Diy (এসো নিজে করি ) জল রং দিয়ে প্রাকৃতিক দৃশ্য এর পেইন্টিং

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন ? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আর একটি পেইন্টিং আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি একটি গ্রামের দৃশ্য পেইন্টিং করতে চেয়েছিলাম। কিন্তু টিনটিন বাবুর হামলা করার জন্য পারিনি। তাই হটাৎ তারাতারি যা কিছু মাথায় আসছে তাই আপনাদের সামনে শেয়ার করছি। যাদের ঘরে বাচ্চা আছে তারাই বুঝবেন বাচ্চাদের নিয়ে কখনও আর্ট বা পেইন্টিং করা কত কঠিন। ওকে লুকায় রেখে এসে আঁকতে বসেছি হটাৎ এমন সময় দৌড়ে এসে রং কাগজের ওপর ঢেলে দিল আমি বুঝে উঠার আগেই যা হবার তাই হয়ে গেল। তখন কি আর করবো একটু বকা দিয়ে পুনরায় পেইন্টিং টি ঠিক করে এ টুকু পারছি। জানি না আপনাদের কেমন লাগবে। কারণ আজকের পেইন্টিং টি খুব বেশি ভালো হয়নি। করতে গেলাম একটা আজ হয়ে গেল আর একটি। চলুন শুরু করা যাক।

IMG_20211220_034953.jpg
উপকরণ :
১. আর্ট এর কাগজ
২. পোষ্টার রং
৩. পেনসিল
৪. টেপ
৫. তুলি

IMG_20211220_021249.jpg
প্রস্তুত কারক:
১.প্রথমে কাগজের চারপাশে টেপ মারতে হবে।

IMG_20211220_021606.jpg
২. এবার কাগজ ব্লু রং ও সাদা রং মিশিয়ে করলাম। এটি দুটো রং সে ঢেলে দিয়েছিল।

IMG_20211220_022257.jpg

IMG_20211220_022807.jpg
৩. এরপর একদম নিচের দিকে পোরা মাটির ও গাঢ় নীল রং দিয়ে ভালো করে তুলি দিয়ে টেনে দিলাম। এবং রং সবগুলো ভালো করে মিশিয়ে দিলাম।

IMG_20211220_024625.jpg
৪. এবার উপরে সাদা রং দিয়ে মেঘ এঁকে দিলাম যাতে বোঝা যাবে আকাশ থেকে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। এবং নিচে জলের ঢেউ এর মত এঁকে দিলাম।

IMG_20211220_024846.jpg

IMG_20211220_025059.jpg

IMG_20211220_025334.jpg

IMG_20211220_025739.jpg

৫. এবার এক পাশে একটি গাছ এঁকে দিলাম। এবং গাছের গোড়ার দিকে মাটি এঁকে দিলাম।

IMG_20211220_030357.jpg

IMG_20211220_030706.jpg

IMG_20211220_032058.jpg

IMG_20211220_033002.jpg

IMG_20211220_033633.jpg

IMG_20211220_034427.jpg

IMG_20211220_034547.jpg
৬. এবার টেপ তুলে ফেললাম।

IMG_20211220_035003.jpg
আমার প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং শেষ।

Sort:  
 3 years ago 

বাহ বৌদি বাহ। এককথায় অসাধারণ পেইন্টিং। একের পর এক সব চোখ ধাধানো পেইন্টিং। নীল সমুদ্রের পাশে সুন্দর একটি নারিকেল গাছ। একেবারে প্রাকৃতিক দৃশ্য। এবং পেইন্টিং ধাপে ধাপে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ বৌদি এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 3 years ago 

প্রকৃতির দৃশ্য পেইন্টিং অসাধারণ হয়েছে বৌদি। বৌদি আপনার হাতে জাদু রয়েছে। আপনি আপনার হাতের জাদুতে দারুন একটি পেইন্টিং আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনার মত সর্ব গুণে গুণবতী একজন মানুষ খুঁজে পাওয়া বড়ই কঠিন। আপনার মাঝে সব গুণ রয়েছে বৌদি। আপনি যেমন ভালো রান্না করেন তেমনি ভালো পেইন্টিং করেন। প্রকৃতির দৃশ্য পেইন্টিং অনেক সুন্দর হয়েছে বৌদি। আপনি অনেক সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে বৌদি।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

 3 years ago 

চমৎকার দেখতে হয়েছে প্রকৃতিক দৃশ্যটি। জল রং দিয়ে দৃশ্যটি ভেসে উঠেছে ।রং করাটিও ম্যাচিং হয়েছে ধাপে ধাপে উপস্থাপনটিও সুন্দর ক্লিয়ার হয়েছে ।ধন্যবাদ বউদি এতো সুন্দর আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

জল রং দিয়ে প্রাকৃতিক দৃশ্য টা অসাধারণ লেগেছে এত ভালো লাগছে যা বলে বোঝাতে পারবো না বৌদি। মনে হচ্ছে যেন কোন শিল্পীর জাদুর ছোঁয়া। আপনি অনেক সুন্দর করে প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন। এবং সেটি আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। সেই সাথে অনেক সুন্দর আলোচনা করেছেন। আপনার জন্য ভালোবাসা অবিরাম।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

দিদি চমৎকার লাগছে। খুব সিম্পল ভাবে আপনি আজকের প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করেছেন। খুব সিম্পল হয়েছে কিন্তু খুবই চমৎকার।
যাকে বলে সিম্পল এর ভেতর গরজিয়াস।❤️❤️

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং গুলো আসলে দেখতে অনেক সুন্দর লাগে। তেমনি আজকে আপনার পেইন্টিং টা অসাধারণ হয়েছে। আমারও এরকম প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং আঁকতে খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে বৌদি আপনার পেইন্টিং অসাধারণ হয়েছে। পানির ঢেউ গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। তেমন মাটির উপরে দাঁড়িয়ে থাকা গাছটা কেউ দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। সব মিলিয়ে অসাধারণ প্রাকৃতিক পেইন্টিং তৈরি করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল বৌদি

 3 years ago 

আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইলো আপু। আপনার পেইন্টিং ও অনেক সুন্দর হয়। আমার খুব ভালো লাগে। আমি আপনার প্রতিটা পোস্ট দেখি কিন্তু সব সময় কমেন্ট করতে পারি না। আজকের পেইন্টিং টি অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

জল রং দিয়ে অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন বৌদি। আমিও সবসময় চেষ্টা করি সুন্দর সুন্দর ছবি অংকন করার জন্য কিন্তু এখন পর্যন্ত কতটা ভালো ছবি অঙ্কন করতে সক্ষম হয়নি। ব্যক্তিগতভাবে আপনার এই ছবিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অশেষ ধন্যবাদ এমন সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের ছবি অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

কি নিখুঁত রঙ তুলীর আঁচড়। চোখ ধাঁধানো অংকন। যাকে বলে একদম প্রফেশনাল আর্টিস্ট।অঙ্কন এর মধ্যে কোন কমতি নেই একদম রিয়েল মনে হচ্ছে সব কিছুই। আর তার সাথে উপস্থাপনাটা ও ছিল খুবই চমৎকার অসম্ভব সুন্দর ভাবে সব কিছু মেলে ধরেছেন আমাদের মাঝে। এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

যাদের ঘরে বাচ্চা আছে তারাই বুঝবেন বাচ্চাদের নিয়ে কখনও আর্ট বা পেইন্টিং করা কত কঠিন।

এটা কিন্তু একদম সত্যি কথা বলেছেন দিদি, বাচ্চারা থাকলে শুধুমাত্র পেইন্টিং নয় যেকোনো কাজ করতে গেলেই তাদের সুন্দর এন্ট্রি হয়ে যায় আর তাদের এন্ট্রি মানেই গোলমাল সব।

যাইহোক পেইন্টিং সুন্দর হয়েছে বললে কম হবে, অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। খুব ভালো লাগে আপনার পেইন্টিং গুলো দেখে, সামনে আশা করি আরও বেশি বেশি দেখব।

 3 years ago 

ঠিক বলেছেন বাচ্চা থাকলে সবকিছু গোলমাল হয়ে যায়। ধন্যবাদ আপু।

 3 years ago 

ইউ অলওয়েজ ডিজার্ভ গুড । সুন্দর এঁকেছেন বৌদি । শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32