ঠিক বলেছেন আপু অরিগ্যামি তৈরিতে ভাঁজ সবচেয়ে বড় একটি বিষয়। ভাঁজ ঠিক মতো করতে না পারলে কাজটা একদমই নষ্ট হয়ে যায়। তাছাড়া লিখতে গেলে সেই ভাঁজ মনে রেখে লেখা আরও বেশি কঠিন। যাই হোক আপনি আজ রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি চেয়ারের অরিগ্যামি তৈরি করেছেন। আপনার এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে বানানো জিনিস সবসময়ই আমার কাছে ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি শেয়ার করার জন্য।
ঠিক তাই আপু ভাঁজের উপর নির্ভর করে অরিগ্যামি তৈরি। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।