ইলুউশন থ্রিডি আর্ট। ১০℅ প্রিয় লাজুক খ্যাঁককে
আসসালামু আলাইকুম/নমস্কার
আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি ।
আমি কয়েকদিন ধরে এই আর্ট করার অনেক চেষ্টা করছিলাম কিন্তু এই আর্ট করতেই পারছিলাম না। এই আর্ট করতে গিয়ে আমি একটা কথা বুঝেছি কোনো কাজ যদি মন দিয়ে ও ভালোবেসে করি তাহলে খুব সহজেই হয়ে যায়। কিন্তু যখন কাজে মন না থাকে তখন সেই কাজ যত সহজই হোক না কেন করা যায় না। আমার ক্ষেত্রেও তাই হয়েছে কয়েকদিন চেষ্টার পরও যেই আর্ট করতে পারিনি আজ মন ভালো থাকার জন্য অল্প সময়েই তা শেষ হয়ে গেল।
তবে একটা কথা মানতে হবে অন্য সব আর্ট থেকে আমার কাছে এই আর্টগুলো দেখতে অনেক ভালো লাগে। কিন্তু এই আর্টগুলো করাটা অনেক কঠিন। যদি মাপগুলো ঠিক না হয় তাহলে এই আর্ট নষ্ট হয়ে যাবে আবার দাগ গুলো অনেক সাবধানে মনোযোগ সহকারে করতে হয়। আমার এই আর্ট আপনাদের কেমন জাগবে জানিনা। তবে চেষ্টা করেছি সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে। তাহলে চলুন দেখে নেই সেই ইলুউশন থ্রিডি আর্টের ধাপসমূহ।
𒆜প্রয়োজনীয় উপকরণ𒆜
★ সাদা পেপার
★ নীল সাইনপেন
★ স্কেল
★ কম্পাস
★ পেন্সিল
𒆜১ম ধাপ𒆜
প্রথমে আমি সাদা আর্ট পেপার নেব। এরপর সেই আর্ট পেপারের মধ্যে কম্পাসের সাহায্যে সুন্দর ভাবে ৩ সে.মি. ত্রিভূজ এঁকে নেব।
𒆜২য় ধাপ𒆜
এবার ৫সে.মি. নিয়ে কম্পাসের সাহায্যে ত্রিভুজের তিন পাশে দাগ কেটে নেব। এরপর আরও তিনটি ত্রিভূজ এঁকে নেব।
𒆜৩য় ধাপ𒆜
এরপর আবারও ৩সে.মি. মাপ নিয়ে সেই ত্রিভূজের চারপাশে দাগ কেটে নেব। এবার স্কেল ধরে আবারও ত্রিভূজ এঁকে নেব।
𒆜৪র্থ ধাপ𒆜
একই মাপ নিয়ে আবারও ত্রিভূজ এঁকে নেব।
𒆜৫ম ধাপ𒆜
এখন ফাঁকা জায়গায় একই মাপ নিয়ে আবারও ত্রিভূজ এঁকে নেব।
𒆜৬ষ্ঠ ধাপ𒆜
এবার আমি একটি ঘর এঁকে দেখিয়ে দিলাম। আমার কাছে দাগ দেওয়ার সময় খুব ভালো লেগেছিল।
𒆜৭ম ধাপ𒆜
এখন আমি আবার অর্ধেক অংশ এঁকে দেখিয়ে দিলাম। সবগুলো ঘর মনোযোগ সহকারে দাগ দিতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল।
𒆜শেষ ধাপ𒆜
এভাবেই আমি সবগুলো ঘরে সুন্দর ভাবে দাগ টেনে নিয়েছি। প্রথমে মনে করেছিলাম হয়তো দাগগুলো ঠিক মতো দিতে পারবো না।কিন্তু পরে ভাবলাম মানুষ চেষ্টা করলে সব পারে তারজন্য হাল ছাড়িনি। অনেক চেষ্টার পর অবশেষে হয়ে গেল আমার আজকের ইলুউশন থ্রিডি আর্ট। আমি আজকের এই আর্ট নীল কালার সাইনপেন দিয়ে করাতে দেখতে খুব সুন্দর দেখাচ্ছে।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
এরকম আর্ট আমি কখনো করিনি তাই বলতেও পারবোনা এটা সহজ না কঠিন। তবে দেখতে বেশ ভালই লাগছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটা ইলিউশন থ্রিডি আর্ট শেয়ার করার জন্য
ভাইয়া একবার করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এই আর্ট গুলো সহজ না কঠিন। আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি ঠিকই বলেছেন, কোন কাজ যদি মন দিয়ে ও ভালবেসে করি তাহলে খুব সহজেই হয়ে যায়। যখন কাজে মন না থাকে তখন সেই কাজ যত সহজই হোক না কেন করা যায় না। অনেক সুন্দর একটি চিত্রাংকন আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার চিত্রাংকন টি দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেলাম আপু। এটা দেখে মনে হচ্ছে এটা করতে অনেক সময়ের প্রয়োজন হয়েছে আপনার। খুব নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু যত কঠিন কাজই হোক না কেন ভালোবেসে করলে সব কাজ সহজ লাগে আর কাজে যদি মন না থাকে তাহলে সহজ কাজও কঠিন লাগে। আপনার মন্তব্য পড়ে সত্যি অনেক ভালো লেগেছে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
ওয়াও! আপু খুবই চমৎকার একটি ইল্যুশন থ্রিডি আর্ট আপনি আজকে অংকন করেছেন দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আমি যতক্ষণ তাকিয়ে থাকছি ততক্ষণ আমার চোখে কেমন জানি ঝাপসা হচ্ছে আসলে এ ধরনের আটগুলো এমনই হয়। আমার কাছেও এই আর্ট গুলো অনেক ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য
হ্যাঁ ভাইয়া এই আর্টের দিকে তাকিয়ে থাকলে কেমন যেন চোখ ঝাপসা হয়ে যায়। আমার কাছে এই আর্ট দেখতে খুব ভালো লাগে। গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া আমার এই আর্ট সম্পূর্ণ করতে প্রায় দুই থেকে তিন ঘণ্টা সময় লেগে গিয়েছিল কারণ এর দাগ গুলো মনোযোগ সহকারে দিতে না পারলে আর্ট নষ্ট হয়ে যায়। আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।
হা আপু এই আর্টটি যে একটু সময় নিয়ে আঁকা হয়েছে তা দেখেই বোঝা গিয়েছিল।বেশি সময় লাগার কারনে আপনার আর্টটি ও দেখতে সুন্দর লাগছিল।অসংখ্য ধন্যবাদ আপু,এত সুন্দর করে আমার মন্তব্যের ফিডব্যাক দেওয়ার জন্য।
ইলুউশন আর্ট গুলো করা খুবই ঝামেলার কাজ। আমি কয়েকদিন আগে একটি করেছিলাম তবে এখনো শেয়ার করিনি। এগুলো খুব ধৈর্য নিয়ে মনোযোগ সহকারে করতে হয়। আপনার ড্রইং টি দারুন হয়েছে আপু। খুব নিখুঁত ভাবে করেছেন আপনি। কালার পেন দিয়ে করার কারণে আরো বেশি ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে।
আপু আমার কাছে মনে হয় সবচেয়ে কঠিন যদি কোন আর্ট হয় তাহলে এই ইলুউশন আর্ট। আমার এই আর্ট করতে অনেক সময় লেগেছিল। আপনার আর্ট দেখার অপেক্ষায় রইলাম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।