ঘরোয়া পদ্ধতিতে তৈরি" টার্কি মুরগীর বি রিয়ানি"

in আমার বাংলা ব্লগ3 years ago

Hello
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই কেমন আছেন। বিরিয়ানি খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব "টার্কি মুরগির বিরিয়ানি" ।এটি আমি সম্পূর্ণ ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করেছি। আপনাদের আগেই বলেছি আমাদের বাড়িতে বাইরের খাবার তেমন কেউ পছন্দ করে না। তাই আমি বাড়ীতে তৈরি করি। এক সপ্তাহ আগে আমি এটি তৈরি করেছিলাম। তখন আমি একটু অসুবিধার জন্য পোস্ট করতে পারিনি। তাই ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর । খেতে ও তেমনি সুস্বাদু। তাহলে চলুন আমরা মূল পর্বে ফিরে যাই।

IMG_20210906_222142.jpg
উপকরণ:
১.টার্কি মুরগীর মাংস - ১ কিলো
২. পেয়াঁজ কুচি - ২ কাপ
৩. ডিম - ২ টি
৪. আলু - ৩ টি
৫. টক দই - ১ কাপ
৬. আদা ও রসুন বাটা - ৩ চামচ
৭. তরল দুধ - হাফ কাপ
৮. কেশর - ১ গ্রাম
৯. গোলাপ জল - ১ চামচ
১০. কেওড়া জল - ২ চামচ
১১. লবণ - ২ চামচ
১২. হলুদ গুঁড়া - ২ চামচ
১৩. লাল মরিচের গুঁড়া - ২ চামচ
১৪. জিরা গুঁড়া - ১ চামচ
১৫. ঘি - ১ কাপ
১৬. কাজু বাদাম - ১চামচ
১৭. কিসমিস - ১ চামচ
১৮.তেল - ১ কাপ
১৯. গরম মশলা - ২ চামচ
২০. তেজ পাতা - ২ টি
২১. দারচিনি - ৪ টি লবঙ্গ - ৩ টি এলাচ - ৩ টি
২২. কাচা মরিচ - ৫ টি
২৩. বিরিয়ানি মশলা - ৪ চামচ
২৪. বাসমতি চাল - ৫০০ গ্রাম

IMG_20210906_181235.jpg
টার্কি মুরগীর মাংস

IMG_20210906_211617.jpg
কাজু বাদাম ও কিশমিশ

IMG_20210906_204640.jpg
ঘি

IMG_20210906_202956.jpg
গোলাপ জল ও কেওড়া জল

IMG_20210906_202906.jpg
কেশর

![IMG_20210906_202823.jpg](
টক দই

IMG_20210906_202721.jpg
দুধ

IMG_20210906_192518.jpg
চাল

IMG_20210906_181920.jpg
বিরিয়ানি মশলা ও দারচিনি, লবঙ্গ, এলাচ

IMG_20210730_210246.jpg
পেয়াঁজ কুচি

IMG_20210730_175024.jpg
কাচা মরিচ, তেজ পাতা ও গোটা জিরা

IMG_20210720_144700.jpg
আলু

IMG_20210713_110643.jpg
লবণ, হলুদ, জিরা গুড়া, শুকনো মরিচ এর গুঁড়া ,
তেল,ও গরম মশলা

IMG_20210906_212627.jpg
ডিম

প্রস্তুত প্রণালী:
১. প্রথমে মাংস জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে।আলু বড়ো বড়ো করে কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে নিতে হবে।

IMG_20210906_181233.jpg

২. চুলার উপর কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হয়ে গেলে ৩ চামচ ঘি ও ২ চামচ তেল দিয়ে দিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে পেয়াঁজ কুচি দিয়ে দিতে হবে। এবং লালচে করে ভেজে পেয়াঁজ বেরেস্তা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে।

IMG_20210906_182131.jpg
৩. এবার কড়াই এর বাকি তেলের ভিতর গোটা জিরা
দিয়ে একটু ভেজে নিয়ে কেটে রাখা আলু দিয়ে
একটু ভেজে নেওয়ার পর ধুয়ে রাখা মাংস দিয়ে দিতে হবে। মাংসের ভিতর একে একে পরিমান মতো ২ চামচ লবণ,দুই চামচ হলুদ, এক চামচ জিরা গুঁড়া , দুই চামচ শুকনো মরিচ এর গুঁড়া ,৩ চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিতে হবে। খুন্তি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

IMG_20210906_181136.jpg
৪.মাংস ভালো করে কষানো হয়ে গেলে ২ কাপ এর মত জল দিয়ে দিতে হবে। এবার ১৫ - ২০ মিনিট ধরে রান্না করে নিতে হবে। মাংসের ঝোল গাঢ় হয়ে গেলে গরম মসলা দিয়ে আরো কিছুক্ষন রেখে একটা পাত্রে নামিয়ে নিতে হবে।

IMG_20210906_185138.jpg

IMG_20210906_192629.jpg
৫.এবার ডিম সেদ্ধ করে নিতে হবে। ডিম সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে ডিমের খোসা ছাড়িয়ে নিতে হবে।

IMG_20210906_212817.jpg
৬.বাসমতি চাল জল দিয়ে ভালো করে ধুয়ে পরিস্কার করে পরিমান মতো জল দিয়ে ৩০ মিনিটের মতো রেখে দিতে হবে।

IMG_20210906_200823.jpg
৭. এবার চুলার উপর একটা হাড়ি বসিয়ে দিতে হবে। হাড়িতে একটু বেশি পরিমাণ জল দিয়ে দিতে হবে। যেমন: যে পরিমাণ চাল নিতে হবে তার থেকে দ্বিগুণ জল দিতে হবে। সেই জলের ভিতর ২ চামচ ঘি,এক চামচ লবণ, তিন টি তেজ পাতা দিয়ে দিতে হবে। সাথে এক চামচ কাজু বাদাম ও কিসমিস ও হাড়ির ভিতর দিয়ে দিতে হবে।

IMG_20210906_205228.jpg
৮. একটা বাটিতে হাপ্ কাপ তরল দুধ নিতে হবে। সেই দুধের ভিতর এক চামচ গোলাপ জল ও এক চামচ কেওড়া জল ও এক গ্রাম কেশর গুলে রাখতে হবে।

IMG_20210906_203041.jpg
৯. হাড়ির জল ফুটতে শুরু করলে ভিজানো চাল দিয়ে দিতে হবে। এরপর ১০ মিনিট ধরে রান্না করে নিতে হবে। ভাত ফুটে গেলে ভাতের জল ঝরিয়ে নিতে হবে। ভাত বেশি ফুটানো যাবেনা।

IMG_20210906_211905.jpg
১০. আবার চুলার ওপর কড়াই বসিয়ে দিয়ে ১ চামচ ঘি দিয়ে দিতে হবে। চুলার আঁচ কমিয়ে দিতে হবে।

IMG_20210906_211527.jpg
১১. ওই ঘি এর ভিতরে প্রথমে অল্প করে ভাত দিয়ে দিতে ।ভাতের ভিতর রান্না করা মাংস দিয়ে দিতে হবে।তার ওপরে পেয়াঁজ বেরেস্তা ছড়িয়ে দিতে হবে। এবার ওই মাংসের ওপর আবার ভাত দিয়ে দিতে হবে তার উপর আবার পেয়াঁজ বেরেস্তা ছড়িয়ে দিতে হবে। এক চামচ এর মতো বিরিয়ানির মসলা ও কেশর গোলা জল ছড়িয়ে দিতে হবে। তারপর ডিম ও কাচা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে মুখ ভালো করে ঢেখে দিতে হবে।।

IMG_20210906_212035.jpg

IMG_20210906_212117.jpg

IMG_20210906_212604.jpg

IMG_20210906_213037.jpg
১২. এভাবে চুলার আঁচ কমিয়ে রেখে দিতে হবে ১০ মিনিট। এরপর চুলার আঁচ বন্ধ করে চুলার উপর রেখে দিতে হবে আরো ২০ মিনিট। এরপর বিরিয়ানি পরিবেশনের জন্য তৈরি। এবার বিরিয়ানি পরিবেশন করতে হবে।

IMG_20210906_222141.jpg
তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু "টার্কি মুরগীর বিরিয়ানি"। এটি খুবই সুস্বাদু একটি খাবার। আশা করি আপনাদের ভালো লাগবে।

Sort:  
 3 years ago 

টার্কি মুরগীর বিরিয়ানি আগে কখনো দেখিনি। হয়তো এই প্রথম আপনিই তৈরি করলেন।

আপনার রেসিপি গুলো তো এককথায় অসাধারণ। টার্কির বিরিয়ানি রেসিপি টা দারুণ ছিল বলা যায়। এবং রেসিপির উপস্থাপনা টা অসাধারণ হয়েছে। বিরিয়ানি টা দেখেই তো খেতে ইচ্ছে করছে😋।

ধন্যবাদ এতো সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 3 years ago (edited)

বিরিয়ানি দেখে আমার জিভে জল চলে এসে গেছে। বিরিয়ানি দেখতে যা হয়েছে না দেখে খেতে ইচ্ছে করছে। আপনার সবগুলো রেসিপি দারুন হয়। নতুন করে আর কিছু বলার নেই।

 3 years ago 

ওয়াও অসাধারন একটি রেসিপি তৈরি করেছেন বৌদি। আপনি ঠিকই বলেছেন বিরিয়ানি কমবেশি সবারই পছন্দের। আমারও খুব পছন্দের বিরিয়ানি। কিন্তু টার্কি মুরগি দিয়ে কখনই বিরিয়ানি খাওয়া হয়নি। এটি আমার কাছে সম্পূর্ণ নতুন। কিন্তু আপনি খুব সুন্দর ভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সব সময় আপনি নতুন কিছু নিয়ে সামনে আসেন দেখতে খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ বৌদি এত সুন্দর এবং নতুন আইডিয়া নিয়ে আমাদের সামনে আসার জন্য।

 3 years ago 

দিদি রিতি মতো তো লোভ লাগিয়ে দিলেন খাবার দিয়ে।টার্কি মুরগি আমি আমাদের বাসায় বছর খানেক পুশেছিলাম তবে কখুনো এটার বিরিয়ানি খাওয়া হয়নায় অন্য ভাবে রান্না করে খেয়েছি এটা খেতে দুরদান্ত লাগে।আর বিরিয়ানি নিশ্চয় দারুন ছিল খুব দ্রুত এটা ট্রাই করতে হবে।অসংখ্য ধন্যবাদ দিদি সুন্দর সুস্বাদু এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

বৌদি টার্কি মুরগির বিরিয়ানি তৈরির রেসিপি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। বিশেষ করে প্রতিটি ধাপ এত সুন্দরভাবে তুলে ধরেছেন। যাতে যে কেউ আপনার এই উপস্থাপনা দেখে বিরিয়ানি রান্না শিখে যাবে। ধন্যবাদ আপনাকে এটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঘরোয়া পদ্ধতিতে টার্কি মুরগির বিরিরানি করেছেন। বৌদি আমার অনেক ভালো লেগেছে। আপনার রান্নার ধরন অনেক ভালো। আপনি প্রতিদিন ইউনিক কিছু রান্না করে আমাদের মাঝে হাজির হন এবং প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন

 3 years ago 

না কোন কথা হবে, কারন কথা বললে ভাগে কম পড়বে বেশী খেতে পারবো না, হি হি হি হি

দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করেছেন আজ বৌদি, স্বাদের উপরে স্বাদ, খুব সুন্দর রান্না হয়েছে। উপস্থাপন এবং প্রতিটি ধাপের সহজ ব্যাখ্যা ভালো লেগেছে আমার কাছে। যদিও বরাবরের মতো আপনার রান্নাগুলো বেশ ডিফারেন্ট এবং আকর্ষনীয় হয়ে থাকে। ধন্যবাদ

 3 years ago 

বিরিয়ানির পাশে রাখা বড় ডিমটার উপরে আমার নজর কিসের সর্বপ্রথমে। মুরগির মাংসের বিরিয়ানি খাওয়া হয়েছে বেশ মজা লাগে তবে টার্কির মাংসের বিরানি কেমন লাগে সেটা টেস্ট করা হয়নি তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই মজা হয়েছে। অসাধারণ রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিদিভাই।

 3 years ago 

টার্কি মুরগির মাংস আমার খুব প্রিয়। আমি বেশ কয়েকবার টার্কির মুরগির মাংস খেয়েছি। অন্যান্য মাংসের থেকে এই মাংসের স্বাদ অনেক বেশি। আমি টার্কি মুরগি ভুনা খেয়েছি। তবে কখনো টার্কি মুরগি দিয়ে বিরিয়ানি রেসিপি তৈরি করা হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই ভাল হয়েছে। আমিও ট্রাই করবো একদিন বিরিয়ানি তৈরি করার। দারুন একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বৌদি।

 3 years ago 

টার্কি মুরগি আমি খেয়েছি টার্কি মুরগি খেতে অনেক ভালোই লাগে।টার্কি মুরগি দিয়ে কখনো বিরিয়ানি রান্না করে খাইনি ।এগুলো দেখেতো লোভ সামলাতে পারছিনা কি সুন্দর কালার হয়েছে মনে হচ্ছে খেতেও খুবই মজা হয়েছে ।তারপর আপনি কত সুন্দর করে রান্না করলেন দেখতেই ভালো লাগছে। বাসমতি চাল দিয়ে রান্না করলে এভাবে চালগুলো আস্ত আস্ত থাকলে খাবারটা দেখতে অনেক লোভনীয় লাগে অনেক সময় চালগুলো ভেঙে যায় দেখতে ভালো লাগে না ।আপনার খাবারতো সবসময় বেস্ট ।ধন্যবাদ বৌদি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 62678.63
ETH 3015.27
USDT 1.00
SBD 2.49