You are viewing a single comment's thread from:

RE: রেসিপিঃ মোগলাই পরোটা

in আমার বাংলা ব্লগlast month

আপু একদিন সবাই এই বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল আর একটু বৃষ্টি হলেই কত খুশি হতো। কিন্তু দেখেন আজ না চাইতেই সেই বৃষ্টি আমরা পেয়ে যাচ্ছি কিন্তু তাতে সবাই বিরক্ত বোধ করছে। তবে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। গ্ৰামে তো এমনেতেই তেমন কিছু পাওয়া যায় না, তার উপর যদি বৃষ্টি হয় তাহলে তো আরও পাওয়া যায় না। আপু আপনার বাবুর জন্য দোয়া রইল যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে। বাচ্চারা এমনেতেই খেতে চায় না তারপর যদি অসুস্থ থাকে তাহলে আরও খেতে চায় না। তবে যদি তাদের পছন্দের খাবার বানানো যায় তাহলে খুব ভালো হয়। আমার ছেলেও মুগলাই খেতে খুব পছন্দ করে কিন্তু কখনো বাসায় কখনও তৈরি করা হয়নি। আপনার কাছ থেকে মুগলাই বানানো শিখে নিলাম। একদিন অবশ্যই বাসায় তৈরি করবো। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

Sort:  
 last month 

একদম ঠিক বলেছেন এই বৃষ্টির জন্য কত অপেক্ষায় ছিলাম আর এখন বৃষ্টি হচ্ছে তাই বিরক্ত বোধ করছি। মনে যে কত কিছু চায় সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। যাই হোক ধন্যবাদ আপু সুন্দর একটা মন্তব্যের জন্য। অবশ্যই এভাবে বাসায় তৈরি করবেন মোগলাই পরোটা খেতে খুবই সুস্বাদু হয়।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.027
BTC 61119.19
ETH 2615.15
USDT 1.00
SBD 2.65