নরমাল মেহেদীর ডিজাইন || ১০% প্রিয় লাজুক খ্যাঁককে।
আসসালামু আলাইকুম
প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আজ আমি আপনাদের সাথে একদম নরমাল একটি মেহেদির ডিজাইন নিয়ে চলে আসলাম। আমার কাছে এই ডিজাইন হাতে এবং খাতায় দুই জায়গায়ই দেখতে ভালো লাগে। আমাদের অনেক সময় মেহেদি দিতে খুব ইচ্ছে হয়।কিন্তু সুন্দর ডিজাইন করে মেহেদী দিতে অনেক সময় লাগে বলে আর দেওয়া হয়না। আপনাদের কথা চিন্তা করে আজ আমি এই সুন্দর একটি নরমাল মেহেদির ডিজাইন নিয়ে আসলাম। এই ডিজাইন হাতে দিতে যেমন সময় কম লাগবে তেমনি দেখতেও খুব সুন্দর লাগবে। আপনারা যেকোনো সময় বসে খুব অল্প সময়ে এই সুন্দর ডিজাইন করে শেষ করতে পারবেন। আপনারা কষ্ট হলেও একবার আমার এই ডিজাইন একবার হাতে পরে দেখবেন আশা করি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই ডিজাইন তৈরির ধাপসমূহ।
প্রয়োজনীয় উপকরণ
★ আর্ট পেপার
★ কালো কলম
মেহেদির ডিজাইনের ধাপসমূহ
১ম ধাপ
প্রথমে আমি সুন্দর ভাবে একটি ছোট্ট ফুল এঁকে নেব।
২য় ধাপ
এরপর সেই ফুলের উপরে বড় বড় পাপড়ি একে দেব এবং পাপড়ির মাথাগুলো একটু মোটা করে নেব।
৩য় ধাপ
এখন এই ফুলের উপরে ময়ূরের মতো ডিজাইন করে নেব এবং এর ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন করে নেব।
৪র্থ ধাপ
এরপর এই ময়ূরের ডিজাইনের একপাশে গোল গোল ছোট বল এঁকে নেব। তারপর এই বলের উপরে সুন্দর ভাবে ফুলের পাপড়ি এঁকে নেব।
৫ম ধাপ
এখন এই ডিজাইনের মাথায় আবারও প্রথমের ফুলের মতো সুন্দর একটি ফুল এঁকে নেব।
৬ষ্ঠ ধাপ
এরপর সেই ফুলের মাথায় ময়ূরের পাখার মতো ছোট করে ডিজাইন করে নেব এবং তার উপরে বাঁকানো কিছু লতা দিয়ে দেব। এরপর পাশে ছোট ছোট ফোটা দিয়ে দেব। তাহলে উপরের ডিজাইন শেষ হয়ে যাবে।
শেষ ধাপ
এখন সবশেষে নিচের দিকে লতার মতো ডিজাইন করে নেব। এরপর সবগুলো ফাঁকা জায়গায় ফোঁটা ফোঁটা দিয়ে দেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের সুন্দর ও নরমাল মেহেদির ডিজাইন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপু আপনি অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটি মেহেদি ডিজাইন করেছেন। মেহেদী ডিজাইন দেখতে যেমন ভালো লাগে মেহেদি হাতে দিতেও খুব ভালো লাগে। আপনার মেহেদি ডিজাইন হাতে পড়লে আরো অনেক সুন্দর লাগবে। অনেক ধন্যবাদ আপনাদের মাঝে সুন্দর মেহেদী ডিজাইন টি শেয়ার করার জন্য।
আপু অল্প সময়ের মধ্যে এই ডিজাইন হাতে পরতে পারবেন। আপু তাহলে একবার হাতে দিয়ে দেখবেন। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
ওয়াও অসাধারন মেহেদী আর্ট আপনার নরমাল মেহেদীর ডিজাইন নরমাল হলেও মেয়েদের ডিজাইন আর্ট দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক দক্ষতার সহিত তৈরি করেছেন প্রতিটি ধাপ অসাধারণ ছিল ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাইয়া আপনার কাছে আমার এই ডিজাইন ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ জানাই। খুব সুন্দর মন্তব্য করেছেন।
নরমাল হোক আর কঠিন হোক করতে পারলে সবকিছুই অনেক সহজ মনে হয়। ঠিক তেমনি ভাবে আপনার তৈরি করা মেহেদি ডিজাইন টি দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করে পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
এটা ঠিক বলেছেন ভাইয়া আঁকতে পারলে সবাই সহজ লাগে। সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
আপু আপনি যেহেতু বলেছেন তাহলে একদিন অবশ্যই হাতের মধ্যে পরবো। এরকম সিম্পল মেহেদির ডিজাইন হাতের মধ্যে দিতে আমার অনেক ভালো লাগে। আপনি ধাপগুলো অনেক সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা করেছেন। ভীষণ চমৎকার হয়েছে উপস্থাপনাটি। এভাবে এগিয়ে যান। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আপু একবার দিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে। সিম্পল মেহেদীর ডিজাইন দিতে আমার কাছেও ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
সত্যি আপু আপনার মেহেদী ডিজাইন টা চমৎকার হয়েছে। আসলে আপনার মতো এমন সুন্দর করে মেহেদী দিতে পারি না। তাই আপনার ডিজাইন দেখে শিখে নিলাম। অবশ্যই একদিন হাতে পড়ব।ধন্যবাদ আপুএতো সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু চেষ্টা করলে সবাই পারা যায়। আমিও আগে পারিনি কিন্তু দিতে দিতে এখন শিখা হয়ে গিয়েছে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপু ডিজাইনটি নরমাল হলেও হাতে পড়লে বেশ ভালো লাগবে। নরমাল ডিজাইন হাতে পড়লে বেশ সুন্দর দেখায়। পেন্সিল দিয়ে এই ধরনের আর্ট করতে আমার অনেক ভালো লাগে। বাস্তবে মেহেদী দিতে আমার অনেক সময় লেগে যায়। আজকের মেহেদি ডিজাইন আর্ট টা চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত।