"এ বছর প্রথম মেলায় ঘুরতে যাওয়া "
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।এই শীতের সময় প্রায়ই চারিদিকে মেলা বসছে। আপনারা তো জানেন মেলায় যেতে আমার খুবই ভালো লাগে। বেশ কিছুদিন আগ থেকেই জানতে পেরেছিলাম লেক টাউন এক মাস ব্যাপি মেলা হয়। এটি মিলন মেলা নামে পরিচিত। কিন্তু সময় করে উঠে পারছিলাম না যে মেলায় যাবো।হটাৎ করে একদিন স্বাগতা বললো চলো মেলা থেকে ঘুরে আসি। কিন্তু যাওয়ার ইচ্ছা ছিলো না কিন্তু পরে ভাবলাম এই সুযোগে ছাড়া আর যাওয়া হবে না। আর নতুন আত্মীয় দের কথা ফেলতে পারলাম না। টিনটিন বাবু মেলায় যেতে চাইছিলো না। ইদানিং টিনটিন বাবু বাইরে কোথাও ঘুরতে যেতে চায় না।সারাদিন শুধু তার খেলা। অবশেষে রেডি হয়ে বেরোতে বেরোতে একটু রাত হয়ে গিয়েছিলো। অনেক জায়গা নিয়ে এই মেলা বসে। এমন কিছু নেই যা এই মেলায় পাওয়া যায় না।
মেলার ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করেই দেখি প্রচুর মানুষের সমাগম। বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা গাড়ি এসেছে। আবার নাগরদোলা ও টয় ট্রেন আসছে। আবার বাংলাদেশের ঢাকাই জামদানী শাড়ীর দোকান এসেছে।
টিনটিন বাবু বায়না ধরলো গাড়িতে উঠবে। গাড়িতে উঠার পর টিনটিন বাবুর কি আনন্দ।
দারুন দারুন সব কাঠের নকশা করা আসবাবপত্র ও মোড়া সেট ।
কিছু সময় ধরে সমস্ত মেলা ঘুরে ঘুরে দেখলাম।এবার সবাই মিলে আইসক্রিম খেলাম। বেশ আনন্দই করেছিলাম। আর এটাও স্বাগতার বিয়ের পর প্রথম মেলায় ঘুরতে যাওয়া। কিছুক্ষন পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
খুব সুন্দর মেলায় ঘোরার অনুভূতি শেয়ার করেছেন বৌদি।ছোট দিদির সাথে মেলায় গেছেন জেনে খুব ভালো লাগলো।টিনটিন বাবু বাইরে যেতে চায় না কারণ বাচ্চাদের এককেক বয়সে একেক রকমের মতিগতি হয়।কাঠের তৈজসপত্র গুলো খুব ভালো লাগছে। ধন্যবাদ বৌদি সুন্দর ফটোগ্রাফি ও মনের ভাব প্রকাশ করে পোস্ট টি আমাদের সাথে শেয়ার করার জন্য।
লেক টাউন মেলায় কাটানো অত্যন্ত সুন্দর মুহূর্তটুকু আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। উক্ত মেলায় বিভিন্ন স্টলের উন্নত মানের জিনিসপত্র গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর একটি মেলা ভ্রমন করে চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় বৌদি আপনাকে অসংখ্য ধন্যবাদ।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
শীতকাল মানেই মেলা আর মেলা।মেলায় যেতে আপনার খুব ভালো লাগে দিদি।আপনারা সবাই একসাথে গেলেন।ছোট দাদার বিয়ের পর এটা প্রথম মেলায় যাওয়া।এ ধরনের মেলায় লোকের সমাগম খুব বেশি দেখা যায়। এতো এতো জিনিসের সমাগম, এতো সুন্দর সুন্দর কাঠের জিনিস দেখে ও খুবই ভালো লাগলো।আপনারা সবাই মিলে ভীষণ মজা করলেন। ধন্যবাদ দিদি শেয়ার করার জন্য।
আসলেই অনেক সময় বাসার কাছাকাছি মেলা হলেও ব্যস্ততার জন্য যাওয়ার সুযোগ হয় না। যাইহোক নতুন আত্নীয়দের কথা ফেলতে না পেরে, লেক টাউন মেলায় চলে গেলেন বৌদি। গাড়িতে উঠে তো টিনটিন বাবু বেশ আনন্দ পেয়েছে। ঢাকাই জামদানি শাড়ীর স্টল দেখে ভীষণ ভালো লাগলো। যাইহোক সবাই মিলে বেশ ভালো সময় কাটিয়েছেন বৌদি। যাইহোক এতো চমৎকার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।
বৌদি, পুরো পরিবার নিয়ে যে মেলায় গিয়েছেন এবং সুন্দর সময় যে অতিবাহিত করেছেন, তা কিছুটা হলেও যেন আন্দাজ করতে পারছি। আপনাদের সবার সময় গুলোই প্রতিনিয়ত ভালো কাটুক, এই প্রত্যাশা ব্যক্তি করছি।
শীতকালেই মনে হয় মেলা বেশি হয়। মেলায় কাটানোর সুন্দর একটি অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন এবং মেলার জিনিসপত্র গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম অনেক দারুন ছিল।গাড়িতে ওঠার পর টিন টিন বাবু অনেক আনন্দ পেয়েছে জেনে বেশ ভালো লাগলো। কাঠের আসবাবপত্র গুলো দেখে চোখ ফেরাতে পারছি না এত দারুন সব।অনেক ধন্যবাদ দিদি চমৎকার একটি অনুভূতি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আমাদের দেশেও শীতকালে নানা রকমের মেলা হয় বৌদি। এই মেলাগুলোতে ঘুরতে আমারও আপনার মত বেশ ভালো লাগে। যদিও আপনাদের এই মেলাটা দেখে মনে হচ্ছে অনেক বড়ো। শীতের সময় প্রতি বছর আমাদের শহরেও একটি মেলা অনুষ্ঠিত হয়। যেটা পুরো জেলার মানুষের কাছে বেশ জনপ্রিয়। মেলায় ঘোরাফেরা করতে, কেনাকাটা করতে, খাওয়া-দাওয়া করতে আমার ও বেশ ভালো লাগে। টিনটিন বাবু তো দেখছি শেষ পর্যন্ত আপনাদের সাথে গিয়েছিলো। ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে মেলায় ভালোই ঘোরাফেরা করেছেন। ধন্যবাদ আপনাকে চমৎকার এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
না বৌদি ভালোই করেছেন গিয়ে, আসলে একটু বাহিরে না গেলে মন চঞ্চল থাকে না। নিশ্চয় মেলার সুন্দর পরিবেশে টিনটিন অনেক বেশী আনন্দ করার সুযোগ পেয়েছিলো। ফটোগ্রাফিগুলো দেখেই বুঝা যাচ্ছে, বেশ জমজমাট একটা মেলা এটা। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
আসলেই নতুন সদস্যের আবদার ফেলা যায় না।আর আপনারা সবাই মিলে শীতের রাতে মেলায় গিয়ে দারুণ উপভোগ করেছেন আশা করি।টিনটিন বাবু গাড়িতে চড়ে দারুণ উপভোগ করেছে বোঝা যাচ্ছে।কাঠের আসবাবপত্রগুলো ভীষণই সুন্দর, ধন্যবাদ বৌদি ।