🐦রঙিন কাগজ দিয়ে পাখি 🐦 ১০% বেনিফিশিয়ারী আমার প্রিয় @shy-fox এর জন্য
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের রঙিন কাগজ দিয়ে পাখি বানিয়ে দেখাবো। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস বানাতে আমার কাছে অনেক ভাল লাগে। আমার বাংলা ব্লগ কমিউটির সকলেই বিভিন্ন সময়ে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে। সেই জিনিসগুলো দেখতে আমার যেমন ভালো লাগে, তেমনি আমার নিজেরও রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে অনেক ভালো লাগে। এজন্য যখনই সময় পাই তখনই চেষ্টা করি কিছু না কিছু বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। আশা করছি আপনাদের আমার বানানো পাখি অনেক ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমার আজকের ডাই রঙিন কাগজ দিয়ে পাখি তৈরি।
🐦 পাখি বানাতে যা লাগবে 🐦
১. রঙিন কাগজ একটি
২. সাদা কাগজ একটি
৩. পেন্সিল
৪. কম্পাস
৫. গাম
৬. কাঁচি
🐦পাখি বানানোর ধাপসমূহ🐦
🐦ধাপ ১🐦
প্রথমে একটি হলুদ কাগজ নেব। তারপর এই কাগজ থেকে কম্পাসের সাহায্যে দুটি বড় এবং একটি ছোট বৃত্ত এঁকে নেব। এরপর কাঁচি দিয়ে বৃত্ত তিনটিকে সুন্দর করে কেটে নেব।
🐦ধাপ ২🐦
এবার বড় দুটি বৃত্ত একসাথে সুন্দরভাবে ভাঁজ করে নেব। তারপর দুটি বৃত্তকে অর্ধেকের থেকে একটু কম নিয়ে সুন্দর ভাবে ভাঁজ করে নেব।
🐦ধাপ ৩🐦
এরপর যেখানে কম জায়গা রয়েছে সেখানে কাঁচি দিয়ে লম্বা অংশ কেটে নেব। আমি বাঁকা করে কেটে নিয়েছি। এরপর দুটো বৃত্ত আলাদা করে নেব।
🐦ধাপ ৪🐦
এবার কাঁচির সাহায্যে কাটা অংশের মাথায় সুন্দরভাবে ভাঁজ করে নেব। পাখির শরীরের পালক একটু বাঁকা সেজন্য আর এরকম করে নিলে দেখতেও সুন্দর লাগে।
🐦ধাপ ৫🐦
আমি প্রথমে যে ছোট গোল অংশ কেটে রেখেছিলাম সেই অংশের মধ্যে ঠোঁট ও চোখ লাগানোর জন্য একটি ছোট লাল কাগজ থেকে ঠোঁট আর সাদা কাগজ থেকে চোখ বানিয়ে নেব।
🐦ধাপ ৬🐦
এবার গাম দিয়ে বৃত্তের দু'পাশে চোখ ও ঠোঁট লাগিয়ে নেব। তারপর শুকানোর জন্য পাঁচ মিনিট রেখে দেব।
🐦ধাপ ৭🐦
এবার এই মাথা বড় একটি বৃত্তের মধ্যে গাম দিয়ে লাগিয়ে নেব। তাহলে আমাদের পাখির একপাশ হয়ে যাবে। এরপর শুকানোর জন্য পাঁচ মিনিট রেখে দেব।
🐦ধাপ ৮🐦
এবার আমি পাখির জন্য লেজ বানিয়ে নেব। তারজন্য একটি হলুদ কাগজ কেটে নেব। তারপর অল্প একটু জায়গা ফাঁকা রেখে লম্বা অংশ কেটে নেব। এরপর একটি অংশ উপরে আরেকটি অংশ নিচে বাঁকা করে নেব।
🐦ধাপ ৯🐦
এবার এই লেজ গাম দিয়ে পাখির পিছনে লাগিয়ে নেব। এরপর শুকানোর জন্য পাঁচ মিনিট রেখে দেব। এই অবস্থায়ও পাখি দেখতে খুবই ভালো লাগছে।
🐦শেষ ধাপ🐦
যে পাশে একটি পাখা লাগানো আছে তার বিপরীত পাশে আরেকটি পাখা গাম দিয়ে সুন্দর করে লাগিয়ে নেব। এরপর শুকানোর জন্য পাঁচ মিনিট রেখে দেব। তাহলে হয়ে যাবে আমাদের সুন্দর একটি পাখি।
আশা করি আপনাদের কাছে আমার পাখি বানানো ভালো লাগবে। আজকের মতো এখানেই আমার লেখা শেষ করছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোন ডাই নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন ,সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন এই দোয়া কামনা করি।
আমার পরিচয়
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।আমি ছবি আঁকতে, পড়তে,লিখতে ফটোগ্রাফি,রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি পাখি তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে এককথায় অসাধারণ। আর আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে এর একটা তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।
রঙিন কাগজ দিয়ে পাখি অসাধারণ দেখাচ্ছে।।
সত্যি আপনার বুদ্ধির তারিফ করতে হয়।।
কালার টা দারুণ ফুটেছে।।
শুভেচ্ছা রইল
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।
Twitter Link
https://twitter.com/tanjima_akter16/status/1488564681946009604?s=20&t=ICm7agJms08q3cHEbvdV6A
ওয়াও আপু আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে পাখি তৈরি করেছেন যা দেখে খুবই ভালো লাগলো আমার আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।
ওয়াও আপু খুব সুন্দর একটা পাখির আর্ট একেছেন। দেখতে একদম সত্যি কারের পাখির মতোই লাগছে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু। সব মিলিয়ে আপনার পাখির আর্টটি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।
রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর ভাবে পাখি তৈরি করেছেন।দেখতে খুব সুন্দর লাগছে তার সাথে ভীষণ মিষ্টি লাগছে।সব মিলিয়ে পুরো উপস্থাপনটা খুব সুন্দর ছিল।এবং কাগজ দিয়ে পাখি বানানোর প্রত্যেকটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করে দেখিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্যও শুভকামনা রইল।
ঠিকই বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে একটা জিনিস বানাতে আসলে ভালোই লাগে। আপনার বানানো পাখিটি খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে পাখিটা এখনই উড়াল দিবে দেখতে সেরকমই লাগছে। খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন পাখিটিকে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্যও শুভকামনা রইল।
খুবই সুন্দর হয়েছে আপনার রঙ্গিন কাগজ দিয়ে বানানো পাখিটি।খুব সুন্দর ভালো লাগছে দেখতে।মনে হচ্ছে যেন সত্যিকারের পাখি বসে আছে। আপনাকে ধন্যবাদ আপু এত সুন্দর পাখি তৈরির পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।
জনসাধারণ রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার একটি পাখি আমাদের মাঝে তৈরি করেছেন। হলুদ রঙের কাগজ ব্যবহার করার কারণে পাখিটি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্যও শুভকামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।