স্বরচিত নতুন একটি কবিতা " দূর্বা ঘাস"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আর একটি নতুন কবিতা শেয়ার করবো।আজ আপনাদের সাথে কি শেয়ার করবো বুঝতেই পারছিলাম না। তাই হটাৎ করেই এই কবিতাটি লিখে ফেললাম। তাহলে চলুন শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20220310_173533.jpg

দূর্বা ঘাস

বনফুলের মালায় গাঁথা
নরম সবুজ দূর্বা হতাম যদি,
জ্যোৎস্না মাখা রাতের বুকে
সবুজ পাতায় করত খেলা
রুপোলি আলোর নদী।
শরতের শিউলি যদি
হৃদয় মাঝে পড়তো ঝরে,
বসন্তের কোমল বাতাস
মাখতাম শরীর জুড়ে।
হেমন্তের ভোরে শিশির ফোঁটা পড়তো ঝরে,
হীরক কনা রূপে শিয়রের মুকুট পরে
তারে যদি রাখতাম নিশ্চুপে।
সকালের মিষ্টি রোদের আলো,
বিচ্ছুরিত হত তাদের ঘিরে
সবুজে ভরতো সুন্দরতা প্রভাতের রৌদ্রস্নাত শরীরে।
শিশির জলে ধুয়ে দিতাম পা
কোন কিশোরীর ব্যস্ত চলার পথে,
অস্থিরতায় উচ্ছ্বসিত হয়ে শান্ত হত নুপুরধ্বনিতে।।
কখনো বা সিক্ত হতাম বর্ষার অমৃত ধারায়,
আরো স্পষ্ট হতো জীবনের সাপ
কঠিন সবুজের ছোঁয়ায়,
পৃথিবীর বুকে কোমল বিছানায়
পেতাম যদি এক ফোঁটা আশ্রয়।
আমিও হতাম দূর্বাঘাস আঁকা চির সবুজের বিস্ময়।

Sort:  
 2 years ago 

বৌদি, দূর্বা ঘাস নিয়ে খুব সুন্দর একটি কবিতা তুমি আজ আমাদের সাথে শেয়ার করেছ I হঠাৎ করে এত সুন্দর করে একটি কবিতা লিখে আমাদের সবাইকে উপহার দিলেন যা আমাদের জন্য বড় পাওয়া I সত্যি বলতে আমি কবিতা লিখতে পারিনা কিন্তু কবিতা পড়তে ভালোবাসি I

 2 years ago 

আপনার এত সুন্দর একটা কবিতা আমার খুবই ভালো লেগেছে। আপনার এই কবিতার মধ্যে প্রকৃতির সৌন্দর্য কে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। দুবলো ঘাস হওয়ার মধ্য দিয়ে দুবলা ঘাস প্রতিনিয়ত যে সমস্ত প্রকৃতির নেয়ামত ভোগ করে চলেছে ঠিক সেই সমস্ত বিষয় গুলো ইনজয় করার ইচ্ছে প্রকাশ হয়েছে এই কবিতার মধ্য দিয়ে।

দিদিভাই আজকের লেখাটা একদম ভিন্নধর্মী। অপূর্ব লেগেছে। প্রকৃতির মিষ্টতা যেন আপনার লেখায় ধরা দিয়েছে। চার বার পড়লাম পুরো লেখাটা। অদ্ভুত একটা প্রশান্তির ছোঁয়া আছে। আপনার লেখাগুলো এভাবেই যেন বার বার মনকে ছুঁয়ে যায়। 🙏❤️

 2 years ago 

অনেক সুন্দর ও মার্জিত একটি কবিতা শেয়ার করেছেন আপু। পড়তেই ভালো লেগেছে। কেন যে এতো তাড়াতাড়ি শেষ হয়ে গেলো,,,,,😔। পড়ার আরো আগ্রহ বেড়ে গেলো। আপনার কবিতা গুলো বেশ ভালোই লাগে। পরবর্তী কোন কবিতার অপেক্ষায় রইলাম আপু৷ ❣️

 2 years ago 

এই একটা বিষয় আমার কাছে বেশ অবাক লাগে, হঠাৎ করে কিভাবে এতো সুন্দর কবিতা লিখে ফেলেন। সত্যি বৌদি মাঝে মাঝে আমি অবাক হয়ে এসব চিন্তা করি। কারন কবিতাগুলো অনেক সুন্দর হয়।

কিন্তু আমি একটা কবিতা লিখতে গেলে মাঝে মাঝে সারাদিন চলে যায়।

কখনো বা সিক্ত হতাম বর্ষার অমৃত ধারায়,
আরো স্পষ্ট হতো জীবনের সাপ
কঠিন সবুজের ছোঁয়ায়,
পৃথিবীর বুকে কোমল বিছানায়
পেতাম যদি এক ফোঁটা আশ্রয়।
আমিও হতাম দূর্বাঘাস আঁকা চির সবুজের বিস্ময়।

উপরের লাইনগুলো সত্যি দারুণ ছিলো। ধন্যবাদ

 2 years ago (edited)

আর আমি ভোরের রুপালি শিশির হয়ে
দূর্বা ঘাসে মিশে যেতাম
যেমন নদী মিশে যায় সাগের মাঝে।

দিদিভাই খুব ভাল লাগল আপনার কবিতা পড়ে। তাই কয়েকটি লাইন লিখতে চেষ্টা করলাম। দাদার কবিতা হতে আপনার কবিতায় শব্দের গভীরতা অনেক দুর্বোধ্য।

 2 years ago 

শিশির জলে ধুয়ে দিতাম পা
কোন কিশোরীর ব্যস্ত চলার পথে,

বৌদি আপনার লেখা কবিতা আমার কাছে অনেক ভালো লাগে। তবে অনেকদিন পর আজকে আপনার কবিতা পড়লাম। সত্যিই আপনি অসাধারণ লিখেছেন। কবিতার মাঝে আলাদা রকমের অনুভূতি খুঁজে পেয়েছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে বৌদি এবং শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

বৌদি হঠাৎ করেই এত সুন্দর কবিতা লিখে ফেললেন ।আমি পুরো মুগ্ধ হয়ে পড়েছি। দারুন লিখেছেন আপনি। চমৎকার লিখতে পারেন কবিতা। এত সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবসময় ভালো থাকবেন এই শুভকামনা রইল।

 2 years ago 

শরতের শিউলি যদি
হৃদয় মাঝে পড়তো ঝরে,
বসন্তের কোমল বাতাস
মাখতাম শরীর জুড়ে।

বৌদি, পুরো কবিতা জুড়ে সবুজ আনন্দ। এত মনোরম লাগছে পুরো কবিতার ভাবনাটা। অসাধারণ লাগলো শব্দ প্রয়োগ গুলো। ভালবাসা নিও বৌদি।

 2 years ago 

আসলে বৌদি কি দিয়ে প্রশংসা করবো সে বাষা খুঁজে পাচ্ছি না। আমাদেরকে কি উপহার দেবেন ব্যাকুল হয়ে পড়েছেন, মুহূর্তেই লিখে ফেললেন কবিতা আর যে কবিতা লিখেছেন দূর্বাঘাস হৃদয় ছুঁয়ে গেছে। আপনি আমার বাংলা ব্লগের কেন্দ্রবিন্দু। সেখানে আমাদের দাদা এনার্জি পায়, যার সাহসে সৈনিকের মতো ছুটে চলেছে অবিরত। আমাদেরকে এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60745.88
ETH 2640.15
USDT 1.00
SBD 2.56