স্বরচিত একটি কবিতা " বসন্তবরণ "

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করবো। আজ সকাল থেকে বাবুকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তাই বেশি কিছু লিখতে পারি নি।বলতে পারেন আজ একটু ফাঁকি দিলাম। তাহলে চলুন কবিতাটি শুরু করা যাক।

IMG_20220219_173438.jpg

" বসন্ত বরণ "

পলাশ শিমুল জোর বেধেছে -
ফাগুন এলো ধরায়,
বউ কথা কও গান ধরেছে,
করছে সুরের বড়াই।

হলুদ হিমুর বেশ ছেলেদের
নীলের রূপা নয়,
রংবেরঙের বেশ রমণীর
ফুল ও শোভা পায়।

শাড়ির সাজে বাঙালিয়ানা
পাঞ্জাবিতে ও তাই,
ফাগুন মানেই প্রেমের যুগল
দারুন লাগে ভাই।

সাজের বেলায় কবিতা চলে
গানের আসর রাতে,
ছেলে বুড়ো সবাই যেনো
আনন্দেতে মাতে।

উৎসব যেনো গ্রাম নগরে
তবু কোথায় যেন ছেদ,
শূন্য শীতের বিদায় বেলায়
মন খারাপের রেস।

Sort:  
 3 years ago 

বৌদি আপনার কবিতা মনেই তো অসাধারণ কিছু। বিশেষ করে আপনি এত সুন্দর ভাবে লিখেন আমার কাছে ভীষণ ভালো লাগে।

পলাশ শিমুল জোর বেধেছে -
ফাগুন এলো ধরায়,
বউ কথা কও গান ধরেছে,
করছে সুরের বড়াই।

এই লাইন গুলো অনেক ভালো লেগেছে। একদম যেন বসন্তের ছোঁয়া। বসন্ত নিয়ে এত অসাধারণ ভাবে লিখেছেন কি বলবো। সব সময় আপনার লেখা কবিতাগুলো পড়তে খুব ভালো লাগে। আশা করি সব সময় এরকম সুন্দর সুন্দর কবিতা দেখতে পাবো।

কাজের ফাকে কবিতা লেখা
ছিল চমৎকার।
এমনি ভাবে লিখতে থাকেন
পাই যেন আবার।।

 3 years ago 

আপনার লেখা কবিতাটা অসাধারণ ছিলো আপনি কবিতা লেখার জন্য একটু সময় বের করে নিবেন তাহলে আমরা আপনার কাছ থেকে আরো ভালো ভালো কবিতা উপহার পাবো ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আশাকরি বৌদি ভালো আছেন? আপনি খুব চমৎকার একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। কবিতাটি পড়ে খুবই ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন আমার মন ছুঁয়ে গেছে‌ বিশেষ করে এই লাইনগুলো খুবই দুর্দান্ত হয়েছে।

সাজের বেলায় কবিতা চলে
গানের আসর রাতে,
ছেলে বুড়ো সবাই যেনো
আনন্দেতে মাতে।

এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই।

 3 years ago 

বসন্তের এই ফুলে ভরা প্রকৃতি নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন বৌদি।

পলাশ শিমুল জোর বেধেছে -
ফাগুন এলো ধরায়,
বউ কথা কও গান ধরেছে,
করছে সুরের বড়াই।

বসন্তের অন্যতম সৌন্দর্য শিমুল গাছের লাল রঙের ফুল গুলো। আপনার লেখনি তো অসাধারণ ছিল যার প্রশংসা না করে থাকতে পারলাম না।

 3 years ago (edited)

তুমি যে এত কিছু সামলে তারপরেও আমাদের মাঝে চলে আসো দিদি , এটাই অনেক আমাদের জন্য। আমি নিজেও আজ খুব ব্যস্ত ছিলাম গো। কলকাতা থেকে ফিরলাম সন্ধের পর। পোস্ট টা করেই ঘুমিয়ে গেছিলাম। এখন জাগা পেয়ে তোমার পোস্ট দেখছি। খুব সুন্দর লিখেছো কবিতা। একদম বসন্তের রূপ পুরো তুলে ধরেছো দিদি। সত্যি বলতে আমার প্রিয় ঋতু হল শীতকাল। তাই বিদায় বেলাতে মন টা ভীষণ ফাঁকা হয় গো দিদি। চারপাশের অনেক সৌন্দর্য্য নিয়ে চলে যায় একদম। কিছু করার নেই। এটাই যে প্রকৃতির নিয়ম। অনেক ভালোবাসা নিও দিদি। বোনকে আশীর্বাদ দিও।

 3 years ago 

শাড়ির সাজে বাঙালিয়ানা
পাঞ্জাবিতে ও তাই,
ফাগুন মানেই প্রেমের যুগল
দারুন লাগে ভাই।

বৌদি অসাধারণ একটি কবিতা লিখেছেন আপনি ।তবে এই লাইন কয়টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ।সত্যিই চমৎকার ভাবে ফাগুনকে আপনার কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন ।আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

বাহ দিদি,বসন্তবরণ কবিতার নাম শুনতেই বেশ ভালো লেগেছে। আর কবিতাটাও খুব সুন্দর। শিমুল আর পলাশ ফুলে ফাগুনের আগমণ যা প্রকৃতিতে দেখা যায়। আমার তো এই বসন্ত কাল খুব ভালো লাগে।আপনাকে অনেক ধন্যবাদ দিদি আমাদের মাঝে এই কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

উৎসব যেনো গ্রাম নগরে
তবু কোথায় যেন ছেদ,
শূন্য শীতের বিদায় বেলায়
মন খারাপের রেস।


অনেক সুন্দর হয়েছে বৌদি আপনার কবিতাটি। আপনার কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর ছিল। উপরোক্ত লাইন গুলো আমার অনেক ভালো লাগলো। সত্যি শীতকালকে বিদায় দিতে মন চাচ্ছে না। অনেক মিস করবো শীতকালে কাটানো মুহূর্তগুলো। সবশেষে আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য

 3 years ago 

অনেক সুন্দর একটি কবিতা পড়লাম। অনেক ধন্যবাদ দিদি। এরকম সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন প্রতিনিয়ত।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 99357.59
ETH 3318.45
USDT 1.00
SBD 3.07