🏵️রঙিন কাগজের নকশার ডিজাইন🏵️১০% লাজুক খ্যাঁককে
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুল্লিলাহ আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি।
আবারও চলে আসলাম ইউনিক পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সাথে রঙিন কাগজের নকশার ডিজাইন নিয়ে আসলাম। আজ বিকাল বেলা আর্ট করার জন্য খাতা কলম নিয়ে বসেছিলাম। কিন্তু আমার ছেলে এটাই বিরক্ত শুরু করলো আর্ট না করেই ওঠে পড়লাম। আমার হাতে কাগজ দেখলেই বিমান বানিয়ে দেওয়ার জন্য বায়না শুরু করে। ওর বিমান খুব পছন্দ তার জন্য খেলনা কিনতে গেলে শুধু বিমান কিনে। যাই হোক কাজের কথায় আসি ছেলেকে বিমান বানিয়ে দিলাম তারপর নিজেও একটা সাদা পেপার নিয়েছি। এরপর সাদা পেপার সুন্দর ভাবে ভাঁজ করে আমার মনের কল্পনা থেকে একটি ডিজাইন এঁকে নিলাম। এরপর কাঁচি দিয়ে কেটে যখন খোললাম দেখতে পেলাম খুব সুন্দর একটি নকশার ডিজাইন হয়েছে।
![CamScanner 10-25-2022 15.36.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmYChQpBpBGvakeQWFVaYaFnfZmcZAewrtdWAurf3WCu4L/CamScanner%2010-25-2022%2015.36.jpg)
আমার কাছে খুব ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবো। কিন্তু আমি তো একটি ছবিও তুলিনি ওটা বানিয়েছি খেলার ছলে তারজন্য আমাকে নতুন করে আবার প্রথম থেকে শেষ পর্যন্ত বানাতে হলো। তাহলে চলুন সেই নকশার ধাপগুলো দেখে নেওয়া যাক।
𒆜প্রয়োজনীয় উপকরণ𒆜
![IMG_20221025_150609.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmSsguFPSESkaTZEDnY2Ex7dKfG3AJyhduKepoX48zdeD2/IMG_20221025_150609.jpg)
★ রঙিন কাগজ
★ পেন্সিল
★ কাঁচি
নকশা বানানোর ধাপসমূহ
🏵️১ম ধাপ🏵️
![IMG_20221025_150624.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmdefKhoj4RCPSa4ZeeEPeXF2yATaMLWcQ1Ywu7aJW1HuL/IMG_20221025_150624.jpg)
![IMG_20221025_150639.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmaZddbtJ3vBmPHL5cheDWSBu9LUEpiYWiUNdSXmvDVBaL/IMG_20221025_150639.jpg)
প্রথমে আমি কাগজের এক কোনা ত্রিভুজের মতো ভাঁজ করে নেব। এরপর বাড়তি অংশ কেটে নেব।
🏵️২য় ধাপ🏵️
![IMG_20221025_150652.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmSHxGNsHDbx6YjdrkNHLLYek64jX5jsb8BgjL3KqccfsC/IMG_20221025_150652.jpg)
এখন আবারও ত্রিভুজের মতো ভাঁজ করে নেব।
🏵️৩য় ধাপ🏵️
![IMG_20221025_150706.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmfPmhVJ4zRNz38nBwkrRXDbTcKVK1RBki676BjS9PCK8U/IMG_20221025_150706.jpg)
![IMG_20221025_150735.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmVw4gUSGifQ53FxVLp8ZAsZ6sGiEZhEBihmwR7ZcqnhpC/IMG_20221025_150735.jpg)
এবার মাঝখান বরাবর একপাশ ভাঁজ করে নেব। এরপর অপর পাশও একই ভাবে ভাঁজ করে নেব।
🏵️৪র্থ ধাপ🏵️
![IMG_20221025_150747.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQma7eYRoRu7A8XU9tFz3HKuY6z4m1NgN8VSuJChFWvohCz/IMG_20221025_150747.jpg)
এখন নিচের বাড়তি অংশ কেটে নেব।
🏵️৫ম ধাপ🏵️
![IMG_20221025_150757.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRzV9tW2ffpASqUxgvnsWCjYCkCL2aDJ74gZuCvanaGi5/IMG_20221025_150757.jpg)
এবার পেন্সিলের সাহায্যে মনের মতো ডিজাইন করে নেব।
🏵️৬ষ্ঠ ধাপ🏵️
![IMG_20221025_150808.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmV8fMfLXnD8vkQvVa78fdf6TC9DRXgUdHi3Pds2SGe5hA/IMG_20221025_150808.jpg)
![IMG_20221025_150817.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmbHqM8gLRpGF1N5HETHm9yH2Hkx6AifK72y8AwPRC22yH/IMG_20221025_150817.jpg)
এবার আমি কাঁচি দিয়ে সুন্দর ভাবে এই ডিজাইন কেটে নেব।
🏵️৭ম ধাপ🏵️
![IMG_20221025_150906.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmPkczFTBRn7FjVrnRbYZ8pB24A6yyxQYiN6zFg3nh667L/IMG_20221025_150906.jpg)
![IMG_20221025_150924.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmUtSnBvRvVp8i4mvEUvMby6CdqD1Y4bedihYSXT2T6Hk8/IMG_20221025_150924.jpg)
এখন আমি ডিজাইন আস্তে আস্তে খুলে নেব। প্রথমে অর্ধেক অংশ খুলে নিলাম।
🏵️শেষ ধাপ🏵️
![CamScanner 10-25-2022 15.36.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmYChQpBpBGvakeQWFVaYaFnfZmcZAewrtdWAurf3WCu4L/CamScanner%2010-25-2022%2015.36.jpg)
এখন আমি সম্পূর্ণ ডিজাইন খুলে নেব। আমার কাছে সম্পূর্ণ ফুলের নকশা বানানোর পর অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ডাই প্রজেক্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুল্লিলাহ আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি।
আবারও চলে আসলাম ইউনিক পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সাথে রঙিন কাগজের নকশার ডিজাইন নিয়ে আসলাম। আজ বিকাল বেলা আর্ট করার জন্য খাতা কলম নিয়ে বসেছিলাম। কিন্তু আমার ছেলে এটাই বিরক্ত শুরু করলো আর্ট না করেই ওঠে পড়লাম। আমার হাতে কাগজ দেখলেই বিমান বানিয়ে দেওয়ার জন্য বায়না শুরু করে। ওর বিমান খুব পছন্দ তার জন্য খেলনা কিনতে গেলে শুধু বিমান কিনে। যাই হোক কাজের কথায় আসি ছেলেকে বিমান বানিয়ে দিলাম তারপর নিজেও একটা সাদা পেপার নিয়েছি। এরপর সাদা পেপার সুন্দর ভাবে ভাঁজ করে আমার মনের কল্পনা থেকে একটি ডিজাইন এঁকে নিলাম। এরপর কাঁচি দিয়ে কেটে যখন খোললাম দেখতে পেলাম খুব সুন্দর একটি নকশার ডিজাইন হয়েছে।
আমার কাছে খুব ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবো। কিন্তু আমি তো একটি ছবিও তুলিনি ওটা বানিয়েছি খেলার ছলে তারজন্য আমাকে নতুন করে আবার প্রথম থেকে শেষ পর্যন্ত বানাতে হলো। তাহলে চলুন সেই নকশার ধাপগুলো দেখে নেওয়া যাক।
𒆜প্রয়োজনীয় উপকরণ𒆜
★ রঙিন কাগজ
★ পেন্সিল
★ কাঁচি
নকশা বানানোর ধাপসমূহ
🏵️১ম ধাপ🏵️
প্রথমে আমি কাগজের এক কোনা ত্রিভুজের মতো ভাঁজ করে নেব। এরপর বাড়তি অংশ কেটে নেব।
🏵️২য় ধাপ🏵️
এখন আবারও ত্রিভুজের মতো ভাঁজ করে নেব।
🏵️৩য় ধাপ🏵️
এবার মাঝখান বরাবর একপাশ ভাঁজ করে নেব। এরপর অপর পাশও একই ভাবে ভাঁজ করে নেব।
🏵️৪র্থ ধাপ🏵️
এখন নিচের বাড়তি অংশ কেটে নেব।
🏵️৫ম ধাপ🏵️
এবার পেন্সিলের সাহায্যে মনের মতো ডিজাইন করে নেব।
🏵️৬ষ্ঠ ধাপ🏵️
এবার আমি কাঁচি দিয়ে সুন্দর ভাবে এই ডিজাইন কেটে নেব।
🏵️৭ম ধাপ🏵️
এখন আমি ডিজাইন আস্তে আস্তে খুলে নেব। প্রথমে অর্ধেক অংশ খুলে নিলাম।
🏵️শেষ ধাপ🏵️
এখন আমি সম্পূর্ণ ডিজাইন খুলে নেব। আমার কাছে সম্পূর্ণ ফুলের নকশা বানানোর পর অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ডাই প্রজেক্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
![C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmbja4sC5ZUQ1cTzZwYPsSiJ8fyCFS8g2jAJtXkWi8s8oi/C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png)
![PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmR2mawKEaaBp8XoGwrwWJn88s1nvkJG8YiBrtepRVPpVF/PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png)
![2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmdkckySfU4dLA17wixLyomDfqmijASCbrGn3ceCYuhgNM/2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png)
![PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmR2mawKEaaBp8XoGwrwWJn88s1nvkJG8YiBrtepRVPpVF/PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png)
![2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif](https://steemitimages.com/0x0/https://cdn.steemitimages.com/DQmTvJLqN77QCV9hFuEriEWmR4ZPVrcQmYeXC9CjixQi6Xq/2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif)
![PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmR2mawKEaaBp8XoGwrwWJn88s1nvkJG8YiBrtepRVPpVF/PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png)
Support @heroism Initiative by Delegating your Steem Power
![RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmZQ7F9Zp7jdu2Dym9AU62Tj5fHdsZoC1pamo6EkKJXC7K/RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png)
আসলে ছোট বাচ্চাদের সামনে এগুলো তৈরি করা খুবই কঠিন ব্যাপার। বাচ্চারা এগুলো দেখলে কাগজ ধরে টেনে ছিঁড়ে ফেলে। তারমধ্যে বাবুকে সামলিয়ে অনেক অনেক সুন্দর সুন্দর কাজ করে থাকেন আপু। আজকেও সেই ধারাবাহিকতায় আপনি রঙিন কাগজ দিয়ে দারুন একটি নকশা তৈরি করেছেন যা দেখে খুবই ভালো লাগছে। বানানোর পদ্ধতি সমূহ অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।
ভাইয়া ঠিক বলেছেন বাচ্চারা কাগজ দেখলেই টেনে নিয়ে যায়। তারপরেও অনেক কষ্ট করে এই সুন্দর ডিজাইন করার পর যখন আপনাদের কাছে ভালো লাগে তখন নিজের কাছেও অনেক ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
তাহলে তো বেশ ভালো কাজই করেছেন, বাচ্চাও খুশি হলো আর নিজেও একটি কাগজের ফুল বানিয়ে ফেলতে পেরেছেন। যদিও বাচ্চার কারণে আর্ট করা হয়নি, তবে খুব চমৎকারভাবে কাগজের ফুল আমাদের সাথে তুলে ধরেছেন ধন্যবাদ।
ভাইয়া আর্ট করতে না পারলেও কাগজের ফুলের নকশা আপনাদের কাছে শেয়ার করতে পেরেছি তার জন্য খুব ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি ঠিকই বলেছেন, এটি অনেক ইউনিক একটি পোস্ট। এরকম নকশা দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আপনার ডিজাইনটাও খুব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
আপু এই নকশা সবগুলো ধাপ তৈরি করতে অনেক সহজ। কিন্তু যখন কাটা হয় তখন অনেক সাবধানে কাটতে হয় তা না হলে নষ্ট হয়ে যেতে পারে। আপনার কাছে এই ডিজাইন ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।
ছোট বেলার কথা মনে পড়ে গেল আপু। কাগজ পেলেই বিমান বানানো শুরু করে দিতাম। আকাশে উড়িয়ে দিতাম তখন। আপনার ছেলে কাগজ দেখলেই বিমান বানানোর বায়না করে। জেনে ভালো লাগলো। তবে আপনার কাগজের নকশা ভালোই ছিল। পুরো কাজটা কেচি দিয়ে কেটে কেটে ফাইনালি আউটপুট সুন্দর একটি ডিজাইন। 🌼
ভাইয়া আমিও এমনি করতাম কাগজ পেলেই বিমান বানিয়ে আকাশে উড়ানোর জন্য দৌড় শুরু করেছি। আমার এই নকশার ডিজাইন আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ।
জি আপু। স্বাগতম আপনাকে
আপু আপনার ছেলে অনেক ছোট তাই তো আপনার কাজগুলো করতে বেশ বিরক্ত করে। যখন বড় হবে তখন আর বিরক্ত করবে না। যাইহোক আপু আপনি এত কিছু সামলানোর পরেও এত সুন্দর ভাবে রঙিন কাগজের একটি নকশা তৈরি করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আপনার তৈরি করা এই নকশাটি অনেক সুন্দর হয়েছে।
আপু এত কিছু সামলিয়ে যখন একটি পোস্ট করি আর আপনাদের কাছে সেই পোস্ট ভালো লাগে তখন সত্যি নিজেকে ধন্য মনে হয়। গঠনমূলক মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ।
সাদা কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন। এই নকশা গুলো রঙিন কাগজের উপরে আরো সুন্দরভাবে ফুটে উঠেছে। এ ধরনের ডিজাইনগুলো করতে খুব কম সময় লাগলেও খুব সাবধানে ও ধৈর্য সহকারে করতে হয়। একটু ভুল হলে পুরোপুরি নষ্ট হয়ে যায়।অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা নকশা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু হয়তো ডিজাইন করতে খুব কম সময় লাগে ।কিন্তু যখন কাটা হয় তখন অনেক ধৈর্য ও সময় নিয়ে কাটতে হয় তা না হলে ডিজাইন একদমই সুন্দর হয় না। গঠনমূলক মতামতের জন্য ধন্যবাদ।
আপু অনেককে দেখছি এভাবে কাগজ দিয়ে কেটে ফুলের নকশা। কাগজের এই নকশী ডিজাইন গুলো আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু আমি নিজে কখনো করিনি। আপনাদের গুলো যতই দেখছি ততই উৎসাহিত হচ্ছে। আমি অবশ্যই এমন কাগজের নকশাগুলো ট্রাই করবো আপু। আপনার বানানো কাগজের নকশাটি খুবই সুন্দর হয়েছে।
আপু একবার করে দেখবেন আপনার কাছেও অনেক ভালো লাগবে। আমিও প্রথমে মনে করেছিলাম পারবো না। কিন্তু করতে করতে এখন ঠিক হয়ে গিয়েছে।আপনার নকশার অপেক্ষায় থাকবো। গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর নকশা ডিজাইন করেছেন। দেখে খুবই ভালো লাগলো। সুন্দরভাবে উপস্থাপন অসাধারণ ছিল।
রঙিন কাগজের এই নকশাগুলো আমার কাছেও অনেক ভালো লাগে। আপনার কাছে আমার ডিজাইন ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপু আপনার ছেলের কথা শুনেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমরাও এই বিমানগুলো বানিয়ে অনেক খেলা করতাম। আপনার পোস্টটি একদম ইউনিক ছিল। অনেক ভালো লাগলো আপনার ফুলের নকশা তৈরি টি।
ভাইয়া আমরাও এভাবে কাগজ দিয়ে বিমান বানিয়ে অনেক খেলাধুলা করেছি। আমার ছেলের কাগজ দেখলেই বিমান বানানোর জন্য কান্নাকাটি শুরু করে। আপনার কাছে আমার এই ডিজাইন ভালো লেগেছে জেনে ভালো লাগলো।আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ
আপনি খুব সুন্দর করে রঙ্গিন কাগজ দিয়ে ফুল ডিজাইন করেছেন। দেখে খুব ভালো লাগলো। আসলে এই ধরনের ডিজাইন করতে আমার কাছে অনেক ভালো লাগে।সাদা কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া এই নকশা সাদা কাগজ দিয়ে করাতে আমার কাছেও অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।