DIY- (এসো নিজে করি) 🌷রঙিন কাগজ দিয়ে পদ্মফুল🌷 | ১০% প্রিয় লাজুক-খ্যাক🦊এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগ এর সকল সদস্যদের জানাই আমার সালাম আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি আপনাদের কাছে আবারো নতুন আরও একটি ডাই নিয়ে এসেছি। আজ আমি আপনাদের জন্য রঙ্গিন কাগজ দিয়ে পদ্মফুল কিভাবে বানাতে হয় তা দেখাবো। আজকের পদ্মফুল দেখে আপনাদের মনে হবে এটা বাস্তবের ফুল। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে পদ্মফুল বানানো যায়। পদ্মফুল আমরা সবাই অনেক পছন্দ করি সেটি বাস্তবে হোক বা বানানোর হক। এভাবে বিভিন্ন ধরনের ফুল বানিয়ে আমরা ঘরের সৌন্দর্য বাড়াতে পারি। আমার আজকের ডাই আপনাদের ভালো লাগবে কিনা জানিনা তবে যতটুকু পারি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি।


IMG20220115181304.jpg



🌷 পদ্মফুল বানাতে যা যা লাগবে 🌷


IMG20220115164253.jpg



১. রঙিন কাগজ

২. পেন্সিল

৩. গাম

৪. স্কেল

৫. কাঁচি




🌷পদ্মফুল বানানোর ধাপসমূহ 🌷


🌷প্রথম ধাপ 🌷


IMG20220115165827.jpg


প্রথমে আমি দুটি রঙিন কাগজ নিলাম‌। এবার এই কাগজকে সুন্দর করে চার ভাঁজ করে নেব। এবার ভাঁজ বরাবর কাঁচির সাহায্যে সুন্দর করে কেটে নেব। এভাবে দুটো কাগজ থেকে আট পিস অংশ কেটে নিলাম।



🌷 দ্বিতীয় ধাপ 🌷


IMG20220115171203.jpg


এবার প্রতিটা পিসকে তিন কোনা করে দুইবার ভাঁজ করে নেব। তারপর পেন্সিল দিয়ে একটি ফুলের আকৃতি দেব। তারপর সেই দাগ বরাবর কেটে নেব। এভাবে করে সবগুলো ফুল বানিয়ে নেব।



🌷তৃতীয় ধাপ 🌷


IMG20220115172952.jpg


এখন প্রতিটা ফুলকে গাম দিয়ে সুন্দর করে একটার উপরে একটা লাগিয়ে নেব। তাহলে আমাদের প্রায় অর্ধেক অংশ হয়ে যাবে। সবগুলো ফুল একসাথে লাগানোর পর খুব সুন্দর লাগছে।




🌷চতুর্থ ধাপ 🌷


IMG20220115173557.jpg


IMG20220115173808.jpg


এবার আমি ফুলের নিচে একটি টিয়া কালার ফুল দেব। তারজন্য টিয়া কালার রঙিন কাগজ থেকে অর্ধেক অংশ কেটে নেব। তাপর সেটাকেও অর্ধেক করে নেব। এবার চারপাশ সমান‌ করে নেব। তারপর একটি ফুল বানিয়ে নেব। এবার এই ফুলকে আগে যে গাম দিয়ে ফুল গুলো লাগিয়ে রেখেছিলাম তার নিচে গাম দিয়ে সুন্দর করে লাগিয়ে নেব।



🌷পঞ্চম ধাপ 🌷


IMG20220115174159.jpg


IMG20220115174438.jpg


এবার আমি ফুলের মাঝখানে একটি কলি দেব। তারজন্য একটি লম্বা হলুদ অংশ নিলাম। তারপর এক পাশে চিকন করে লম্বা লম্বা অংশ কেটে নেব। এবার সম্পূর্ণ অংশ গাম দিয়ে লাগিয়ে নেব।



🌷 ষষ্ঠ ধাপ 🌷


IMG20220115174832.jpg


এবার এই কলি হাত দিয়ে একটু ছড়িয়ে ফুলের মাঝখানে গাম দিয়ে লাগিয়ে নেব। তাহলে আমাদের ফুলের তিন ভাগের দুই ভাগ হয়ে যাবে।



🌷সপ্তম ধাপ 🌷


IMG20220115175818.jpg


IMG_20220115_202735.jpg


এখন আমি পদ্মফুলের পাতা বানাবো। তারজন্য একটি টিয়া কালার কাগজ নেব। তারপর সমানভাবে দুই ভাগ করে নেব। এবার দুই অংশকে পাখার মতো করে ভাঁজ করে নেব। তারপর এই দুই অংশকে গাম দিয়ে সুন্দর করে একসাথে লাগিয়ে নেব। তাহলেই আমাদের পদ্মফুলের পাতা হয়ে যাবে।



🌷 শেষ ধাপ 🌷


IMG-20220115-WA0012.jpg


এবার আমি এই পাতাকে গাম দিয়ে সুন্দর করে ফুলের নিচে লাগিয়ে নেব। তারপর একটু সময় শুকানোর জন্য রেখে দেব।



IMG-20220115-WA0009.jpg


অবশেষে অনেক অপেক্ষার পর হয়ে গেল আমাদের আজকের রঙিন কাগজ দিয়ে পদ্মফুল। এটি বানানোর পর দেখেতে এতটাই সুন্দর লাগছিল যে আমিই মুগ্ধ হয়ে গেলাম। তখন ভাবলাম আমি রঙিন কাগজ দিয়ে এত সুন্দর করে পদ্মফুল বানাতে পারি। আশা করি আমার এই ডাই আপনাদের খুব ভালো লাগবে আজ এ পর্যন্তই।



ধন্যবাদ সবাইকে
@tanjima


EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKjwZbPAMBasfs2MV73QCqFuAt1sApAaP6PiH9RwQkXEF8TyaiXiZZ9U5bxdmd...TFsE6jv9VziAydZJDnHhTRwR8oymmuksM7BuvbBrkaD4QN8GxBNEaH6fm18BqBPKHYq8wPkPZHzH2as97CweyF5V769rsPLKDuJuvbbsog7JKZnjAUWz5FDxp6 (1).png

Sort:  
 3 years ago 

বাহ আপু অনেক সুন্দর হয়েছে আপনার বানানো পদ্মফুলটি। অনেক সুন্দর লাগছে দেখতে। এটা ঘরে সাজিয়ে রাখলে দারুন লাগবে। ধন্যবাদ আপু এতো সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেয়ার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। ঠিক বলেছেন এটি ঘরে সাজিয়ে রাখলে অনেক সুন্দর লাগবে।

 3 years ago 

ইতিমধ্যে আমার Twitter শেয়ার করেছি।
https://twitter.com/TanjimaAkter13/status/1482381130657837060?s=20

আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি পদ্মফুল বানিয়েছেন। এবং পদ্ম ফুল বানানোর কলাকৌশলগুলো ধাপে ধাপে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এবং আগামীর জন্য শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্যও শুভকামনা রইল।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই চমৎকার একটি পদ্ম ফুল তৈরি করেছেন ।যেটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।প্রতিটি ধাপ দারুন ভাবে উপস্থাপন করেছেন যা দেখে খুব সহজেই আপনার পদ্ম ফুল বানানোর পদ্ধতি বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পদ্মফুল আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি পদ্মফুল তৈরি করেছেন।।
দেখতে খুব সুন্দর দেখাচ্ছে।।
কালার কম্বিনেশন টা দারুণ হয়েছে।।
ধাপগুলি সুন্দর করে উপস্থাপন করেছেন।।
শুভকামনা রইল।।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সবসময় কমেন্ট করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57983.67
ETH 2465.71
USDT 1.00
SBD 2.41