Diy-রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি||
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। তারজন্য আজকে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার এই ওয়ালমেট আপনাদের সবার কাছে ভালো লাগবে।
রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে। আমি মাঝে মাঝে চেষ্টা করি বিভিন্ন রকমের ওয়ালমেট তৈরি করার জন্য। ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলতে রঙিন কাগজের ওয়ালমেট খুব সহজেই তৈরি করা যায়। কম সময়ের মধ্যে সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করা যায়। আর সেই ওয়ালমেট গুলো ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে। আমার কাছে রঙিন কাগজ দিয়ে বানানো সব জিনিসই অনেক ভালো লাগে। এবার চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি সুন্দর এই ওয়ালমেট তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. রঙিন কাগজ।
২. কাটুন পেপার
৩. আঠা।
৪. কালো পোস্টার রং
৫. কাঁচি।
ওয়ালমেট বানানোর ধাপসমূহ
𒆜১ম ধাপ𒆜
প্রথমে কাটুন পেপার থেকে গোল একটি অংশ কাঁচি দিয়ে কেটে নেবো। এরপর পোস্টার রং দিয়ে কালো কালার করে নিলাম।
𒆜২য় ধাপ𒆜
প্রথমে বেগুনি কালার পেপার ছোট ছোট পিস করে কেটে নেবো। এরপর সেই পেপার তিন কোনা করে ভাঁজ করে নেব।
𒆜৩য় ধাপ𒆜
এবার পেন্সিল দিয়ে ফুলের পাপড়ির ডিজাইন করে নেব। এরপর কাঁচি দিয়ে কেটে নেবো।
𒆜৪র্থ ধাপ𒆜
এখন হলুদ পেপার নিয়ে চিকন করে কেটে নেবো।এরপর ভাঁজ করে ছোট ফুলের মতো বানিয়ে নেব।
𒆜৫ম ধাপ𒆜
আমি বেগুনি ফুল আটটি বানিয়েছি। এখন দুটি করে ফুল গাম দিয়ে লাগিয়ে নেবো। এরপর ফুলের মাঝখানে হলুদ ছোট ফুল গাম দিয়ে লাগিয়ে নেবো।
𒆜৬ষ্ঠ ধাপ𒆜
এবার সবগুলো ফুল আগে বানিয়ে রাখা গোল কাটুনের মধ্যে লাগিয়ে নেবো।
𒆜৭ম ধাপ𒆜
এরপর আবারো হলুদ পেপার থেকে লম্বা অংশ কেটে নেবো। এরপর লম্বা অংশ গোল অংশের নিচে গাম দিয়ে লাগিয়ে নেবো।
𒆜৮ম ধাপ𒆜
এবার বেগুনি পেপার থেকে লম্বা করে কিছু অংশ কেটে নেবো।এরপর মাঝ বরাবর ভাঁজ করে পেন্সিল দিয়ে পাতার ডিজাইন করে নেব। এরপর কাঁচি দিয়ে কেটে নেবো।
𒆜৯ম ধাপ𒆜
এবার এই পাতাগুলো ওয়ালমেট নিচের লম্বা হলুদ অংশের মধ্যে লাগিয়ে নেবো।
𒆜শেষ ধাপ𒆜
এবার আরও একটি হলুদ পেপার নিয়ে ভাঁজ করে নেব। এরপর পেন্সিল দিয়ে ছোট গোল বৃত্ত এঁকে নেব। এরপর কাঁচি দিয়ে কেটে নেবো। এবার এই গোল বৃত্ত ওয়ালমেটের খালি জায়গায় লাগিয়ে নেবো।
উপস্থাপনা
রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করা হয়ে গেলে সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। বিশেষ করে ঘরে সাজিয়ে রাখলে দেখতে বেশি ভালো লাগে। তাইতো আমি মাঝে মাঝেই রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করার চেষ্টা করি। জানিনা আমার তৈরি করা ওয়ালমেট আপনাদের কাছে কেমন লেগেছে। তবে ঘরের দেয়ালে সাজিয়ে রাখতে আমার ভীষণ ভালো লেগেছে। এই ওয়ালমেট বানাতে আমার প্রায় অনেক সময় লেগেছিল। সম্পূর্ণ ওয়ালমেট বানানোর পর খুব ভালো লেগেছে।
আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ডাই প্রজেক্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
রঙিন কাগজ থেকে খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন।ওয়ালমেট তৈরির উপস্থাপন দেখে ভালো লাগলো। এটি দেওয়ালে টানিয়ে রাখলে আরও বেশি ভালো লাগবে।
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন আপনি। দেখে খুব ভালো লাগলো। আসলে রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা যে কোন জিনিস দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আপনার ওয়ালমেট তৈরি করা বেশ চমৎকার হয়েছে। সুন্দর করে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
এভাবে সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো।
ওয়াও রঙিন কাগজ দিয়ে আপনি খুব চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। ঠিক বলেছেন কাগজ দিয়ে কিছু বানালে তা ঘরে দেওয়ালে লাগালে দেখতে খুব চমৎকার লাগে। আসলে রঙিন কাগজে কিছু বানাতো ভালো লাগে দেখতে ভালো লাগে। সত্যি বলতে আপনার ওয়ালমেট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমিও মাঝেমধ্যে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ওয়ালমেট বানিয়ে থাকি। আজকে আপনি খুব চমৎকারভাবে ওয়ালমেট তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।
এভাবে উৎসাহ দিয়ে সবসময় পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আসলে রঙিন কাগজের জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে। বিশেষ করে রঙিন কাগজের তৈরি জিনিসগুলো ঘরের দেয়ালে রাখতে দেখতে বেশ চমৎকার লাগে। আমি মাঝেমধ্যে নিজেও রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করে থাকি। সত্যি বলতে আপনার রঙিন কাগজের ওয়ালমেট খুব অসাধারণ হয়েছে। অনেক সুন্দর করে রঙিন কাদের ওয়ালমেট শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে চমৎকারভাবে উপস্থাপনা করেছেন।
হ্যাঁ ভাইয়া রঙিন কাগজের জিনিস দেখতে অনেক ভালো লাগে। আপনিও মাঝে মাঝে বিভিন্ন জিনিস তৈরি করেন শুনে ভালো লাগলো। ধন্যবাদ।
রঙিন কাগজের ওয়ালমেটটি দারুন হয়েছে আপু।আপনি খুব সুন্দর ভাবে ওয়ালমেটটি করে আমাদের মাঝে শেয়ার করলেন।কালার কম্বিনেশন দারুন হয়েছে আপু।আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
রঙিন কাগজের তৈরি যেকোনো জিনিস দেখতে ভালো লাগে।আপনার ওয়ালমেট এর কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ ছিল।আপনি ডাই তৈরির ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন,এটা দেখে অনেক ভালো লেগেছে।তাছাড়া এই ডাই গুলো তৈরি করতে অনেকটা সময় এবং ধৈর্য্যর প্রয়োজন হয়।কেননা একটু ভুল হলেই পুরোটা নষ্ট হয়ে যায়।ধন্যবাদ সুন্দর ডাই পোস্টটি শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু একটু ভুল হলেই সম্পূর্ণ ডাই প্রজেক্ট নষ্ট হয়ে যায়। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেট অসাধারণ হয়েছে আপু বেশ ভালো লাগছে দেখতে। আমিও প্রায় সময় চিন্তা করি ঘরে কিছু ওয়ালমেট তৈরি করব এভাবে রঙিন কাগজ দিয়ে কিন্তু করা হয়ে উঠে না। বিভিন্ন কালারের সমন্বয়ে দিছেন দেখতে অনেক ভালো দেখাচ্ছে। এভাবে ওয়ালমেট তৈরি করে ঘর সাজালে বেশ ভালোই লাগে।
আপু চিন্তা না করে আজই ওয়ালমেট তৈরি করে ঘর সাজিয়ে নেবেন অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।
রঙ্গিন কাগজ দিয়ে কোন কিছু বানালে দেখতে বেশ সুন্দর লাগে। আপনি রঙ্গিন কাগজ দিয়ে বেশ সুন্দর একটি ওয়ালম্যাট বানিয়েছেন।দেখতে বেশ ভালো লাগছে। সুন্দর একটি ওয়ালম্যাট শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে এভাবে অনেক কিছুই তৈরি করা যায়। আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন। এই ওয়ালমেট তৈরি করতে আপনার অনেক সময় লেগেছিল যা আমি দেখেই বুঝতে পারছি। আসলে সময় দিয়েছে কোন কাজ করলে তা দেখতে ভীষণ ভালো লাগে। ফুল গুলো দেওয়ার কারনে আরো বেশি ভালো লাগছে ওয়ালমেট টি দেখতে। ঘরের দেয়ালে এই ওয়ালমেট টাঙিয়ে রাখলে আরো বেশি ভালো লাগবে দেখতে। ঘরের সৌন্দর্যতা বৃদ্ধি পাবে এটি লাগালে।
হ্যাঁ আপু এই ওয়ালমেট বানাতে প্রায় অনেক সময় লেগেছিল। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।
আপু আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়েছি। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে খুবই চমৎকার লাগে। আপনি এটি খুব নিখুঁতভাবে তৈরি করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানালে সুন্দর লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।