চায়ের সাথে গরম গরম মুচমুচে নিমকি খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে বিকালের নাস্তায় এই রেসিপি থাকলে খুবই ভালো হয়। সবসময় বাহির থেকে কিনে খেয়েছি কিন্তু এভাবে কখনো ঘরে তৈরি করা হয়নি। ঘরের খাবার সবসময়ই স্বাস্থ্যসম্মত হয়। আপনার কাছ থেকে আজ নিমকি বানানোর পদ্ধতি শিখে নিলাম কাজে আসবে। ধন্যবাদ এত মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
চায়ের সাথে যদি এরকম স্বাস্থ্যকর নিমকি পাওয়া যায় তাহলে তো আর কোন কথাই নেই। একবার বাসায় ট্রাই করে দেখবেন আপু খেতে ভালো লাগবে।