Diy ( এসো নিজে করি )" জল রং দিয়ে শ্রী কৃষ্ণের আর্ট"

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আমি আগে কখনো আর্ট করিনি এমন কি কোনোদিন দেখিনি। এটি আমার জীবনের দ্বিতীয় আর্ট। আমার জীবনে এসব কিছু শেখার কোনো সুযোগ হয়নি। আর আমি কোনোদিন ভাবিনি যে আমি আর্ট করতে পারবো। এখন আমি নিজেই নিজেকে দেখে অবাক হয়ে যাচ্ছি। এ গুলো আমি কি করে পারছি।হা হা হা। তাই কাল রাতে আমার প্রিয় মানুষটা আমার আর্ট করা দেখে বলছে তুমি যে এত সুন্দর আর্ট করতে পারতে তা তো জানতাম না। এবং আমার তো দেখে মনে হয় না যে আগে কোনোদিন আর্ট করোনি। আসলে সত্যি কথা বলতে কি আগে কখনও কেউ পাশে থেকে উৎসাহ দেয়নি ও সাহস দেয়নি। থাক ও সব কথা। কাল সন্ধ্যায় আমার হাতে তেমন কোনো কাজ ছিল না। আর টিনটিন বাবু ও বিরক্ত করিনি। তাই ভাবলাম কিছু করি, আমি চেয়েছিলাম গ্রামের দৃশ্য আর্ট করতে কিন্তু হয়ে গেল শ্রীকৃষ্ণের আর্ট। আসলে আর্ট করতে গেলে তাড়াহুড়ো করলে ঠিক মতো হয় না। কিন্তু সবকিছু দ্রুত করতে হয় কখনও একবার যদি টিনটিন বাবু দেখতে পারে তাহলে আর রক্ষা নেই। ও সব কিছু নষ্ট করে ফেলে। প্রচন্ড দুষ্টু ও চঞ্চল হয়েছে সে। যাই হোক কথা না বাড়িয়ে আমরা মূল কাজে ফিরে যাই।

IMG_20211212_011827.jpg

IMG_20211212_011759.jpg
উপকরণ:
১.সাদা কাগজ
২. পোষ্টার রং
৩. তুলি
৪. পেনসিল

IMG_20211211_195559.jpg
প্রস্তুত কারক:
১. প্রথমে সাদা কাগজের নিচের দিকে হলুদ রং করতে হবে। এরপর কমলা রং ও উপড়ে বাদামি রং করতে হবে। এবার আর একটি তুলিতে সামান্য জলে ভিজিয়ে রঙের উপর দিয়ে ভালো করে ব্রাশ টেনে দিতে হবে।

IMG_20211211_200036.jpg

IMG_20211211_200427.jpg

IMG_20211211_200619.jpg

IMG_20211211_200945.jpg

IMG_20211211_201759.jpg
২. এরপর মাঝ বরাবর হলুদ রং দিয়ে ছোটো বৃত্ত এঁকে নিলাম।

IMG_20211211_212346.jpg
৩. এবার ওই বৃত্তের মাঝ বরাবর পেনসিল দিয়ে কৃষ্ণ এঁকে নিলাম। এবং সেই অনুযায়ী কালো রং করে নিলাম।

IMG_20211211_214727.jpg

IMG_20211211_215156.jpg

IMG_20211211_220114.jpg

IMG_20211211_221136.jpg
৪. এবার একটি ময়ূর পালক এঁকে নিলাম।

IMG_20211212_001027.jpg

IMG_20211212_001315.jpg

IMG_20211212_002409.jpg

IMG_20211212_003303.jpg

IMG_20211212_003334.jpg

IMG_20211212_004658.jpg

IMG_20211212_004130.jpg

IMG_20211212_005217.jpg

IMG_20211212_005650.jpg

IMG_20211212_005955.jpg
৫. এবার কিছু ছোটো ছোটো ঘাস ও ও কয়েকটি ছোটো ছোটো ফুল গাছ এঁকে দিলাম।

IMG_20211212_010956.jpg

IMG_20211212_010901.jpg
এবার কমপ্লিট হল আমার শ্রীকৃষ্ণের আর্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্তই কাল আবার এই সময় নতুন কোনো জিনিস নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

IMG_20211212_011757.jpg

Sort:  
 3 years ago 

জাস্ট অসাধারণ সুন্দর এঁকেছেন বৌদি। শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা আপনার, ছবির মাধ্যমে ফুটে উঠেছে । শুভেচ্ছা রইলো।

 3 years ago 

ধন্যবাদ ভাবী।এত সুন্দর মন্তব্যে করার জন্য।

 3 years ago 

বৌদি চমৎকার এবং অনবদ্য হয়েছে আপনার জল রং দিয়ে শ্রীকৃষ্ণের ছবিটা। কি ভীষণ সুন্দর লাগছে দেখতে আমি বলে বোঝাতে পারবো না!!! কেমন মায়াময় একটা ছবি, দেখলে শুধু দেখতেই মন চায় ছবিটার দিকে। আবার অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন বিষয়টা যে কেউ চাইলে সেটা দেখে এঁকেও ফেলতে পারবে । অসংখ্য ধন্যবাদ বৌদি এত সুন্দর একটা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বৌদি আপনি জল রং দিয়ে অসাধারণ একটি আর্ট উপহার দিয়েছেন। আপনার শ্রী কৃষ্ণের আর্ট দেখে আমার মনে হচ্ছে যে এটি কোন একটা ওয়ালপেপার, কারণ বোঝার কোন কায়দা নেই যে এইটা আপনি হাতে অংকন করেছেন। যদি আপনি স্টেপগুলো আমাদেরকে ধাপে ধাপে না দেখাতেন। সত্যিই অসাধারণ কিভাবে প্রশংসা করবো সেটাও বুঝে উঠতে পারছি না। আমাদের সাথে এত সুন্দর করে শ্রীকৃষ্ণের জলরঙের আটটি উপহার দেওয়ার জন্য ভালোবাসা অবিরাম।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অও,অসম্ভব সুন্দর হয়েছে বৌদি, কোনো কথা হবে না।আমি তো মুগ্ধ হয়ে উপভোগ করছিলাম ছবিটি।এত ভালো লাগছিল দুই চোখ ভরে শুধু দেখছিলাম।ময়ূরের পালক ,কৃষ্ণ সবমিলিয়ে অনেক অনেক সুন্দর করে মনের মাধুরী দিয়ে অঙ্কন করেছেন।খুবই ভালো লাগলো।ধন্যবাদ বৌদি।

 3 years ago 

আপনার আর্টিস্টি অসাধারণ হয়েছে আপনি খুব সুন্দর করে সূক্ষ্মভাবে আর্টিস্টের কাজ সম্পন্ন করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে আর করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে দিদি। আপনি তো খুব ভালো আর্ট করেন। প্রতিনিয়ত খুব সুন্দর কিছু জিনিস আমাদের মাঝে উপস্থাপন করেন আপনি। এটিই খুব ভালো লাগে। আজকের এই পেইন্টিং এর সবগুলো ধাপ আপনি কত সুন্দর করে তুলে ধরেছেন। খুব খুব সুন্দর হয়েছে আপনার পেইন্টিং। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আমি সত্যিই সচরাচর অবাক হয়ে যাচ্ছি। এত সুন্দর ড্রয়িং আপনি কিভাবে করতে পারেন, আমার মনে হয় আগে থেকে আপনি ড্রয়িং শিখেছেন। না হয় প্রথম প্রথম এত সুন্দর করে ড্রইং করা অসম্ভব।
যদিও এই কথাটা আমার মন বলছে 😃

অনেক দক্ষতা আছে আপু আপনার। সেটা বলতেই হবে।

 3 years ago 

আপু আমি কোনোদিন পেনসিল ও ধরিনি। কারণ আমার ছবি আঁকা খুব ভয় পেতাম। আর কখনও সুযোগ পাইনি ড্রইং করার। এখন আপনাদের দাদা পাশে থেকে সব সময় উৎসাহ দেয়।

 3 years ago 

তবে আপু আপনি অসাধারণ অঙ্কন করছেন প্রথম হলে ও, অনেক দক্ষতা আছে আপনার। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

কি অপূর্ব ভাবে এঁকেছেন ভগবান শ্রীকৃষ্ণকে 👌👌❤️🙏। মন ছুয়ে গেল বৌদি। ভগবানের প্রতি ভক্তি ছাড়া এরকম অংকন কখনোই সম্ভব নয়। সুন্দর করে বাঁধিয়ে ঠাকুর ঘরে রেখে দিবেন দিদি। শুরু থেকে শেষ অবধি কয়েকবার দেখলাম। মুগ্ধ হলাম বারবার। ঠাকুর আপনার পরিবারের সকল সদস্য কে ভালো রাখুক।
জয় শ্রীকৃষ্ণ 🙏🙏🙏

 3 years ago 

ধন্যবাদ দিদি। আমার দিদি যখন বলেছে তখন ঠাকুর ঘরে বাঁধিয়ে রাখবো।

 3 years ago 

❤️❤️❤️🥰🙏।

 3 years ago 

আর্টটা অসাধারণ সুন্দর হয়েছে বৌদি। এবং আমি যখন দেখেছি গতদিনের থেকে আজকের আর্টটা সুন্দর হয়েছে তখনি বুঝেছি আজ টিনটিন তাহলে ঝামেলা করেনি😄।

এবং আপনি এতো ভালো আর্ট করেন এটা কল্পনার বাইরে ছিল। এতদিন গোপন করে রাখা কী ঠিক হয়েছে বলেন??

 3 years ago 

জল রং দিয়ে শ্রী কৃষ্ণের আর্ট দারুন হয়েছে বৌদি। অসাধারণ একটি চিত্র অঙ্কন করেছেন বৌদি। সত্যি কথা বলতে আমি মন থেকে বলছি আজ আপনার অঙ্কিত চিত্রটি দেখে আমি এতটাই মুগ্ধ হয়ে গেছি যে বলার ভাষা হারিয়ে ফেলেছি। আপনি অনেক দক্ষতার সাথে দারুন একটি চিত্র অঙ্কন করেছেন। একদম প্রফেশনাল আর্টিস্ট এর মত হয়েছে বৌদি। মনে হচ্ছে যেন একজন প্রফেশনাল আর্টিস্ট দক্ষ হাতে এই দারুন একটি চিত্র অঙ্কন করেছে। এক কথায় অসাধারণ হয়েছে বৌদি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপনি এভাবে আরো এগিয়ে যান এবং দারুন দারুন চিত্র আমাদের মাঝে তুলে ধরুন। ধন্যবাদ আপনাকে বৌদি।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু।আপনাদের ভালো লাগলে আমি চেষ্টা করবো সুন্দর চিত্র উপহার দেওয়ার।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65266.27
ETH 2639.14
USDT 1.00
SBD 2.84