়ে একটা কাজের জন্যে আর পড়তে পারিনি।আজ পড়তে পেরে ভালো লাগলো,এটা জানা ছিলোনা আমার।মা মানেই আমার কাছে স্বর্গ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 89752.15
ETH 3297.99
USDT 1.00
SBD 3.02