বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে ভিসা করতে যাওয়া

in আমার বাংলা ব্লগ11 months ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।সামনে দুর্গাপূজা আসছে সেই উপলক্ষ্যে কেনাকাটা করতে অনেকে ব্যাস্ত।তবে এবার ভেবেছি দুর্গাপূজায় বাংলাদেশ যাবো। গতবার চেয়েছিলাম যেতে কিন্তু টিনটিন বাবুর পাসপোর্ট না পাওয়ায় যেতে পারিনি।আর বাংলাদেশ আমাদের দুঃসম্পর্কের কিছু আত্মীয়-স্বজন রয়েছে।তারা ভীষণ ধরেছিলো পূজায় যেতে।কিন্তু গতবার না যেতে পারায় এইবার সিদ্ধান্ত নিয়েছি যাওয়ার। সেখানে যেতে গেলে আগে করনীয় ভিসা করা। তাই চলে গেলাম ভিসা অফিসে ভিসা করার জন্য।

IMG_20230912_151254.jpg

IMG_20230912_151302.jpg
আমরা সকালে দ্রুত সব কাজ শেষ করে রওয়ানা দিলাম।আমরা ১২ টার আগে ভিসা অফিসে পৌঁছায় গেলাম।অফিসটি অনেক বড় ছিলো এবং চাকচিক্য ছিলো। তবে অফিসের ভিতরে ছবি তোলা নিষেধ ছিলো। তাই লুকিয়ে কিছু ছবি তুলে ছিলাম। ভিসা করতে গিয়ে হটাৎ করেই সিদ্ধান্ত হলো কোলকাতা কফি হাউজ যাবো। তবে অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করবো। গতবার খুবই ইচ্ছা ছিলো বাংলাদেশে গিয়ে পূজা দেখার। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে উঠলো না। তবে আমার কাছে মনে হয় বাংলাদেশের থেকে আমাদের এখানে অনেক সুন্দর পূজা হয়। তাই আমার যাওয়ার খুব একটা ইচ্ছা নেই। কিন্তু আমার প্রিয় মানুষটির কথা ও ফেলতে পারি না। আবার আত্মীয় স্বজনের কথা ও কি ফেলা যায়। তাই ভাবলাম যাই কিছুদিনের জন্য ঘুরে আসা যাক।

IMG_20230912_140341.jpg
যদিও গ্রামে গিয়ে বাবুর থাকতে একটু অসুবিধা হয়। কারণ বাবু শহরে থেকে বড় হচ্ছে তাই গ্রামের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ওর অনেক অসুবিধা। হয়।তবে আমার কাছে গ্রাম খুবই ভালো লাগে। আর
গ্রামের ভিতর পূজা দেখার মজাই আলাদা।ভাই বোন সকলে মিলে মায়ের সামনে অঞ্জলী দিতে যাওয়া। আবার সন্ধ্যায় ঠাকুর দেখতে যাওয়া। আমি গ্রামের মেয়ে তাই গ্রামের পূজা আমার খুব ভালো লাগে। তবে এবার বাংলাদেশে পূজা দেখতে পারবো। ভাবতেই খুব ভালো লাগছে।

IMG_20230912_140401.jpg

IMG_20230912_141151.jpg
তবে আশা করছি বাংলাদেশ যাবো পূজার সময়। কিন্তু জানিনা সময় মতো ভিসা পাবো কি না। তাই এখনো নিশ্চিন্ত হতে পারছি না। কারণ গতবার যেতে চেয়ে ও যেতে পারিনি। তাই একটু চিন্তায় আছি। যাই হোক এই পর্যন্তই। আবার নতুন কোন পোস্ট নিয়ে আসবো।সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Sort:  
 11 months ago 

আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা বৌদি। আমি আশা করি আপনাদের বাংলাদেশ ভ্রমণ অনেক সুন্দর হবে আর অনেক ভালো স্মৃতি নিয়ে দেশে ফিরতে পারবেন। বাংলাদেশ সবচেয়ে সুন্দর হচ্ছে শীতের সময় । বিশেষ করে গ্রামাঞ্চল। আমাদের গ্রামটা দারুন সাজে সেজে ওঠে শীতের সময়ে।

আর একটা কথা বৌদি, আপনি ছবিতে যে রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের ছবি শেয়ার করেছেন সেটা কিন্তু এখন ডুবন্ত ব্রিজ হয়ে গেছে। পানির নিচে চলে গেছে অনেকটা। 😂

 11 months ago 

আমার কাছেও মনে হয় বাংলাদেশের চেয়ে ভারতে পূজার অনুষ্ঠান খুব সুন্দর হয়। যাইহোক দাদার ইচ্ছাতে এবং আত্মীয় স্বজনের কথায় অবশেষে আপনারা বাংলাদেশে আসবেন, এটা জেনে খুব ভালো লাগলো বৌদি। যদিও দাদার পোস্ট পড়ে আগেই জেনেছিলাম আপনারা বাংলাদেশে আসবেন। যাইহোক আপনারা দ্রুত ভিসা পাবেন সেই প্রত্যাশা রইল। বাংলাদেশে আসলে লোকনাথ বাবার বারদী আশ্রমে ঘুরতে আসবেন বৌদি। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ভিসা জটিলতা দ্রুত শেষ হোক বৌদি, তাড়াতাড়ি ভিসা হাতে পান, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি । আর আপনাকে এবং আপনাদের পরিবারের সবাইকে, অগ্রিম আমন্ত্রণ জানালাম আমার ভাঙ্গা বাড়িতে।
🙏

 11 months ago 

দিদি আপনি আমাদের দেশে আসার জন্য পাসপোর্ট এর ভিসা করছেন জেনে খুবই ভালো লাগলো। আপনার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আমাদের দেশটি ভ্রমণ করবেন এবং অনেক কিছু পোস্ট আমাদের মাঝে শেয়ার করবেন। বাংলাদেশের পক্ষ থেকে আপনার জন্য রইল লাল গোলাপের শুভেচ্ছা।

 11 months ago 

দুর্গাপূজায় বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন জেনে সত্যিই ভালো লাগলো বৌদি। হয়ত কলকাতার পুজো গুলো অনেক বড় হয়। সেই তুলনায় বাংলাদেশের পুজোর আয়োজন অনেকটাই ছোট। তবে নতুন জায়গায় সময় কাটাতে অবশ্যই ভালো লাগবে বৌদি। টিনটিনের একটু কষ্ট হয়ে যাবে গ্রামে থাকতে। কারণ সে তো গ্রামে সেভাবে থাকেনি কখনো। যাইহোক সময়মত যেন ভিসা হয়ে যায় এই প্রার্থনা করি।

 11 months ago 

দিদি আপনারা যে, বাংলাদেশে আসার জন্য ভিসা করতে দিয়েছেন এটা দাদার একটি পোস্টে জানতে পেরেছিলাম। আমি আশা করছি খুব দ্রুত ভিসা পেয়ে যাবেন। এবারে পূজার ভিতর বাংলাদেশে আসতে পারলে বেশ ভালো হবে। আপনাদের জন্য শুভকামনা রইল দিদি।

 11 months ago 

আশাকরি বৌদি সময় মতো ভিসা পেয়ে যাবেন। এবং বাংলাদেশে আসতে পারবেন। বাংলাদেশে আসার জন্য অগ্রিম স্বাগতম বৌদি। তবে চেষ্টা করবেন টিনটিনকে গ্রামের পরিবেশের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। এতে করে ওর ভেতরেও গ্রাম এর সৌন্দর্যের দিকটা ফুটে উঠবে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

দোয়া রইলো যেনো বৌদি সময় মতো ভিসা পান। দুর্গা পূজার বেশ মজা হয়। আমিও মাঝে মধ্যে দেখতে যাই। আশাকরি সবাইকে নিয়ে বৌদি আপনার সময় খুব ভালো কাটবে। আপনার পুরো পরিবারের জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 11 months ago 

বৌদি আপনারা আমাদের দেশে আসবেন বাহ্ এটা তো দারুন ব্যাপার আমাদের জন্য। আমাদের দেশে আপনাদের দৌড় সম্পর্কে আত্মীয় রয়েছে। গত পূজাতে যেতে পারেন নাই তাই এবার যাওয়ার জন্য ভিসার অফিস এসেছেন। ভিসার অফিসে এসে বেশ কিছু সুন্দর ফটোগ্রাফি করেছেন দেখে মনটা ভরে গেল। সবমিলিয়ে আশা করছি খুব দ্রুত ভিসা পাবেন এবং আমাদের দেশে আসবেন। আপনার জন্য শুভকামনা রইলো।

Posted using SteemPro Mobile

 11 months ago 

পূজার সময় বাংলাদেশে আসবেন জেনে ভালো লাগলো বৌদি।আগের বছর ভিসার জন্য আসতে পেরেছিলেন না পূজার সময়।এটা ঠিক বলেছেন একদম,যারা শহরে বড়ো হয় তাদের জন্য গ্রামে মানিয়ে নিতে অনেকটা কষ্ট হয়।টিনটিন বাবুর ক্ষেত্রেও সেটা।ভালো লেগেছে পোস্টটি বৌদি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59695.98
ETH 2665.47
USDT 1.00
SBD 2.48