"আমার বাংলা ব্লগ" নিজের লেখা প্রকৃতি নিয়ে একটি কবিতা।" সুন্দর এই প্রকৃতি"

in আমার বাংলা ব্লগ3 years ago

Hello
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার নিজের লেখা একটি কবিতা। আমি ভালো লিখতে পারি না। তবে মাঝে মাঝে লিখার চেষ্টা করি সময় পেলে। আমি গ্রামের মেয়ে ছেলে বেলা কেটেছে গ্রামের মাঠে ঘাটে। তাই ছেলে বেলা থেকে গ্রাম খুব ভালো লাগে। তাই মাঝে মাঝে সময় পেলে গ্রামে ঘুরতে যাই। গ্রামের মাঠ, ঘাট, নদী, পুকুর পাড়ে বসে থাকতে আমার খুব ভালো লাগে।প্রতিবারের মত এবারও আমি গ্রামে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে তো অনেক বড় বিপদে পড়েছিলাম। সেটা আপনারা সবাই জানেন। আর সেই খানে গিয়ে গ্রামের কিছু ছবি তুলছি আজ সেই ছবি দেখতে দেখতে ভাবলাম একটা কবিতা লিখলে কেমন হয়।যেই ভাবা সেই কাজ। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20210410_172337.jpg

IMG_20210829_180047.jpg

IMG_20210829_174938.jpg
প্রকৃতি তুমি অপরুপা সুন্দরী
তোমারি রূপে হয়েছি মুগ্ধ,
তাইতো অনুভব করছি
তোমার কোমলতার স্নিগ্ধ
হালকা বাতাসে পথের পাশে
বসে আছি প্রিয় মানুষটার সাথে।।
ভাবছি তোমায় দেখে সৃষ্টিকর্তা যেন
বানিয়েছে তোমায় আপন হাতে
এই যে নদীর পানি
দেখি দূর আকাশ, আর ফসলের মাঠ
সবমিলে জানো তোমার উপন্যাস।।
পাখির ডাকে নদীর কলতানে
মুখরিত হয়ে ধরা।।
পাহাড় বেয়ে ছুটে চলেছে
জলের কত ফোয়ারা
সমুদ্রের ওই গভীর জলে আছে কত প্রাণী।
তুমি হলে রুপের রানী
সবাই তোমার প্রজা,
তুমি হলে কথার বাণী
আমরা হলাম দিশা।
কত পর্যটক আসে আমাদের মত ভ্রমণ করতে
তাইতো বলতে চাই যে,
"তুমি তো সৌন্দর্যের পূজারী বাংলার প্রকৃতি" ।।

Sort:  
 3 years ago 

তুমি হলে রুপের রানী
সবাই তোমার প্রজা,
তুমি হলে কথার বাণী
আমরা হলাম দিশা।

শুধু ছন্দ না বরং কথাগুলোর গভীরতাও অনেক, যদিও আমরা প্রকৃতি এবং তার সজীবতা এখন আর উপলব্ধি করতে পারি না। কারন আয়েশী জীবন এবং এসির বাতাস আমাদের হৃদয়ের অনুভূতিগুলো নষ্ট করে দিয়েছে। তাইতো আমরা প্রকৃতি ধ্বংস করে সভ্যতার উন্নয়নের স্বপ্ন দেখছি।

খুব সুন্দর লিখেছেন বৌদি, আমার কাছে ভালো লেগেছে। টিনটিনকে দেখে খুব হাসিখুশি মনে হয়েছে। প্রকৃতির মাঝে বেশ প্রাণচঞ্চল মনে হয়েছে। ধন্যবাদ

 3 years ago 

খুব সুন্দর হয়েছে কবিতাটি। আমার মন ছুঁয়ে গেছে। অনেক শুভেচ্ছা ও শুভ কামনা বৌদি

 3 years ago 

ধন্যবাদ

অসাধারণ একটি কবিতা প্রকৃতির প্রতি এমন প্রেম থাকলেই প্রকৃতির সৌন্দর্য আরো ভালোভাবে উপভোগ করা যায় 🥰অনেক সুন্দর হয়েছে দিদি।সিম্পল ভাষায় খুব সুন্দর ভাবে ভাব প্রকাশ করেছেন।

অনেক শুভেচ্ছা ও শুভ কামনা❤️

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

আমাদের প্রকৃতির মাঝে ছড়িয়ে রয়েছে হাজারও সৌন্দর্যের মেলা। আমরা একটু মন খুলে প্রকৃতির এই সতেজ হাওয়া নিলে আমাদের মন টাও এই অপরুপ প্রকৃতির মতো সতেজ হয়ে যায়।

আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন বৌদি। 💗

 3 years ago 

হালকা বাতাসে পথের পাশে
বসে আছি প্রিয় মানুষটার সথে।
প্রিয় মানুষটার সাথে সন্ধ্যার সময় গ্রামের মেঠোপথে হাঁটার কি যে একটা অনুভুতি। তা প্রকাশ করা সম্ভব না।আপনার প্রকৃতির প্রতি যে একটা প্রেম।তা এই কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছে।আপনাকে ধন্যবাদ এতো সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার এত সুন্দর মন্তব্যের জন্য।প্রিয় মানুষ সাথে থাকলে অসুন্দর জায়গা ও সুন্দর মনে হয়। আর টা যদি হয় গ্রাম তাহলে তো কথাই নেই।

 3 years ago 

ঠিক বলেছেন।

 3 years ago 

আপনাকে অভিনন্দন।আশাকরি এমন সুন্দর সুন্দর কবিতা ভবিষ্যতে আরো পাবো।

 3 years ago 

"তুমি তো সৌন্দর্যের পূজারী বাংলার প্রকৃতি" ।। যথার্থ। টিনটিনের ফটোটা সুন্দর হয়েছে। শুভেচ্ছা রইলো বৌদি।

 3 years ago 

সত্যি সৃষ্টিকর্তা কত সুন্দরভাবে আমাদের পৃথিবীটা সৃষ্টি করেছেন। কোথাও কোনো খুত রাখেন নি।
বাংলার এই রুপ দেখে তো জীবনানন্দ বলেছিলেন
আবার আসিব ফিরে।
ধানসিড়িটার তীরে
মানুষ নয়।
কাক বক বা শালিকের বেসে

খুব সুন্দর লিখেছেন।

 3 years ago 

কে বলেছে আপু আপনি ভালো লিখতে পারেন না।আমার কাছে আপনার লেখা অসাধারণ লাগে।এর আগের গল্পটা যেমন চমৎকার শিক্ষনীয় ছিল।আর আজকের প্রকৃতি নিয়ে কবিতা টিও দারুন হয়েছে।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রিয় মানুষটার পাশে বসে প্রকৃতিকে অনুভব করা সত্যিই মহা আনন্দের বিষয়।চমৎকার হয়েছে আপনার কবিতা অপুমনি শুভকামনা আপনার জন্য

 3 years ago 

প্রকৃতি নিয়ে অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করা জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57621.01
ETH 3094.14
USDT 1.00
SBD 2.32