বেশ কিছু ফুলের রেনডম ফটোগ্রাফি
আজ সারাদিন প্রচুর ব্যস্ত ছিলাম তারজন্য পোস্ট করতে অনেক রাত হয়ে গেলো। এই মাত্র একটু ফ্রি হলাম আর সাথে সাথে পোস্ট লিখতে বসে পড়েছি। কিন্তু কি পোস্ট করবো ভেবে পাচ্ছিলাম না। এরপর চিন্তা করলাম গ্যালারিতে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি রয়েছে সেগুলোই না হয় আজ শেয়ার করি। ফটোগ্ৰাফি করতে আমার কাছে খুব ভালো লাগে। বর্তমানে ফটোগ্রাফি যেনো শখের বিষয়ে পরিণত হয়েছে। তাইতো যেখানে যা পাই তাই ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। আজকের সবগুলো ফটোগ্রাফি নার্সারি থেকে তোলা। আজকের অ্যালবাম বেশ কিছু ফুলের ফটোগ্রাফি দিয়ে সাজানোর চেষ্টা করেছি।
ফুল পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে। গোলাপ ফুল বলেন আর যাই বলেন সব ফুলই আমরা ভালোবাসি। প্রতিটা ফুল তার নিজ নিজ সৌন্দর্য দিয়ে আমাদের মুগ্ধ করে। ফুলের বাগান দেখতে যেমন ভালো লাগে তেমনি বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে বাড়ির গেটসহ বিভিন্ন জায়গা লাগালে দেখতে খুব ভালো লাগে। একসাথে অনেক গুলো বিভিন্ন ধরনের ফুল দেখতে খুব ভালো লাগে। একসাথে সবধরনের ফুল একমাত্র নার্সারিতে গেলেই দেখা যায়। যাই হোক তাহলে চলুন আমার ফটোগ্রাফি গুলো দেখে নেই।
📸 লাল ফ্রাঙ্গিপানি 📸
প্রথমে আপনাদের দেখাবো লাল ফ্রাঙ্গিপানি ফুলের ফটোগ্রাফি। এই ফুল দেখতে অনেকটা কাঠগোলাপের মতো লাগে। তবে কাঠগোলাপ লয়। এই ফুলের কালার খুবই সুন্দর। আমার কাছে অনেক ভালো লেগেছে।
📸 কাঠগোলাপ 📸
এবার দেখাবো কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি। একটি গাছে বেশ কিছু ফুল ফোটে ছিল যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। কাঠগোলাপ আমার খুব পছন্দের একটি ফুল।
এবার দেখাবো বহুবর্ষজীবী ফুলের ফটোগ্রাফি। এই ফুল এর আগে দেখা হয়নি। গুগলে সার্চ করে এর নাম জানতে পারলাম। এই ফুল দেখতে অনেকটা মাইক এর মতো লাগে। তাছাড়া এর কালার ও খুব সুন্দর।
এবার দেখাবো কসমস ফুলের ফটোগ্রাফি। এই ফুল আমরা সবাই চিনি। আমার কাছে কসমস ফুল অনেক ভালো লাগে। এই কসমস ফুলের কালার কমলা হওয়াতে বেশি ভালো লেগেছে।
এবার দেখাবো সবার পরিচিত একটি ফুলের ফটোগ্রাফি। এটি হলো কমলা রঙের গোলাপ। আমরা সবাই গোলাপ পছন্দ করি আর যেকোনো প্রজাতির গোলাপই আমার কাছে অনেক ভালো লাগে। কমলা কালার গোলাপ দেখে একটু বেশিই ভালো লেগেছে।
সবশেষে আরও একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। এবার দেখাবো গোলাপী রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি। এই কালারের গোলাপ দেখতে খুব ভালো লাগে। আমি আবার অন্য ফুলের তোলনায় গোলাপ ফুল বেশি পছন্দ করি।
এই হলো আমার আজকের বেশ কিছু ফুলের রেনডম ফটোগ্রাফি। আশা করি আমার আজকের ফটোগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্য করে জানাবেন। যাই হোক আমার লেখা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই দোয়া কামনা করি।
পোস্টের বিবরণ
ডিভাইসের নাম | vivo y16 |
---|---|
ফটোগ্রাফার | @tanjima |
ক্যাটাগরি | ফটোগ্রাফি |
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
https://x.com/TanjimaAkter16/status/1859657076634685798?t=USUGXfSfykzZP-OHH5kGCw&s=19
ডেইলি টাস্ক রিপোর্ট
শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাই আপু , আপনি ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে দারুণ একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছে বলে ৷ আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো ৷ প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ৷ ভীষণ ভালো লাগলো আমার ৷
এটা একদম ঠিক বলেছেন আপু ফুল আমরা সকলেই অনেক ভালোবাসি। ফুলের সৌন্দর্য যতই দেখি ততই ভালো লাগে। গোলাপ ফুল গুলো দেখতে বেশি সুন্দর লাগছে আপু। কালার গুলো খুবই সুন্দর।
খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এতো অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এখানে আপনি সবগুলো ফটোগ্রাফি শেয়ার করার মাধ্যমে আপনার ফটোগ্রাফির দক্ষতাকে খুব ভালোভাবে ফুটে উঠেছে৷ একই সাথে এখানে একের পর এক ফটোগ্রাফিগুলো যখন দেখছিলাম তখন একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷
আপু আপনি চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো। কসমস ফুলের ফটোগ্রাফি গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম।।ফ্রাঙ্গিপানি ফুল আমি তো মনে করলাম কাঠ গোলাপ ফুল। তবে এই ফুলগুলো মনে হয় দেখিনি সামনে থেকে। অসাধারণ অসাধারণ ফুলের ফটোগ্রাফি করে উপস্থাপনা করেছেন আমাদের মাঝে।