আপু গরীবের ঘরেই মেধাবী ছাত্রের খুঁজ মিলে এটাই সত্যি। কারণ তারা কষ্ট কি বুঝতে পারে তারজন্য নিজের চেষ্টাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু আমাদের মতো যাদের অবস্থা ভালো তারা একটু অলস প্রকৃতির থাকে। সবসময় দেখবেন যারা বিসিএস ক্যাডার হয় তাদের মধ্যে প্রায় ছাত্ররা গরীব বাবার সন্তান। যাই হোক আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আপনার সেই বন্ধু তার বাবার কষ্টের মূল্য বুঝতে পেরেছে বলেই সে গরীব হয়েও এত দূর আসতে পেরেছে।
ধন্যবাদ আপু।