"গতকাল সন্ধ্যায় এক প্রতিবেশীর বিয়েতে যাওয়ার মুহূর্ত"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। হটাৎ করেই সিদ্ধান্ত হলো বিয়েতে যাওয়ার। আসলে আমি খুব একটা কোথাও যাওয়া হয় না তেমন। কারণ টিনটিন বাবু এখনও অনেক ছোটো তাই বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে বেশি লোক জনের ভিতর যাই না। গতকাল আমাদের এক প্রতিবেশীর বৌ ভাত এর অনুষ্ঠান ছিলো। প্রায় বেশ কিছুদিন হলো আমি কোথাও যেতে পারি না। কারণ আমাকে খুব খারাপ সময়ের ভিতর
দিয়ে যেতে হচ্ছে। তারপর ও সবকিছু রক্ষা করতে হবে। আর বিয়ে বাড়ি মানে বহু লোকের সমাগম। তাই আমি বিয়ে বাড়ি কোথাও টিনটিন বাবু কে নিয়ে যাই না। তাই বেশি লোকজনের ভিতরে যেতে হলে বাবুকে রেখে যাই।বিকালের দিকে সিদ্ধান্ত হলো সন্ধ্যার দিকে যাবো। টিনটিন বাবু কে লুকায় রেখে যাওয়া বেশ কঠিন। যদি কখনও দেখে আলমারি থেকে জামা কাপড় বের করতে তাহলে সে দৌড়ে চলে যায় তার আলমারি খুলে তার জামা আনতে। বাবু ওর জিনিস ও কাউকে দেয় না। ওর সব কিছু ওর আলাদা আলমারিতে রাখতে হয়।

IMG_20220126_204641.jpg
আসলে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। কারণ এই
সময় আমার মন মানসিকতা খুব একটা ভালো না। তবুও সব কিছু রক্ষা করতে হবে।সন্ধ্যার দিকে তাড়াতাড়ি রেডি হয়ে টিনটিন বাবুকে লুকিয়ে রেখে বেরিয়ে পড়লাম। খুব একটা দূরে না। যেতে আমার ২০ মিনিটের মতো সময় লেগেছিল। সেখানে গিয়ে একটু নতুন বউ এর সাথে কিছু ছবি করলাম। এরপর একটু হালকা কিছু খেয়ে নিলাম। তারপর সেখানে প্রায় ঘন্টা
খানেক সেখানে থাকার পর খাবারের ওখানে গেলাম।

IMG_20220126_203834.jpg

IMG_20220126_203732.jpg

IMG_20220126_205112.jpg

এরপর খাওয়া দাওয়ার পর আর ও বেশ কিছুক্ষণ বসলাম। ভাবলাম শুধু শুধু বসে থাকবো কেনো। তাই আর ও কিছু নতুন বউ এর ছবি তুললাম। আসলে ছেলে বেলা থেকে আমার একটা খারাপ অভ্যাস আছে আর তা হলো আমার নতুন বড় বউ দেখতে ও ছবি তুলতে ভালো লাগে। আর তাই করলাম। আর কিছু সময় বউ এর সাথে গল্প করে চলে বাড়ি ফিরে আসলাম। বেশি রাত করলাম না কারণ টিনটিন বাবু কে বাড়ীতে রেখে গিয়েছিলাম। বাড়ীতে এসে ফ্রেস হয়ে টিনটিন বাবুকে রাতের খাবার খাইয়ে দিলাম। তারপর আর কি নিত্য দিনের মতো সব কিছু গুছিয়ে রেখে আমার নিজের ঘরে বসে গেলাম। আজ এই পর্যন্তই । আশা করি আপনাদের ভালো লাগবে। কাল নতুন কোনো বিষয় নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।

Sort:  
 2 years ago 

আপু টিনটিন বাবু কী কান্না করেছিলো? বা আপনি বাসায় যাওয়ার পর আপনি সাজুগুজু করে আছেন দেখে কান্না করেছিলো??

 2 years ago 

বৌদি নতুন বউয়ের চেয়ে আপনাকেই অনেক সুন্দর লাগছে ৷খুব ভালো করেছেন বিয়ে বাড়ির কিছু মূহুর্ত শেয়ার করার ৷ আরেকটা কথা হচ্ছে অনেক দিন ধরে নতুন বউ ও দেখা হয় না ৷
খুব ভালো লাগলো বৌদি

 2 years ago 

চারদিকে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে চলাফেরা খুব ভেবে চিন্তে করতে হচ্ছে গো দিদি। টিনটিন কে বাড়ি রেখে গিয়ে এক দিক দিয়ে ভালোই করেছো। আসলে নিয়ম রক্ষার জন্য কিছু কাজ না করলেই নয় তাই যেতে হয়। তবে দিদি যে কথাটি না বললেই নয়, আমি কিন্তু তোমার থেকে চোখ সরাতে পারছি না একদম ❤️🥰।

 2 years ago 

মাঝে মাঝে একটু ঘোরাঘুরি করা দরকার বৌদি এতে মন মানসিকতা চাঙ্গা থাকে। এই সময় মানসিক ভাবে ফুরফুরে থাকতে হবে। সুন্দর লাগছে বোদি আপনাকে। শুভেচ্ছা রইলো।।

 2 years ago 

বৌদি আশা করি ভাল আছেন আপনি বিয়ে বাড়ির মুহূর্তগুলো খুব অসাধারণ কাটিয়েছেন। আপনাকে দেখতে বেশ দারুন লাগছে। বিয়ে বাড়ি যাওয়ার আনন্দটাই অন্যরকম হয়। তবে এখন পরিস্থিতি খুব খারাপ এর দিকে। তাই আমাদেরকে সতর্ক হয়ে চলতে হয়। টিনটিন বাবুকে দেখতে পেলে খুব ভালো লাগতো। যাই হোক সবসময় আপনাদের পরিবারের সবার সুস্থতা কামনা করছি । ভালো থাকবেন বৌদি।

image.png


ঘরের মধ্যে বন্দি থাকতে কারোই ভাললাগেনা। সবার এই একঘেয়েমি চলে আসে। একঘেয়েমি গুলো দূর করার জন্য বাহিরে একটু হলেও সময় কাটানো উচিত, ঘোরাঘুরি করানো উচিত। আপনার পাশের প্রতিবেশী বিয়েতে গিয়েছেন। আপনাকে ভালই লাগছিল দেখতে এবং ভালোই সেজেছেন বৌদি। আপনার জন্য সর্বদাই দোয়া করবো বৌদি আপনি যেন সুস্থ সুন্দর এবং আপনার পরিবারের খেলতে পারেন।

 2 years ago 

বিয়ে মানে তো অনেক আনন্দ। বৌদি, আপনাকে তো অনেক অসাধারণ লাগছে দেখতে। আর বউয়ের ছবিটাও দেখতে খুবই ভালো লাগলো। আপনি ঠিকই বলেছেন যেকোনো বিয়েতে বর বউয়ের ছবি তুলতে খুবই ভালো লাগে। খুবই ভালো লাগলো মুহূর্তটা। আপনি শেয়ার করেছেন বলে আমরাও উপভোগ করলাম।

 2 years ago 

সত্যি কথা বলতে কি বৌদি, একা একা ঘরের মধ্যে বেশিদিন বসে থাকতে কোন মানুষেরই ভালো লাগেনা। একঘেয়েমি আর মানসিক অবসাদ কাটানোর জন্য মাঝে মাঝে না বের হয়ে কোন উপায় থাকেনা। তারপরেও যথাসম্ভব সাবধানে চলাফেরা করা উচিত। আর টিনটিন বাবুকে নিয়েই বেশি ভয়। যাইহোক মনে হচ্ছে বিয়ে বাড়িতে সময় আপনাদের ভালোই কেটেছে। ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রইল।

 2 years ago 

টিনটিন বাবাকে বাসায় রেখে যাওয়া সিদ্ধান্তটা বেশ ভাল বৌদি। বর্তমান পরিস্থিতি মোটেই ভালো না এছাড়াও বাবু এখন অনেকটাই ছোট।

 2 years ago 

হ্যা ভাইয়া তাইতো রেখে গিয়েছিলাম।

 2 years ago 

দিদি,আপনাকে তো বেশ দারুণ লাগতেছে। আর বিয়ে বাড়ি মানে সত্যিই লোকসমাগম।আজ আমাদের বাড়িতেও বিয়ের অনুষ্ঠান চলতেছে,আর আমি এখনো ঘরেই বসে আছি।পরিস্থিতির কারণে আমারও যাওয়ার ইচ্ছে নেই এখন।খুব ভালো লাগলো দিদি,সবসময় ভালো থাকুন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59479.71
ETH 3174.48
USDT 1.00
SBD 2.44