আপু কিছুদিন আগে আমার ছেলের সাথে এমন ঘটনা ঘটে ছিল। সে হঠাৎ করে তেলাপোকা দেখে ভয় পেয়ে অনেক জোরে চিৎকার দিয়ে ওঠে আর ভয়ে কান্না যেন থামছেই না। তখন অনেক কষ্টে থামিয়েছি আর এরপর থেকে তেলাপোকা দেখলে খুব ভয় পায়। সেদিন রাতেও ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে। যাই হোক তনীর সাথে এটা করা বাচ্চাদের ঠিক হয়নি। যে যেসব জিনিসে ভয় পায় তাদের সেগুলো না দেখানোই ভালো। তনীর বাবাও শারীরিক ভাবে অসুস্থ জেনে সত্যি খুব খারাপ লাগলো। তনীর এরপর কি হলো খুব জানতে ইচ্ছে করছে।
কেন জানি সব বাচ্চারাই তেলাপোকা ও মাকড়সা দেখলে ভয় পায়।আমার মেয়েও প্রচন্ড রকমের ভয় পায়।আসলে ওই বাচ্চাটিও বুঝতে পারেনি এতো ভয়ংকর পরিস্থিতি হবে।তনী ভালো আছে এখন ওর হার্ড দূর্বল তাই এমন শরীর খারাপ হয়েছিল ভয়ে।