স্বরচিত নতুন নতুন কবিতা " চৈত্রের শেষ বিকাল "

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন।আপনারা জানেন কাল ছোট ভাইয়ের মতো আমার দেবোরের জন্মদিন ছিলো। প্রতিবছর ওর জন্মদিন আমরা বাড়ীতে সবাই মিলে পালন করি। আর আমি প্রতিবছর একটু অন্য রকম ভাবে কিছু করার চেষ্টা করি। তাই এবার ও আমার সে রকম ইচ্ছা ছিল। বিয়ের পর থেকে এ বাড়ীতে এসে আমি একটি ছোট ভাইয়ের মতো একটি দেবোর পেয়েছিলাম। তাই এক ছোট ভাই কে রেখে এসে আর একটা ছোট ভাই পেয়েছি। আবার এক দিকে আমার বন্ধুর মতো।এ বার আমি চেয়েছিলাম ওর জন্মদিন আমি বাইরে একটি রেস্টুরেন্টে পালন করবো। বাইরে উদযাপন পিছনে আর একজনের হাত আছে যার কথা বললেই নয়।সে হলো আমার এক ছোট বোন। আমরা দুজনে মিলে ভাবলাম এই দিন অন্য রকম ভাবে করার জন্য ঠিক করা হলো পুরনো কলকাতার দিকে। আমি নতুনের থেকে পুরনো জিনিস খুব ভালো লাগে। সেখানে একটি অনেক পুরনো একটি রেস্টুরেন্টে গিয়ে আগে থেকে সব কিছু প্ল্যান অনুযায়ী করলাম। আমি এই কয়েকটা দিন প্রচন্ড ব্যস্ততার মাঝে ছিলাম। তারপর শেষ পর্যন্ত সবকিছু ঠিক ভাবে সু সম্পন্ন হলো। এবং সবার অনেক ভালো লাগলো আর আমরা চেয়েছিলাম ওকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আসলে কালকের দিনটা অনেক আনন্দ করেই কেটেছে আমাদের।কাল আমি ব্যাস্ত থাকার জন্য দুটি ছবি তুলতে পারছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম।আর কোনো ছবি তুলতে পারিনি তাই শেয়ার ও করতে পড়লাম না। তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।

যাই হোক আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20220412_190237.jpg

IMG_20220412_190213.jpg

"চৈত্রের শেষ বিকেল"
আজ চৈত্রের শেষ দিনে, মধ্য দুপুরে,
বঙ্গোপসাগরের তীরের আছড়ে পড়া ফেনীল উচ্ছ্বাস!
সতেজ সোনালী রোদ্রের ক্লান্ত মিছিলে
ঝকঝকে পায়রার ছড়ানো বিছানো ডানায়
নক্ষত্রের কলঙ্ক বিহীন স্বচ্ছ সোনালী আকাশ।

বহমান নদীর কুসুম কোমল জল,
আজ আরও ভীষণ শীতল!
অরন্যের সবুজে সবুজে কত পাখিদের ঘর!
দেখো বুনো হংস আর সোনালী ডানার চিল!
জমিনে জমিনে ফসলের বান,
আমের মুকুল ,বাতাবি লেবুর ফুল
প্রজাপতি ফড়িং আর ভ্রমরের খেলা!
দেখেছো কি তুমি?
অনন্ত গোধূলি আর চৈত্রের শেষ বেলা!

আমাদের সবার দীর্ঘশ্বাস জমেছে দেখো
ক্লান্ত কৃষকের পোড়-খাওয়া পিঠে মুক্তো দানার মত?
তবুও আজ চৈত্রের শেষ দিনে,
অভিমানী কিশোরী বউ তারে করেছে অবহেলা।
আগুনের হালকা মাথা গরম নিঃশ্বাসে
তিরি তিরি কাঁপছে নাকের নোলক,
দেখো লকলকে ভালোবাসা ও জমেছে ঠোঁটের ডগায়!
নাগরদোলায় উঠছে নামছে অভিমান
গেলো বছর আর আগামীর সন্ধিক্ষণে,
হাতে তার পাওয়া না পাওয়ার হালখাতা।
উঠানে ছড়ানো শাশ্বত বাংলার রুপ
এখনো শুন্য ধানের গোলা তবু -
বেতের থালা ভরা বিন্নি ধানের খই,
খেজুরের গুড় ,তাল পাখার বাতাস
মাটির পাত্রে কুমারী কুয়ার জল
উঠানে খেলছে অবুঝ শিশু
এইতো তাহাদের বহুকালের ভালোবাসার জমানো ফসল!
দেনা পাওনার হিসেব মিটেছে চৈত্রের বেলা শেষে অবশেষে,
ভাঙা বেড়ার ফাঁক গলে শো শো শব্দে বাতাস আসছে
কিশোরীর শরীরে আবার ফসলের আবাদ হয়।
জানো বঙ্গোপসাগরের তীরে আসছে ফেনীল উস্বাস?
চৈত্রের বেলা শেষে, মাটির বিছানায় তাহারা পাশাপাশি শান্তি নিদ্রা নেয়।

Sort:  
 2 years ago 

বৌদি খুবই সুন্দর একটি কবিতা আমাদের উপহার দিলেন। আপনার কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো। কবিতাটা খুবই সুন্দর হয়েছে। কবিতার ভাষা গুলো অসাধারন। আপনার জন্য রইল শুভকামনা।

অনেক ধন্যবাদ বৌদি এতো ব্যস্ততার মাঝেও অনেক সুন্দর একটি কবিতা লিখে উপহার দেয়ার জন্য। আপনার কবিতা সব সময় ভালো লাগে পড়তে বৌদি। চৈত্রের শেষ বিকাল কবিতা টি সত্যি মনোমুগ্ধকর একটি কবিতা। আপনার মতো বৌদিকে পেয়ে আমরাও ধন্য। ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ লাগছে। ভালো থাকবেন সুস্থ থাকবেন বৌদি আপনার জন্য অবিরাম ভালো বাসা ও অনেক অনেক শুভকামনা রইল বৌদি। ♥️♥️♥️♥️

 2 years ago 

চৈত্রের শেষের দিনে কবিতাটি বেশ ভাল লিখেছেন বৌদি।অনন্য এবং অনবদ্য ছিল আপনার কবিতাটি।একটা চমৎকার একটি কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ♥♥

 2 years ago 

আপনার কবিতাগুলো সব সময় মন ছুঁয়ে দেওয়ার মতো। আপনি যতগুলো কবিতা লিখেছেন সবগুলো পারফেক্ট ছিলো বৌদি। আপনার কবিতা গুলো যখন পড়ি অনেক ভালো লাগে।।

আমের মুকুল ,বাতাবি লেবুর ফুল
প্রজাপতি ফড়িং আর ভ্রমরের খেলা!
দেখেছো কি তুমি?
অনন্ত গোধূলি আর চৈত্রের শেষ বেলা!

অনেক ধন্যবাদ বৌদি এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

স্বরচিত কবিতা চৈ শেষে বিকাল কবিতাটি সত্যিই গৃষ্ম কালীন এবং চৈত্র মাসের অনুভূতির প্রকাশ করিয়ে দেয় ।খুব সুন্দর সুন্দর দর্শন ছিল আপনার কবিতার মধ্যে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর একটি কবিতা আপনি রচনা করেছেন বসন্তের শেষ দিন কে কেন্দ্র করে। সামনে বৈশাখের আগমন। আশা করি সুন্দর ভাবে বরণ করে নেবেন। সামনের দিনগুলো আপনাদের ভালো কাটবে সেই প্রত্যাশাই করি।

 2 years ago 

বাহ বৌদি রেস্টুরেন্ট অনেক সুন্দর করে সাজানো হয়েছে দেখছি। অনেক দারুন একটা উদ্দেগ ছিল এটা। আর বৌদি হিসেবে সারপ্রাইজ টা তো আপনাকেই দিতে হবে। বৌদি আপনার কবিতা সবসময় ভালো হয়। আজকের কবিতা ও তার বতিক্রম নয়।

 2 years ago 

আসলে বুঝাই যাচ্ছে,ছোট দাদার জন্মদিনে বেশ ভালো একটা সারপ্রাইজ হলো।বেশ ভালো সময় কাটিয়েছেন। যাই হোক আপু আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।প্রতিটি লাইন বেশ সুন্দর। ধন্যবাদ।

 2 years ago 

কবিতাটি ভালো লিখেছেন বৌদি । যদিও আপনাদের পারিবারিক কিছু আনন্দঘন মুহূর্তের ছবি দাদা আমাদের সঙ্গে দুপুর বেলা শেয়ার করেছিল , দেখলাম বেশ ভালোই সময় কাটিয়েছেন আপনারা সকলে মিলে । শুভেচ্ছা রইল আপনাদের পরিবারের সকলের জন্য।

 2 years ago 

আমরাও কিন্তু অনেক আনন্দ করেছি বৌদি কালকে।😍

আর আপনার কবিতাটি অসাধারণ ছিল,খুব ভালো লেগেছে আমার।কি সুন্দর শব্দ চয়ন,কি সুন্দর ছন্দের মিল,জাস্ট মাইন্ড ব্লোইং 🤟

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56442.36
ETH 2405.22
USDT 1.00
SBD 2.32