Diy ( এসো নিজে করি ) "গ্রামের দৃশ্য অঙ্কন"

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে গ্রামের দৃশ্য অঙ্কন শেয়ার করবো। কাল রাতে টিনটিন বাবুর সাথে খেলার ছলে একটি ছবি এঁকে ছিলাম। কিন্তু ছবি টি টিনটিন বাবু নষ্ট করে ফেললো। নষ্ট করার পর আবার বায়না ধরলো প্লে ডো দিয়ে তাকে ঘোড়া বানিয়ে দিতে হবে। কিন্তু আমি মাটি দিয়ে কিছুই বানাতে পারি না। এটা তো বুঝাতে পারলাম না তাই বাধ্য হয়েই আর একটি গ্রামের দৃশ্য আঁকার চেষ্টা করলাম। কিন্তু ওর পছন্দ হলো না। তাই ওর দিদা বাধ্য হয়ে একটা ঘোড়া বানানোর চেষ্টা করলো কিন্তু হলো একটা ইঁদুর। এতেই টিনটিন বাবু খুব খুশি হলো। এটি আপনাদের দেখাতে পারছি না। কারণ সেটি নেই। বানানো সাথে সাথে তাকে ভেঙ্গে দুই ভাগ করে ফেলেছিল। তাহলে এখন চলুন আমার আঁকানো দৃশ্যটি শেয়ার করি।

IMG_20211211_022510.jpg

IMG_20211211_022436.jpg
উপকরণ:
১. ছবি আঁকার খাতা
২. পেনসিল
৩. রবার
৪. পেনসিল কাটার
৫. রং পেনসিল

IMG_20211205_182657.jpg
প্রস্তুত কারক:
১. সাদা কাগজ উপর পেনসিল দিয়ে একটি বড়ো গাছ আঁকতে হবে। গাছের ডাল - পালা ও শাখা - প্রশাখা এঁকে দিয়ে হবে।

IMG_20211205_182815.jpg

IMG_20211205_183444.jpg
২. গাছের মাঝ বরাবর ছোটো ছোটো তিনটি ঘর আঁকতে হবে। ঘরের পাশে একটি খড়ের গাদা আঁকতে হবে।

IMG_20211205_184720.jpg

IMG_20211205_192000.jpg
৩. ঘরের উপরে কয়েকটি কলা গাছ এঁকে দিলাম। এবং ঘরের পাশ দিয়ে একটি নদী এঁকে দিলাম। আরও কিছু ঝোপ ঝাড় এঁকে দিলাম। আমি একটি গ্রামের দৃশ্য পেনসিল দিয়ে এঁকে দিলাম।

IMG_20211205_203310.jpg

IMG_20211205_205713.jpg
৪.এবার গাছে রং করে নিলাম। এটি নিজের পছন্দ মতো রং করে নিতে হবে। চাইলে রং না করলে ও হবে। কিন্তু আমার কাছে মনে হলো। বেশি সুন্দর লাগবে।

IMG_20211210_172242.jpg

IMG_20211210_172335.jpg

IMG_20211210_172846.jpg

IMG_20211210_184342.jpg
৫. এবার গাছে কিছু কিছু ছোটো ছোটো লাল রং এর ফুল ও সবুজ পাতা এঁকে দিলাম।

IMG_20211210_235434.jpg

IMG_20211211_000510.jpg

IMG_20211211_005640.jpg

IMG_20211211_010131.jpg

৬. এবার ঘরে রং করে নিলাম। একে একে কলা গাছে ও ছোটো গাছে ও রং করতে হবে।

IMG_20211211_010343.jpg

IMG_20211211_012151.jpg

IMG_20211211_013105.jpg

IMG_20211211_014449.jpg
৭. ঘরের পাশ দিয়ে যে নদী বয়ে গেছে সেই নদীর পাশে ছোটো ছোটো সবুজ ঘাস এঁকে দিতে হবে। এবং নদীর জল আঁকতে হবে। ও উপরে কিছু মেঘ আঁকতে হবে।

IMG_20211211_015732.jpg

IMG_20211211_020213.jpg
৮. বাড়ির উঠানে ছোটো ছোটো ঘাস ও ঘাস ফুল এঁকে দিলাম। গাছের গোড়ার দিকে কিছু ছোট ভাই গাছ আঁকলাম। ও কিছু মাটি এঁকে দিলাম। এটি আপনারা নিজেদের পছন্দ মতো আঁকতে পারেন। আমি পুরো পুরি একটি গ্রামের দৃশ্য আঁকার চেষ্টা করেছি। দূরে দুটি তাল গাছ এঁকে দিলাম।

IMG_20211211_020725.jpg

IMG_20211211_021548.jpg

IMG_20211211_021819.jpg

IMG_20211211_022018.jpg

IMG_20211211_022307.jpg

IMG_20211211_022436.jpg

আমার গ্রামের দৃশ্য আঁকা কমপ্লিট। আশা করি, আমার আঁকা গ্রামের দৃশ্যটি আপনাদের পছন্দ হবে। আপনাদের সবার ভালো লাগলে আমার আঁকা সার্থক।আমি কোনো বড়ো আর্টিস্ট নই। তাই অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্ত। আগামীদিন আবার নতুন কিছু নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।

IMG_20211211_022507.jpg

Sort:  

দিদি তো দেখছি আঁকা দিন দিন পারদর্শী হয়ে উঠছে।আপনার আজকের আরটিও কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি মুগ্ধ হয়ে গেছি দেখে।টিনটিন বাবুর বায়না সব মিটিয়ে তারপরে আপনি সময় বের করতে পারেন চিন্তা করলে অবাক হচ্ছি। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ওয়াও দিদি রং পেন্সিল দিয়ে আঁকা গ্রামের দৃশ্য এর চিত্র অংকন টি দেখতে বেশ সুন্দর হয়েছে। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে দিদি।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বৌদি আপনার গ্রামের দৃশ্য অংকনটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুবই সুন্দরভাবে গ্রামের দৃশ্য অংকন করেছেন। গ্রামের এই চিত্রটি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে রং করেছেন তাই আরো সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। আপনার উপস্থাপন দেখে চিত্রটি আমি শিখতে পেরেছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ওয়াও দিদি,আপনি খুবই খুবই সুন্দর একটি গ্রামের দৃশ্য অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি বলতে কি দিদি গ্রামের দৃশ্য গুলো ছবিতে বলেন বাস্তবে বলেন দেখতে খুবই ভালো লাগে।আপনি খুব নিখুঁত এবং দক্ষতার সাথে গ্রামের দৃশ্য অংকন করেছেন দেখেই বুঝা যাচ্ছে। দিদি সত্যিই আপনি অলরাউন্ডার আপনার প্রতিটা কাজ দক্ষ এবং নিখুঁতভাবে করে থাকেন।আজকেও তার ব্যতিক্রম হয়নি।দিদি টিনটিন বাবুর জন্য আমার মন থেকে ভালোবাসা রইলো।ধন্যবাদ দিদি এত সুন্দর একটি গ্রামের দৃশ্য আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু। আপনাদের ভালো লাগলে আমার আঁকা সার্থক হবে।

 3 years ago 

দিদি আপনার দৃশ্যটি আসলেই অসাধারণ হয়েছে। দিদি পরবর্তীতে শহরের দৃশ্য দেখতে চাই 🙃।
দৃশ্যটি আঁকতে টিনটিন বাবু ডিস্টার্ব করেনি ? টিনটিনের এটি পছন্দ করেনি কেন বুঝলাম না। যাইহোক দি আপনার দৃশ্যটি আসলে খুব সুন্দর হয়েছে।

 3 years ago 

ওকে অন্য একটা ঘরে রেখে আমি এঁকে ছিলাম। ও এখন ও অনেক ছোটো সবকিছু নষ্ট করে দেয়।

 3 years ago 

বাহ বৌদি আপনি দেখছি সর্বগুণসম্পন্ন। কবিতা রেসিপি আর্ট সবকিছুতে খুবই দক্ষ। গ্রামের দৃশ‍্যের আর্টটা দারুণ হয়েছে। খুবই সুন্দর একেছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার ড্রয়িংগুলো বেশ দারুণ হয় এটা আমরা আগেও বহুবার দেখেছি বৌদি, তবে আজকের ড্রয়িংটি একটু ভিন্ন ধরনের। আমাদের চির চেনা গ্রামের একটি চমৎকার দৃশ্য আজ আপনি ফুটিয়ে তুলেছেন বেশ দারুণভাবে।

আঁকাবাঁকা সরু নদী, তার পাশে বাড়ী এবং আকর্ষণীয় খড়ের গাদা, বেশ দারুণ লেগেছে আমার কাছে। ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাদের ভালো লাগলে আমার আঁকা সার্থক।

 3 years ago 

সুন্দর এঁকেছেন বৌদি । শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার জন্য ও অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

কি অপরূপ হয়েছে বৌদি।টিনটিন খুব জ্বালালেও এগুলা শুনে শুনে কিন্তু আমরা বেশ মজা পাই আর জানি আপনার ও অনেক ভালো লাগে।
আপনি দিন দিন দারুণ আর্টিস্ট হয়ে যাচ্ছেন বৌদি।

 3 years ago 

এ সব কিছু তো আপনাদের জন্য আর আমার প্রিয় মানুষটার জন্য।

 3 years ago 

বৌদি আপনার অঙ্কিত এই চিত্রটি অসাধারণ হয়েছে। আপনি অনেক সুন্দর করে গ্রামের চিত্র অঙ্কন করেছেন। আপনার চিত্রটি প্রতিটি ধাপে ধাপে অনেক ভালো ভাবে উপস্থাপন করেছেন। এই চিত্রটি টিনটিন বাবুর অনেক পছন্দ হবে। সবমিলিয়ে আপনার অঙ্কিত এই চিত্রটি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে রং পেন্সিল ব্যবহার করে আপনি আপনার অঙ্কন চিত্রটি আরো সুন্দর করে ফুটিয়ে তুলেছেন বৌদি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো বৌদি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59446.26
ETH 2613.63
USDT 1.00
SBD 2.41