পানির অপর নাম জীবন।
আসসালামু আলাইকুম
প্রিয় ভাই ও বোনেরা,আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।
গত একসপ্তাহ আপনাদের থেকে দূরে থেকে নিজের কাছে অনেক খারাপ লেগেছিল। কিন্তু কি করবো বলেন এতটা সমস্যার মধ্যে ছিলাম যা কল্পনার বাহিরে। তবে এখন সব সমস্যার সমাধান হয়েছে আর এজন্য আবারো চেষ্টা করছি আগের মতো এক্টিভ হতে। আমরা সবাই জানি পানির অপর নাম জীবন কিন্তু এবার সমস্যায় পড়ে আমি হাড়েহাড়ে টের পেয়েছি। পানি ছাড়া বেঁচে থাকা একদম অসম্ভব। একদিন বা একসপ্তাহ কারেন্ট কিংবা গ্যাস না থাকলে যেভাবেই হোক চলা যায়। কিন্তু একসপ্তাহ পানি না থাকলে অন্তত ঢাকা শহরে চলা অসম্ভব হয়ে পড়ে।
পানি খাওয়া থেকে শুরু করে সব কাজে পানি প্রয়োজন। একবার চিন্তা করেন আপনাকে যদি ২৪ ঘন্টা পানি না খেয়ে থাকতে বলে তাহলে আপনি কি থাকতে পারবেন? এটা আমাদের সবার জন্য অসম্ভব কাজ। আমরা আধা ঘন্টা পানি না খেয়ে থাকতে পারবো না। পানি এমন একটি জিনিস যা আপনার শরীর কে সতেজ রাখতে সাহায্য করে। আমরা যত বেশি পানি পান করবো আমাদের শরীরের জন্য তত বেশি ভালো। জীবনে চলার পথে সবসময় পানি প্রয়োজন।
এবার এই প্রচন্ড গরমে আমি পানির অভাব হলে কেমন লাগে তা বুঝতে পেরেছি। সবসময় কলে পানি থাকে বলে এতটা গুরুত্ব ছিল না। কিন্তু যখন পানি ছিল না তখন এক বালতি পানি মনে হয়েছিল স্বর্ণের থেকেও মূল্যবান। তারজন্য কথায় বলে "দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ বুঝে না"। তবে আমার মা এর বাসা একটু কাছে ছিল বলে গোসল করার জন্য চলে যেতাম। আমরা যেই বাসায় আছি সেই বাসায় এমনও মানুষ আছে যাদের এখানে কোনো আত্মীয় স্বজন নেই আর সেই মানুষগুলো বাথরুমে যাওয়ার আর খাওয়ার পানি কিনে এনেছে। তাদের অনেকে তিন থেকে চার দিন গোসল না করে থেকেছে।
এবার বুঝেন এই গরমে যেখানে দু-তিন বার গোসল করা উচিত সেখানে তারা গোসল না করে রয়েছে। প্রতিদিন সকাল হলে টেনশন হতো আজ রান্না করবো কিভাবে? রেস্টুরেন্ট বলেন আর মায়ের বাসা বলেন কত দিন বাহিরে খেতে ভালো লাগে। নিজের বাসার মতো তৃপ্তি কি অন্য জায়গায় পাওয়া যায়। এরপর আবার বাথরুমে যাওয়ার মতো ব্যাপারো আছে। এত সমস্যার মধ্যে একসপ্তাহ থাকার পর বুধবার সকালে জানতে পারলাম বাড়িওয়ালা নতুন পানির লাইন লাগাবে।
সেই লাইন লাগাতে ৬০,০০০ টাকা লাগবে আর এই লাইন ঠিক করে পানি আসতে রাত ৮ টা বাজবে। তখন আবার আমার খাবারের পানি শেষ হয়ে গিয়েছে। আমাদের এখানে পাম্পের থেকে পানি দেওয়া হয়। আমি এত দিন ঢাকায় থাকি কিন্তু কখনো পাম্পের থেকে পানি আনতে যাইনি। তারজন্য কিভাবে আনতে হয় জানা ছিল না। হাসবেন্ড কে অনেক কষ্টে রাজি করালাম সেখানে যাওয়ার জন্য। আমরা সেখানে গিয়ে কলসি হাতে মানুষের লম্বা সিরিয়াল দেখে অবাক হয়ে গেলাম। তখন দু'জনে চিন্তা করলাম এই সিরিয়াল ধরে পানি নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।
এরপর কি করা যায় বুঝতে পারছিলাম না তখন এক দোকানদার বললো আমাদের বাসার সামনে মসজিদের পাশে পাম্প থেকে পানি দেওয়া হয়। কিন্তু সেখানে টাকা দিতে হয়। আমরা সেখানে গিয়ে কোনো মানুষের ভিড় দেখতে পাইনি। এরপর জানতে পারলাম এখানে টাকা নেওয়া হয় বলে ভিড় নেই আর ঐ জায়গায় ফ্রি তে দেওয়া হয় বলে এত ভিড় থাকে। তারজন্য বলে "যেখানে সবকিছু ফ্রি পাওয়া যায় সেখানে বাঙালি পাওয়া যায়।" এরপর আমি এক বালতি,কলসি আর পাঁচ লিটার বোতল ২০ টাকা দিয়ে ভরে নিয়ে আসি। তবে দুঃখের বিষয় মোবাইল নেওয়া হয়নি বলে কলসির লম্বা সিরিয়াল দেখাতে পারিনি।
সেই দিন বুঝেছি পানির জন্য ঢাকা শহরের মানুষ কতটা কষ্ট করে আর অন্যদিকে গ্ৰামে পানির কোনো কষ্ট নেই। এরপর রাত দুটো বাজে কলে পানি আসে আর এত রাতে পানি পেয়ে খুব খুশি হলাম। অতিরিক্ত গরম ছিল বলে এত রাতে আমাকে সবকিছু ভরে ধুয়ামুছা করে গোসল করতে হলো। গতকাল থেকে আলহামদুলিল্লাহ এখন পানি,গ্যাস আর কারেন্ট সবকিছু আছে আর এর সাথে এখন বৃষ্টি হওয়ায় খুব ঠান্ডা পড়েছে। এই আবহাওয়া পেয়ে আনন্দে মার্কেট করতে চলে গেলাম।
যাই হোক আমার লেখা আজ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই দোয়া কামনা করি।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আসলেই পানি ছাড়া এক ঘন্টাও চলা যায় না। এই গরমে একটু পর পর পানি খেতে হয়। তাছাড়া বিভিন্ন কাজে পানির ব্যবহার অবশ্যই করতে হয়। পানির জন্য বেশ কষ্ট করেছেন দেখছি। শেষ পর্যন্ত পানির সমস্যার সমাধান হয়েছে, জেনে খুব ভালো লাগলো আপু। ভালো থাকবেন সবসময়। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।
ভাইয়া পানির সমস্যার জন্য ঠিক মতো গোসল পর্যন্ত করতে পারিনি।তবে সমস্যার সমাধান হওয়াতে ভালো লেগেছিল। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আপু এই গরমে সব জায়গায় পানির কষ্ট অনেক বেড়ে গেছে। আপনারা দেখছি পানির জন্য বেশ কষ্ট করছেন। কিন্তু পানির কষ্ট কিন্তু মেনে নেওয়া যায় না। কারণ পানির অপর নাম যে জীবন। আর জীবন ছাড়া তো কেউ চলতে পারে না।
হ্যাঁ আপু এই গরমে পানির কষ্ট মেনে নেওয়া যায় না। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
আপনি ঠিক বলেছেন পানির অপর নাম জীবন। তৃষ্ণা নিবারণের জন্য পানি খুবই প্রয়োজন। বর্তমানে বিশুদ্ধ পানির খুবই অভাব। পানি সংগ্রহ করেছেন জেনে ভালো লাগলো। আসলে পানির অভাব হলে চলা খুবই মুশকিল। পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
যেই জিনিস আমাদের জীবন থেকে হারিয়ে যায় তখন আমরা তার মূল্য বুঝি। হ্যাঁ ইদানিং ঢাকা শহরে বিশুদ্ধ পানির খুব অভাব দেখা দিয়েছে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আপু আপনি চমৎকার একটি বিষয় নিয়ে আমাদের মাঝে আজকে শেয়ার করেছেন। সত্যি পানির অপর নাম জীবন। পানি ছাড়া কোন প্রাণী বাঁচতে পারে না। এইতো বেশ কিছুদিন ধরে পানি হচ্ছিল না মানুষ সবাই অস্থির হয়ে পড়েছিল। পানির জন্য কতটা কষ্ট পেতে হয়েছে তা আপনি ভালই বুঝতে পেরেছেন। যাক শেষ পর্যন্ত কষ্টেের সমাধান করতে পেরেছেন এটা যেন অনেক ভালো লাগলো ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া অনেক কষ্টের পর অবশেষে পানির সমস্যার সমাধান হয়েছে। এই কয়দিন পানির জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আসলে এ প্রচণ্ড গরমের মাঝে পানির অভাব দেখা দিলে নিঃসন্দেহে পরিবারের মধ্যে এক ধরনের দুর্ভোগ দেখা দেয়। আসলে পানির জন্য ঢাকা শহরের মানুষ বিভিন্ন সময় খুবই কষ্টকর এবং অসহনীয় দুর্ভোগ বাধ্য হয়ে সহ্য করতে হয়। আর পানির জন্য আপনি এ ধরনের সমস্যার সম্মুখীন হয়ে শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন যে আসলে পানির জন্য ঢাকা শহরের মানুষ খুবই কষ্ট করে। যাহোক, আপনার মত এ ধরনের দুর্ভোগে আর যেন কেউ না পড়ে এবং পানি ব্যবহারে আমাদের সকলকেই সচেতন হওয়া উচিত।
হ্যাঁ ভাইয়া পানি ছাড়া ঢাকা শহর একদম অচল হয়ে যাবে। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।