বর্গক্ষেত্র এবং বৃত্তের প্যাটার্ন আর্ট। ১০% লাজুক খ্যাঁককে।
আসসালামু আলাইকুম
প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আজ আবারো চলে আসলাম নতুন ও ইউনিক আরেকটি পোস্ট নিয়ে। আমার কাছে এই আর্ট করে অনেক ভালো লেগেছে। অনেক দিন পর আর্ট করে ভালো লাগলো। আজ আমি আপনাদের সাথে বর্গক্ষেত্র এবং বৃত্তের প্যাটার্ন আর্ট শেয়ার করতে চলে আসল। এই প্রথমবার এমন আর্ট করে খুব ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও আমার এই আর্ট অনেক ভালো লাগবে। তাহলে চলুন ধাপগুলো দেখা যাক।
𒆜প্রয়োজনীয় উপকরণ𒆜
★ আর্ট পেপার
★ সাইনপেন
★ পেন্সিল
★ রাবার
★ কম্পাস
★ স্কেল
𒆜আর্টের ধাপসমূহ𒆜
𒆜১ম ধাপ𒆜
প্রথমে আমি কম্পাসের সাহায্যে একটি গোল বৃত্ত এঁকে নেব। এবার মাঝখান বরাবর দাগ টেনে নেব।
𒆜২য় ধাপ𒆜
এবার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দু'পাশে দাগ কেটে নেব। এবার স্কেল ধরে দাগ টেনে নেব। এখন অর্ধেক অংশের মাপ নিয়ে চারপাশে দাগ কেটে নেব।
𒆜৩য় ধাপ𒆜
এবার প্রতিটি বিন্দু বরাবর দাগ টেনে নেব। এখন কালো কলম দিয়ে দাগগুলো গাঢ় করে নেব।
𒆜৪র্থ ধাপ𒆜
এবার মাঝখানে কম্পাস ধরে ৫ সে.মি. একটি বৃত্ত এঁকে নেব। এরপর আবার ৩ সে.মি. আরও একটি বৃত্ত এঁকে নেব।
𒆜৫ম ধাপ𒆜
এখন স্কেল ধরে দাগ টেনে নেব।
𒆜৬ষ্ঠ ধাপ𒆜
এবার বড় ঘরগুলো প্রথমে হলুদ কালার করে নেব।
𒆜৭ম ধাপ𒆜
এরপর বাকি ঘরগুলো কালো কালার করে নিয়েছে।
𒆜৮ম ধাপ𒆜
এবার বড় বৃত্ত কালার করে নেব। তারজন্য প্রথমে আমি হলুদ কালার করে নিলাম। এবার বাকিঘর গুলো কালো কালার করে নেব।
𒆜শেষ ধাপ𒆜
সবশেষে ছোট বৃত্ত একই ভাবে হলুদ ও কালো কালার করে নেব। তাহলে হয়ে যাবে বর্গক্ষেত্র এবং বৃত্তের প্যাটার্ন আর্ট। আমার কাছে কালার করার পর দেখতে খুবই সুন্দর লেগেছে।
এবার আর্টের নিচে আমার সাইন দিয়ে দেব। এই ধরনের আর্ট আমি প্রথমবার করেছি। এই আর্ট সম্পূর্ণ করার পর আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো আর্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আসলে আর্টের ক্ষেত্রে একবার মজা পেয়ে গেলে সে আর্ট গুলি করতে ভীষণ ভালো লাগে। অনেকদিন পর আর্ট করে আপনার কাছে আর্ট টি করতে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আসলেই আপনার আর্টটি বেশ চমৎকার হয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে ।প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। ভালো ছিল ।ধন্যবাদ।
আপু আপনাদের কাছ থেকে এত সুন্দর প্রশংসা শুনলে নতুন আর্ট করার উৎসাহ পাই। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
ভাইয়া আপনার কাছ থেকে উৎসাহ মূলক মন্তব্য পেয়ে খুব খুশি হলাম। গঠনমূলক মতামতের জন্য ধন্যবাদ।
আপু আপনি বরাবরই খুব সুন্দর আর্ট করেন। আজও খুব সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন খুব ভাল হয়েছে।আপনি চতুর্ভজ এর ভেতর বৃত্ত এঁকে খুব সুন্দর একটি ডিজাইন করে দেখালেন অনেক সুন্দর হয়েছে আপু।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু। অনেক অভিনন্দন আপানাকে।
আপু আপনাদের ভালো লাগার জন্যই আর্টগুলো এত সুন্দর হয়ে ওঠে। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
এই ধরনের ড্রইং আমার কাছে গোলকধাঁধার মত লাগে তবে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন, আপনার জন্য শুভকামনা রইল...
আপু এই ধরনের আর্ট দেখতে গোলকধাঁধার মতোই। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
এ ধরনের আর্ট আমার কেমন যেন চোখে ধাধার মতো লাগে। আপনার আকা বর্গক্ষেত্রের মধ্যে বৃত্তের আর্টি বেশ সুন্দর হয়েছে। ধাপগুলোও ভাল্ভাবে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
আপু এই আর্ট গুলো চোখ ধাঁধানোর মতোই তারজন্য এত সুন্দর লাগে।ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
অনেক সুন্দর একটি চিত্রাংকন আমাদের সাথে শেয়ার করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
আপু খুব সুন্দর মন্তব্য করেছেন। আপনার সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ।