আপু আপনাদের দিকে বৃষ্টি হয়ে পরিবেশ এভাবে ঠান্ডা হয়েছে গিয়েছে জেনে সত্যি খুব ভালো লাগলো। কিন্তু ঢাকায় বৃষ্টি হলেও পরিবেশ এখনও উত্তপ্ত রয়েছে। তবে গ্ৰামে এই একটা সমস্যা একটু ঝড় হলেই গাছ পড়ে কারেন্টের তার ছিড়ে যায় আর দু- তিন দিন কারেন্ট আসার নাম থাকে না। এবার গ্ৰামে থেকে তা টের পেয়েছি। তবে আপু আইপিএস থেকেও লাভ নেই। এত দিন কারেন্ট না থাকলে তারও চার্জ শেষ হয়ে যায়। আপু এটা ঠিক বলেছেন আমরা এক জটিল চক্রের মধ্যে ঘুরপাক খাচ্ছি। নদীর পানি বাষ্পীভূত হয়ে আকাশে উঠে বৃষ্টি হয়ে পড়ে আবারও নদীতেই মিশে যায়। সত্যিই আল্লাহর এই সৃষ্টি কতই না সুন্দর। আমাদের এখানে গতকাল বৃষ্টি হয়েছে তবে আজ সন্ধ্যা থেকে মনে হচ্ছে একটু হলেও গরম কম লাগছে। এই অসময়ের বৃষ্টিতে না ভিজে ভালো করেছেন। নিজের তো ঠান্ডা লাগবেই সাথে বাচ্চারও লাগবে। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনার সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।