🎂প্রিয় তানুজা বৌদির জন্মদিনে কেক উপহার🎂 | ১০% প্রিয় লাজুক-খ্যাক🦊এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago
❤️শুভ জন্মদিন প্রিয় @tanuja বৌদি। আপনাকে হাজারো ফুলের অনেক অনেক শুভেচ্ছা জানাই।

IMG20220116164437.jpg


আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আজ হঠাৎ করে জানলাম যে আমাদের সকলের প্রিয় @tanuja বৌদির শুভ জন্মদিন তখন আর ঠিক থাকতে পারলাম না। তখন থেকেই ভাবতে শুরু করলাম কি করা যায় আমাদের প্রিয় বৌদির জন্য। তখন মনে হলো বৌদি কাছে থাকলে তো কেক বানিয়ে নিয়ে যেতাম তাই আর বিলম্ব না করে রঙিন কাগজ দিয়েই বৌদির জন্য কেক বানিয়ে নিলাম। বৌদিকে যদি খাওয়াতেই না পারি তাহলে বাস্তবের কেক বানিয়ে লাভ কি এজন্য কাগজের কেক বানিয়ে নিলাম। কেক বানানোর সময় বৌদির কথা ভাবতে ভাবতে একটা কবিতা বানিয়ে ফেললাম। আশা করি বৌদি জন্য আমার লেখা কবিতা আপনাদের সবার ভালো লাগবে।



🎂 বৌদি তোমার জন্য লেখা আমার ছোট্ট একটা কবিতা🎂

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81bmueRMrn6QXdpP61mBb5BQcrzLjEBB1Xh9z5EktdKJYo8uQ31EVyUydHNrCrP89rs1ngUfmY5ttUFR1RfxxW2Y1nBH7k.jpeg
Source


বৌদি তোমাকে দিয়ে আমার বাংলা ব্লগের
সবার জীবনে নেমে আসুক আলো
বৌদি তুমি আমাদের আশার আলো
তোমার জীবন হোক সবচেয়ে ভালো
আগামী দিনগুলো যেন তোমার জীবনের
সেরা দিন হয়ে ওঠে এই দোয়া কামনা করি।



🎂কেক বানাতে যা যা প্রয়োজন🎂

IMG20220116131932.jpg


১. রঙিন কাগজ

২. পেন্সিল

৩. কম্পাস

৪. স্কেল

৫. কাঁচি

৬. গাম


🎂 প্রিয় বৌদির জন্য জন্মদিনের কেক বানানোর ধাপসমূহ 🎂

🎂 ১ম ধাপ🎂


IMG20220116135508.jpg


প্রথমে তিনটা রঙিন কাগজ নিলাম। এবার কাগজ গুলোকে কম্পাস দিয়ে মেপে সুন্দরভাবে গোল করে কেটে নিলাম।



🎂 ২য় ধাপ🎂


IMG20220116140746.jpg


এবার একটি গোল অংশ নেব এবং একই কালারের একটি কাগজের অর্ধৈক অংশ কেটে নেব। তারপর এক সেন্টিমিটার সমান করে দাগ টেনে নেব। এবার এই দাগ বরাবর সম্পূর্ণ অংশ কেটে নেব।



🎂 ৩য় ধাপ🎂


IMG20220116141451.jpg


IMG20220116150155.jpg


এখন কেটে নেওয়া গোল অংশের মধ্যে লম্বা করে কাটা অংশ গাম দিয়ে লাগিয়ে নেব। এভাবে করে সবগুলো গোল অংশ লাগিয়ে নেব।



🎂 ৪র্থ ধাপ🎂


IMG20220116154532.jpg


IMG20220116154956.jpg


এবার বড়টার ভিতরে ছোটটা দিয়ে দেবো। এভাবে করে তিনটা বক্স বানিয়ে নেব। তারপর গাম দিয়ে একটার উপরে একটা লাগিয়ে নেব।



🎂 ৫ম ধাপ🎂


IMG20220116155159.jpg


এখন আমি একটি ট্রে বানিয়ে কেক তার উপর রেখে দেব।



🎂 ৬ষ্ঠ ধাপ🎂


IMG20220116155254.jpg


IMG20220116162938.jpg


এখন আমি কেকের উপর কিছু ফুল বানিয়ে দেবো। তারজন্য তিন কালারের পেস নিলাম। এবার এগুলো থেকে। কয়েকটি গোল গোল অংশ কেটে নেব। তারপর ফুল বানিয়ে গাম দিয়ে কেক এর মধ্যে লাগিয়ে নেব।



🎂 শেষ ধাপ🎂


IMG20220116164217.jpg


এবার একটা সাদা কাগজের মধ্যে কিছু লেখা লিখে কেক এর মধ্যে গাম দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নেব।



IMG20220116165152_01.jpg


অবশেষে হয়ে গেল আমাদের প্রিয় তানুজা বৌদির জন্য কেক বানানো। বৌদি তোমাকে কেক খাওয়াতে অনেক ইচ্ছা করছিল কিন্তু কি আর করার খাওয়াতে তো পারলাম না এজন্য উপহার হিসেবে পাঠিয়ে দিলাম। বৌদি তোমার জন্য অনেক শুভকামনা রইল। আগামী দিনগুলো যেন আরো সুন্দর ও অনেক অনেক ভালো যায় এই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করলাম। সবাই অনেক ভালো থাকবেন।



ধন্যবাদ
@tanjima


EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKjwZbPAMBasfs2MV73QCqFuAt1sApAaP6PiH9RwQkXEF8TyaiXiZZ9U5bxdmd...TFsE6jv9VziAydZJDnHhTRwR8oymmuksM7BuvbBrkaD4QN8GxBNEaH6fm18BqBPKHYq8wPkPZHzH2as97CweyF5V769rsPLKDuJuvbbsog7JKZnjAUWz5FDxp6 (1).png

Sort:  
 3 years ago 

খুবই অসাধারণ একটি জন্মদিনের কেক বানিয়েছেন রঙ্গিন কাগজ দিয়ে তনুজা বৌদির জন্মদিন উপলক্ষে। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার তৈরীকৃত জন্মদিনের গিফটা। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্টের জন্য। আপনার জন্য সবসময় শুভেচ্ছা রইল।

 3 years ago 

বাহ! বৌদির জন্মদিন উপলক্ষে খুবই দক্ষতার সহিত একটা পেপার কেক তৈরী করছেন,এক কথায় অসাধারণ হয়েছে।আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার বানানো কেক এর ডাই টি খুব সুন্দর হয়েছে। আর বৌদির জন্য বানিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। সুন্দর করে বিবরণ দিয়েছেন তাই দেখতেও সুন্দর লাগতেছে। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামতের জন্য। আসলে আমরা সবসময় চেষ্টা করি বৌদির জন্য কিছু বানাতে, যেহেতু সেই সময়টা আজকে চলে আসছে তাই বানিয়ে নিলাম। আপনার জন্যও অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

➡️ জন্মদিন উপলক্ষে আপনি খুব সুন্দর করে একটি বার্থডে কেক তৈরি করেছেন। এটি দেখতে সত্যি কারের কেকের মতো দেখাচ্ছে। ভার্চুয়াল জগতে এটি সত্যি কারের একটি কেক। সবাই নিজ দায়িত্বে খেয়ে। শুভকামনা রইল আপনার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত খুব অসাধারণ ভাবে উপস্থাপন। আপনার উপস্থাপনা এটা আমার খুবই ভালো লেগেছে
 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সবসময় পাশে থাকার জন্য। আপনার জন্য সবসময় শুভেচ্ছা রইল।

 3 years ago 

ওয়াও অসাধারন একটি রঙিন কাগজের কেক তৈরি করেছেন। সত্যিই অসম্ভব সুন্দর হয়েছে আপু আপনার তৈরি রঙিন কাগজের কেক। বৌদি দেখে অবশ্যই খুব খুশি হবে। বোঝা যাচ্ছে অনেক সময় এবং ধৈর্য নিয়ে কাজটি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি রঙ্গিন কাগজের তৈরি কেক বানানো আমাদের সাথে শেয়ার করার জন্য। এক জন্য শুভকামনা রইল।

 3 years ago 

এত সুন্দর একটা মতামত দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। আপনার জন্যও অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

বৌদির জন্মদিন উপলক্ষে অসাধারণ একটি কেক তৈরি করেছেন। অনেক সুন্দর ভাবে আপনি বৌদির জন্মদিন উপলক্ষে আয়োজন করেছেন। দেখতে একেবারে অনেক বড় একটি তিনতলা কেকের মতো মনে হচ্ছে। মনে হয় আপনার উপহার বৌদি অনেক পছন্দ করবে। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু। দোয়া করবেন সামনে যেন আপনাদের সবার মাঝে আরও ভালো কিছু শেয়ার করতে পারি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68168.17
ETH 3256.43
USDT 1.00
SBD 2.67