আমার একটি অনুভূতির কবিতা "ভালোবাসা বলে কাকে?"

in আমার বাংলা ব্লগ2 years ago


image source: pixabay


ভালোবাসি ভালোবাসি না বলেও
ভালোবাসা যায় কিন্তু;
অধরে যে কথা কখনো ফোটে না,
হৃদয়ে হৃদয়ে সে কথা যায় বলা ।

আলিঙ্গনে না জড়ালেও
আগলে রাখা যায় কিন্তু;
ভালোবাসার অদৃশ্য বলয়ে,
ধরে রাখা যায় তারে হৃদমাঝারে ।

অধর চুম্বন না করেও
সোহাগ জানানো যায় কিন্তু;
হাতে হাত, আঙুলে আঙুল,
স্পর্শে গড়ে ওঠে হৃদয়ের বন্ধন ।

ভালোবাসা এমনই হয়,
প্রকাশ করার কোনো স্থূল মাধ্যম,
হয় না তো কখনো তার প্রয়োজন ।

তাহলে ভালোবাসা বলে কাকে?
যাকে ছাড়া তুমি নিজেকে ভাবো অসম্পূর্ন,
আয়নায় দেখা যেন সে তোমারই প্রতিবিম্ব ।

মনের কথা উজাড় করে বলো যাকে,
নিজ হৃদয় উৎসর্গ যার চরণতলে,
অন্ধবিশ্বাসে যার হাতটি জড়িয়ে ধরো ।

জানবে সেই তোমার প্রিয়
তুমি তাকেই ভালোবাসো ।

Sort:  

এক সময় প্রচুর কবিতা লিখতাম। আপনার কবিতাটি দেখে পুরান কথা মনে পড়ে গেল।

 2 years ago 

বৌদি দিদি ভাই। আপনার লেখা গুলো পড়তে খুবি ভাল লাগে কারন একটা অন্তর নিংড়ানো ভাব থাকে আপনার লেখার মাঝে।

তাহলে ভালোবাসা বলে কাকে?
যাকে ছাড়া তুমি নিজেকে ভাবো অসম্পূর্ন,
আয়নায় দেখা যেন সে তোমারই প্রতিবিম্ব ।

কি বলবো এক কথায় অসাধারন। অপেক্ষায় রইলাম নতুন লেখার। ভাল থাকবেন বৌদি দিদি ভাই। শুভেচ্ছা।

 2 years ago 

বৌদি, ভালোবাসার সঙ্গা আসলে কোনভাবেই দেওয়া সম্ভব না আমার মতে। আসলেই ভালোবাসা অদ্ভুত এবং এক একজনের চিন্তায় এক এক রকম । বেশ ভালো লিখেছেন কবিতাটি, শুভেচ্ছা রইল ।

 2 years ago 

তাহলে ভালোবাসা বলে কাকে?
যাকে ছাড়া তুমি নিজেকে ভাবো অসম্পূর্ন,
আয়নায় দেখা যেন সে তোমারই প্রতিবিম্ব ।

মনের কথা উজাড় করে বলো যাকে,
নিজ হৃদয় উৎসর্গ যার চরণতলে,
অন্ধবিশ্বাসে যার হাতটি জড়িয়ে ধরো ।>

উপরোক্ত চরণগুলি অনেক গুরূত্ব বহন করে।সত্যিই কাউকে ভালবাসতে গেলে অন্ধ বিশ্বাসের প্রয়োজন।

 2 years ago 

ভালোবাসি ভালোবাসি না বলেও
ভালোবাসা যায় কিন্তু;

এই কথাটা ওর মুখে খুব শুনতাম। আসলেই খুব খাটি একটা কথা। তোমার আজকের লেখাটা কোথায় একটা যেন খুব আঘাত করলো গো বৌদি।

তাহলে ভালোবাসা বলে কাকে?
যাকে ছাড়া তুমি নিজেকে ভাবো অসম্পূর্ন,
আয়নায় দেখা যেন সে তোমারই প্রতিবিম্ব ।

এত সুন্দর এই লাইন গুলো। সত্যিকারের ভালোবাসা আমার মনে হয় তোমার লেখাতেই বেশি ফুটে ওঠে বৌদি। লোক দেখানো কোন ব্যাপার নেই, যা প্রকৃত সত্য তাই লিখেছো।

Love is all that Matters

 2 years ago 

প্রিয় বৌদি আশা করি ভাল আছেন? আপনি খুব সুন্দর করে মনের গভীর থেকে ভালোবাসার ছোঁয়ার অনুভূতি নিয়ে কবিতাটি লিখেছেন? খুবই অসাধারণ হয়েছে
বিশেষ করে এই লাইনগুলো আমার মনের ভেতরে গেঁথে গেছে।

তাহলে ভালোবাসা বলে কাকে?
যাকে ছাড়া তুমি নিজেকে ভাবো অসম্পূর্ন,
আয়নায় দেখা যেন সে তোমারই প্রতিবিম্ব ।

এত অসাধারণ কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তর অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আসলেই এটা মানতেজ হবে যখন একা থাকি আনমনে বসে আছি হঠাত কারো কথা ভাবছি আর সেই হল আমাদের ভালোবাসার মানুষ এবং সেটাই হলো ভালো বাসা দারুন লিখেছেন আপু।

 2 years ago 

সত্যি বলতে কি দিদি,ভালোবাসা অনন্ত। এর কোনো শেষ নেই। শুধু ভালবাসতে জানতে হয়।দুজন দুজনার মনকে আটকে রেখতে হাই মায়ার বন্ধনে। ভালোবাসার টানে আবদ্ধ থাকতে হয় স্নেহময় কোন এক নিবিড় বন্ধনে। যে ভালোবাসতে জানে সে জানে ভালোবাসার অনুভূতি।

 2 years ago 

ভালোবাসা প্রকাশ করার বিষয় না ভালোবাসা হলো অনুভব করার বিষয়। বতর্মানের ভালোবাসা গুলো প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকে এর চেয়ে গভীরে আর যেতে পারেনা। ভালোবাসার হয়তো নির্দিষ্ট সংজ্ঞা নাই কারণ এটা অনুভব করার বিষয়। কবিতা টা অসাধারণ লিখেছেন বৌদি।।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67599.37
ETH 3782.24
USDT 1.00
SBD 3.49