"গ্রামাঞ্চলের আমার ঘুরার কিছু মুহূর্ত ও কিছু ফটোগ্রাফী"

in আমার বাংলা ব্লগ3 years ago

Hello
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। কম বেশি সবাই ঘুরতে যেতে ভালবাসে। আমার ও ঘুরতে যেতে খুব লাগে।আর গ্রামে যেতে আমার বেশি ভালো লাগে। গ্রামের শান্ত পরিবেশ, পাখির ডাক, কাচা মাটির গন্ধ, গ্রামের ঘাসের উপর হাঁটার আনন্দই আলাদা। বিকালে মাঠে বাচ্চা ছেলে মেয়েদের খেলাধুলা করে। এই ইট পাথরের মাঝে থাকতে থাকতে জীবনটা যেন রোবটের মত হয়ে গেছে।
মাঝে মধ্যে সময় পেলে গ্রামে যাওয়া হয়। আমার প্রিয়মানুষটার খুব একটা সময় পায় না। তাই খুব একটা যেতে ও পারি না। আমার যেতে ইচ্ছা করলেও ওকে বলি না। কারণ আমি জানি সারাদিন খুব ব্যাস্ত থাকে। রবিবারে ও কাজ থাকে। আর আমারও ওকে ছাড়া যেতে ইচ্ছা করে না। কিছুদিন আগে আমার এক ননদ এসেছিলো আমাদের বাড়িতে। ঠিক তখনই আমরা সবাই গ্রামে ঘুরতে গিয়ে ছিলাম। আমরা সিদ্ধান্ত নিলাম বেরাবেরিয়া গ্রামে যাবো। সেখানে যাওয়ার একটা কারণ ও ছিল। আর তা হলো গ্রামের বাজারে জেন্ত নদীর মাছ পাওয়া যায়। আর কিছু তাজা শাক সবজি চাষীদের কাছ থেকে পাওয়া যায়।

IMG_20210315_162955.jpg

IMG_20210829_171522.jpg

IMG_20210829_171510.jpg
গ্রামের দিকে বাজারে পাওয়া দেশী মাগুর ও শিং, কৈ মাছের স্বাদই আলাদা। তারপর এখান থেকে কিছু মাছ কিনলাম। আর কিছু আলুর চপ ও সিঙ্গারা কিনে গ্রামের মাঠে গেলাম। দেখলাম সেখানে কিছু চাষী জমি চাষ করছে। গাড়ি থেকে নেমে তাদের জমি চাষ করা দেখছিলাম ।আমার খুব ভালো লাগছিল । কারণ সেই কত বছর পর দেখছিলাম। আর অতীতের কথা ভাবছিলাম। আমি ছেলে বেলায় ঠিক একই ভাবে জমি চাষ করা দেখতাম। আবার কয়েক জায়গায় দেখি কিছু জমিতে সবজি চাষ করেছে।

IMG_20210829_180347.jpg

IMG_20210829_174938.jpg

IMG_20210829_174857.jpg

IMG_20210829_174829.jpg

IMG_20210829_174207.jpg

IMG_20210829_174200.jpg
আবার কিছু জায়গায় দেখি এক চাষী তার বাচ্চা মেয়েকে নিয়ে কলমি শাক কাটছে। তারা পরদিন সকালে বাজারে গিয়ে বিক্রি করবে। আমরা সেখান থেকে কয়েক আঁটি কলমি শাক কিনে নিলাম।

IMG_20210415_171654.jpg

IMG_20210415_171525.jpg

IMG_20210415_171522.jpg

IMG_20210410_165232.jpg

IMG_20210410_165142.jpg
গ্রামের সবজি মাঠের ভিতর কিছু ঘুরে আমরা সবাই সন্ধ্যা হতে হতে বাড়ির দিকে রওনা হলাম। আমাদের বাড়ি আসতে আসতে প্রায় ৮.০০ বেজে গিয়েছিল। আসলে গ্রামের পরিবেশ টাই অন্যরকম।

Sort:  

আপনার সব গুলো ছবি অনেক ভালো লাগছে আমরা। এরকম গ্রামের দিকে বেড়াতে গেলে অনেক শাকসবজি কিনি। গ্রামের শাক সবজির মতো আমাদের এখানকার শাকসবজি অতটা মজা নয়। যেহেতু এখানে শাকসবজি গুলা অনেক বেশি তাড়াতাড়ি উঠিয়ে ফেলে অথবা খুব একটা ওই ভাবে যত্ন নেয় না সেজন্য আমাদের কাছে গ্রামের শাকসবজি বেশি ভালো লাগে। আপনার ছবিগুলোতে গ্রাম দেখে অনেক ভালো লাগছে।

 3 years ago 

ধন্যবাদ। আপনার মন্তব্য শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রকৃতির সৌন্দর্যের মাঝে আপনাকেও অনেক সুন্দর লাগছে বৌদি । ছবি গুলো সব গুলোই সব সুন্দর হয়েছে । ধন্যবাদ আপনার সুন্দর মূহুর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago (edited)

খুবই সুন্দর ভাবে প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন আপনি। জমিতে চাষাবাদ করা এবং ফুলের ছবিটি দুর্দান্ত হয়েছে। গ্রামীণ চিত্র এবং জমিতে চাষাবাদ এর দৃশ্য গুলো খুবই ভালো লাগে আমার কাছে । আপনাকে ধন্যবাদ সুন্দর কিছু মুহূর্ত গুলো আমাদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

দিদি, আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ সুন্দর হয়েছে।গ্রামের দৃশ্য গুলো দেখলে মন জুড়িয়ে যায়। এছাড়াও গ্রামের যে টাটকা মাছ গুলো দেখেছি দেখে খুব ভালো লেগেছে। দিদির, সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রকৃতির মধ্যে আপনার সুন্দর ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ সুন্দর হয়েছে। ধন্যবাদ দিদি, আপনার আনন্দের মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন 💐💖💐

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

আর গ্রামে যেতে আমার বেশি ভালো লাগে। গ্রামের শান্ত পরিবেশ, পাখির ডাক, কাচা মাটির গন্ধ, গ্রামের ঘাসের উপর হাঁটার আনন্দই আলাদা।

বৌদি এই কথাগুলো আমার সাথে একদম মিলে গেছে, আমিও আপনার মত এগুলো খুব ভালোবাসি।গ্রামের জমিগুলোর মাঝখান দিয়ে হাঁটার মজাই আলাদা, বিশেষ করে ধান ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাওয়া। আপনার ফটোগ্রাফি গুলো অনেক চমৎকার হয়েছে সাথে আপনার ফটোগ্রাফিটিও, অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার তো খুব ভালো লাগে ধান ক্ষেতের পাশ দিয়ে হাঁটতে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার শেয়ার করা পোস্ট এবং ফটোগ্রাফিগুলো।
ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

গ্রামের সতেজ হাওয়ার মতো হাওয়া আর কোথাও পাওয়া যাবে না। আমি নিজেও গ্রামে থাকি গ্রাম মানেই ভাল বাসার আরেক নাম।সেখানের প্রকৃতি যেনো কথা বলে সবার সাথে আর তাজা তাজা সব সব্জি মাছ পাওয়া এক দারুন ভালো লাগে।

অত্যান্ত সুন্দর মুহুর্ত ছিল দিদি।

 3 years ago 

ঠিক বলেছেন গ্রামে থাকার আনন্দই আলাদা। সব কিছু তাজা ও টাটকা জিনিস পাওয়া যায়।

 3 years ago 

আপনার ঘুরার মূহুর্তটি অসাধারণ ছিলো।খুবই সুন্দর ভাবে প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন আপনি বৌদি। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

গ্ৰামের সুন্দর সুন্দর দৃশ্য গুলো সুন্দর ভাবে তুলে ধরেছেন। প্রকৃতির মাঝে আপনাকে খুব মানিয়েছে। শীতের সবজির আগমন ঘটবে সেটা আপনার পোস্ট দেখলে আর বোঝার বাকি থাকে না। দিদি আপনার ছোট ভাইয়ের ভালোবাসা নিবেন।

 3 years ago 

ধন্যবাদ।আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করার জন্য।

 3 years ago 

বৌদি যে কথাটা শুরুতে বলতেই হবে, আপনি রূপে যেমন লক্ষ্মী গুণে তেমন স্বরসতী। 🥰🥰❤️। কি মিষ্টি লাগছে দেখতে। আর মাঝে মাঝে গ্রামের মাঝে এমন ঘুরে বেড়াতে সত্যি খুব ভালো লাগে। তার সাথে যদি টাটকা শাকসবজি আর মাছ পাওয়া যায় তাহলে তো কথায় নেই। এ স্বাদের ভাগ হবে না বৌদি,, হিহিহিহি

 3 years ago 

এই কথাটি আপনার ক্ষেত্রে বেশি হবে। আমি যদি বলি আপনি ও রূপে লক্ষী আর গুনে স্বরসতী।🥰❤️❤️

 3 years ago 

আপনার ছোট বোন যে দিদি, তাই আপনার থেকে কিছু কিছু গুণ পেয়েছি। ❤️❤️

 3 years ago 

হ্যা তা ঠিক বলেছেন দিদি।

 3 years ago 

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🤗😊

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76606.02
ETH 3048.30
USDT 1.00
SBD 2.62