🍎আপেলের মান্ডালা আর্ট🍎১০% প্রিয় লাজুক খ্যাঁককে
আসসালামু আলাইকুম
প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় এখন একটু ভালো আছি। তবে সকাল আর রাত দুই বেলা দুটি এন্টিবায়োটিক খাওয়া হয় বলে একটু দুর্বল লাগে।
আজ আবারও আপনাদের সাথে নতুন মান্ডালা আর্ট শেয়ার করতে চলে এসেছি। আমি সবসময় চেষ্টা করি ইউনিক মান্ডালা আর্ট শেয়ার করতে। আমি এই আর্টগুলো আগে করে রেখেছি বলে শেয়ার করতে পারছি। তা না হলে যে পরিমাণ অসুস্থ ছিলাম কখনো পোস্ট করা সম্ভব হতো না। আমি আজ আপনাদের সাথে আপেলের মান্ডালা আর্ট শেয়ার করতে চলে আসলাম। গত সপ্তাহে আমি আমের মান্ডালা আর্ট শেয়ার করেছি আর আপনাদের সবার কাছে তা অনেক ভালো লেগেছিল তাই এবার অন্য ফল নিয়ে আসলাম। আমার কাছে এই আর্ট অনেক ভালো লেগেছে। সম্পূর্ণ আর্ট শেষ হওয়ার পর দেখতে খুবই সুন্দর লাগছিল। তাহলে চলুন দেখে নেই আপেলের মান্ডালা আর্টের ধাপগুলো।
প্রয়োজনীয় উপকরণ
★ সাদা পেপার
★ পেন্সিল
★ কালো জেল পেন
★ রাবার
★ কম্পাস
🍎১ম ধাপ🍎
প্রথমে একটি পরিষ্কার সাদা আর্ট পেপার নেব। তারপর সুন্দর ভাবে একটি বৃত্ত এঁকে নেব।
🍎২য় ধাপ🍎
![]() | ![]() |
---|
এবার হাত দিয়ে আপেলের শেপ দিয়ে দেব। এরপর উপরে আপেলের বোটা এঁকে নেব।
🍎৩য় ধাপ🍎
![]() | ![]() |
---|
এখন সুন্দর করে আপেলের পাতা এঁকে নেব।
🍎৪র্থ ধাপ🍎
![]() | ![]() |
---|
এবার আপেল কালো জেল পেন দিয়ে কালো কালার করে নেব।
🍎৫ম ধাপ🍎
![]() | ![]() |
---|
এখন আপেলের একপাশে ছোট করে ডিজাইন করে নেব। এরপর সেই ডিজাইনের উপর বড় বড় করে ফুলের পাপড়ির মতো ডিজাইন করে নেব।
🍎শেষ ধাপ🍎
![]() | ![]() |
---|
এভাবে বিভিন্ন ছোট ছোট ডিজাইন করে আপেল সাজিয়ে নেব। তাহলেই হয়ে যাবে আমার আপেলের মান্ডালা আর্ট।
সবশেষে আপেলের নিচে আমার সাইন দিয়ে দেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের আপেলের মান্ডালা আর্ট। এই ধরনের সুন্দর ও ইউনিক আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের মাঝে চেষ্টা করেছি প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করতে জানিনা কতটুকু পেরেছি। আমার এই আর্টের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো আর্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power

চমৎকার একটি আপেলের ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন।আপু প্রথমে আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আসলে কোন কিছু প্রতি ভালোবাসা থাকলে কোন অসুখ সেটা বুঝা যায় না।এই প্লাটফর্মে প্রতি দিন দিন ভালোবাসা গুলো বেড়ে যাচ্ছে তা এই পোস্ট গুলো মধ্যে বোঝা যায়। আগে তৈরি করে রেখেছেন পোস্টটি এর পড়ে এখন পোস্ট করেছেন এটা শুনে ভালো লাগলো। আপনার আর্ট গুলো আগে থেকেই আমার অনেক পছন্দের। ধন্যবাদ আপনাকে আপু।
ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্য পড়ে মুগ্ধ হয়ে গেলাম। গঠনমূলক মতামতের জন্য ধন্যবাদ।
এন্টিবায়োটিক আসলেই শরীরকে অনেক দুর্বল করে দেয়। এইতো কিছু দিন আগে আমার জ্বর হয়েছে। এন্টিবায়োটিক খেয়েছিলাম শরীর এখনো দুর্বল। যাক আপনার আপেল এর এই ম্যান্ডেলাটি অনেক সুন্দর হয়েছে আপু। খুবই দারুণ ভাবে এই ম্যান্ডেলাটি তৈরি করেছেন।
ভাইয়া আপনার কাছে আমার এই আর্ট এত ভালো লেগেছে জেনে খুশি হলাম। গঠনমূলক মতামতের জন্য ধন্যবাদ।
আপু আপনার অসুস্থতার কথা জেনে সত্যি খারাপ লাগলো। আসলে আমরা যদি মাঝে মাঝে কোন পোস্ট তৈরি করে রেখে দেই তাহলে অসুস্থতার দিনগুলোতে কিংবা ব্যস্ততম দিনগুলোতে বেশ কাজে লাগে। আপনিও আপনার আগে তৈরি করে রাখা পোস্টটি এখন শেয়ার করতে পেরেছেন দেখে ভালো লাগলো। আপনার আর্ট সত্যিই দারুণ হয়েছে।
আপু মাঝে মাঝে অগ্রিম পোস্ট তৈরি করে রাখলে বিপদে কাজে লাগে।গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপু আপনি অনেক সুন্দর ভাবে আপেলের ম্যান্ডেলা আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি অনেক দক্ষতার সাথে আপেলের মেন্ডেলা আর্ট তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। সত্যি বলতে আপু যে কোন জিনিস তৈরি করতে হলে অনেক সময় প্রয়োজন হয়। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে পাতা তৈরি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট তৈরি করে শেয়ার করার জন্য।
আপনার এত সুন্দর মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো।গঠনমূলক মতামতের জন্য ধন্যবাদ।
এর আগেও দেখেছি আপু আপনি খুব সুন্দর করে মেন্ডেলার চিত্র অঙ্কন করে থাকেন। ম্যান্ডেলার চিত্র অঙ্কন করতে হলে ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো খুব ধৈর্য সহকারে দক্ষতার সাথে করতে হয়। যেটা আপেলের মেন্ডেলার চিত্র অঙ্কন করে দেখালেন।
আমার আগের পোস্ট দেখার জন্য আপনাকে অসংখ্য
ধন্যবাদ। খুব সুন্দর মন্তব্য করেছেন।
অনেক সুন্দর করে আপেলের ম্যান্ডেলা আর্ট অঙ্কন করে আমাদের সাথে শেয়ার করেছেন। কিভাবে পেন্সিল দিয়ে এমন নিখুঁত আপেলের মেন্ডেল আর্ট অঙ্কন করতে হয় সেটা ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
গঠনমূলক মতামতের জন্য ধন্যবাদ। খুব সুন্দর মন্তব্য করেছে
আপনার আপেলের মেন্ডেলা আর্ট পোস্টটি খুবই চমৎকার হয়েছে। আপনি আগের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। সুন্দর একটি মেন্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু খুব সুন্দর মন্তব্য করেছেন। সুন্দর মন্তব্য করে এভাবে পাশে থাকার জন্য ধন্যবাদ।
একদম ভাইয়া অসুস্থ থাকলে কোনো কিছু করতে একদমই ভালো লাগে না। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
অসুস্থ হলে আসলে সব কাজের মধ্যে একটা গ্যাপ পড়ে যায়।আগে তৈরি করে রাখছিলেন বলে এখন শেয়ার করতে পারতেছেন খুব ভালো পরিকল্পনা আপনার।আপনি খুব সুন্দর করে আপেল দিয়ে ম্যান্ডেলা তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো।আপেলের মধ্যে যে নকঁশা গুলো করছেন তাও অনেক সুন্দর হয়েছে।
আপনার এই মন্তব্য পড়ে খুব ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপু আপনি আগের থেকে সুস্থ আছেন জেনে ভালো লাগলো, এ্যান্টিবায়োটিক শরীরে অনেক প্রভাব ফেলে একদম শরীর কে দূর্বল করে দেয়। ঠিকমতো খাওয়া দাওয়া করেন সুস্থ হয়ে যাবেন আপু। আপেলের ম্যান্ডেলাটি খুবই সুন্দর হয়েছে আপু, আপনি খুবই দক্ষতার সহিত ম্যান্ডেলা আর্ট টি করেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
আপু এখন একটু সুস্থ আছি বলে নিজের কাছেও ভালো লাগে। খুব সুন্দর মন্তব্য করেছেন পড়ে ভালো লাগলো।ধন্যবাদ।