DIY-(এসো নিজে করি) ছেঁড়া জিন্স প্যান্ট দিয়ে সুন্দর একটি ডোরমেট || ১০% প্রিয় লাজুক-খ্যাক🦊এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ঘরে ঢুকতেই পা মুছার জন্য একটি পাপোস রাখতে হয়। ঘরের প্রতিটি ক্ষেত্রে আমরা এই জিনিস রেখে দেই। এটি আমাদের ঘরের সৌন্দর্য আরও যেন বাড়িয়ে তুলে। আমরা সবাই দোকান থেকে কিনে এটি ব্যবহার করি। কিন্তু আমরা কখনো কেউ ঘরে তৈরি করার চেষ্টা করি না। আজ আমি আপনাদের সাথে আরও একটি পরিত্যক্ত জিনিস কীভাবে নতুন জিনিস তৈরি করা যায় তা দেখাবো। জিন্সের প্যান্ট গুলো যখন ছিড়ে যায় তখন আমরা এগুলো ফেলে দিই। কিন্তু এগুলো দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারি। আজকে আমার নতুন হলো জিন্সের প্যান্ট দিয়ে অসম্ভব সুন্দর একটি ডোরমেট।


IMG20211217221323.jpg



ছেঁড়া প্যান্ট দিয়ে ডোরমেট বানাতে যা যা লাগবে


১. একটি ছেঁড়া জিন্স প্যান্ট
২. সুঁই ও সুতা
৩. শপিং ব্যাগ
৪. কাঁচি
৫. চট


IMG20211217163323.jpg



ছেঁড়া প্যান্ট দিয়ে ডোরমেট বানানোর ধাপ নিচে দেখানো হল


ধাপ- ১


IMG20211217151344.jpg


প্রথমে প্যান্টকে সমানভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে।



ধাপ- ২


IMG20211217153300.jpg


তারপরে সাইডে যে শক্ত অংশগুলো থাকে সেগুলো কেটে ফেলে দিতে হবে।



ধাপ- ৩


IMG20211217182203.jpg


এবার টুকরো গুলোকে গোল গোল পিস করে নিতে হবে।



ধাপ- ৪


IMG20211217190355.jpg


এবার একটি চট নিয়ে গোল করে কাটতে হবে। তারপরে শপিং ব্যাগ থেকে লম্বা করে কেটে নিয়ে চটের চারপাশ এ সেলাই করে নিতে।



ধাপ- ৫


IMG20211217191148.jpg


এখন এই চটের মধ্যে গোল করে রাখা একটি একটি করে পিস নিয়ে চারপাশে সেলাই করে নেব।



শেষ ধাপ


IMG20211217221323.jpg


এভাবে সবগুলো পিস লাগিয়ে নিলেই আমাদের ডোরমেট বানানো হয়ে যাবে।


সবশেষে ‌আমার কিছু কথা


IMG20211217221457.jpg


ডোরমেট দেখতে অসাধারণ লাগে। আমরা বিভিন্ন কালারের জিন্সের প্যান্ট দিয়ে এটি বানাতে পারি। আমাদের ঘরে যদি এমন ডোরমেট থাকে তাহলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। খুবই অল্প সময়ের মধ্যে আপনারা এটি তৈরি করতে পারবেন। অনেক সময় দেখা যায় আমাদের ঘরে যে ডোরমেটগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়, তখন আমরা শুধু বলি কিনে আনব কিন্তু আর আনা হয় না। এই সময় যদি আমরা একটু চেষ্টা করে ঘরে থাকা পরিত্যাগ প্যান্ট দিয়ে বানাতে পারি তাহলে খুবই ভালো হয়। আজ এ পর্যন্তই দোয়া করবেন আবার যেন আপনাদের কাছে আরও একটি নতুন ডাই নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে।


EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKjwZbPAMBasfs2MV73QCqFuAt1sApAaP6PiH9RwQkXEF8TyaiXiZZ9U5bxdmd...TFsE6jv9VziAydZJDnHhTRwR8oymmuksM7BuvbBrkaD4QN8GxBNEaH6fm18BqBPKHYq8wPkPZHzH2as97CweyF5V769rsPLKDuJuvbbsog7JKZnjAUWz5FDxp6 (1).png

Sort:  
 3 years ago 

প্যান্ট দিয়ে ডোরমেট বানানো আমার কাছে খুবই ভালো লেগেছে আপু। ফেলে দেওয়া পুরাতন জিন্স প্যান্ট দিয়ে আপনি দারুন একটি ডোরমেট তৈরি করেছেন। আপনার উপস্থাপনা অনেক ভালো ছিল আপু। আপনার সৃজনশীলতার প্রশংসা করতেই হয় আপু। অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া প্রতিনিয়ত আপনারা এভাবে উৎসাহ দেওয়ার জন্য। দোয়া রাখবেন যেন আরো চেষ্টা করে যেন আমি সামনে এগিয়ে যেতে পারি।

আপনার জন্য অনেক শুভকামনা ভাইয়া।

 3 years ago 

আজকের তৈরি জিনিসটি কিন্তু সত্যি খুব উপকারি। এমন নষ্ট হয়ে যাওয়া প্যান্ট আমাদের সবার বাড়িতেই কম বেশি থাকে। আমরা যদি বুদ্ধি দিয়ে এভাবে ব্যবহার করি তাহলে আমাদের নিজেদেরই আলাদা একটা তৃপ্তি আসবে । খুব পছন্দ হলো পুরো কাজটি দিদি। দারুন কিছু শিখলাম আজ।

 3 years ago 

দিদি এত সুন্দর মিষ্টি কমেন্ট যা সামনে কাজের গতি আরো বাড়িয়ে দেবে আমায়। আর সুন্দর একটি মন্তব্য করছেন আমরা যদি বুদ্ধি দিয়ে কাজ করি তাহলে এখানে একটা তৃপ্তির আসবেই।

 3 years ago 

আপু আপনি অনেক সুন্দর ভাবে একটি প্যান্ট দিয়ে ডোরমেট তৈরি করেছেন। অসাধারণ হয়েছে আপু। আপনার জন্য শুভকামনা রইল। এই ভাবে এগিয়ে যান আপু। সফলতা আসবে৷

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া এভাবে উৎসাহ দেওয়ার জন্য। সবসময় এভাবে পাশে থাকবেন এবং দোয়া করবেন।

 3 years ago 

অবশ্যই আপু

 3 years ago 

খুবই ইউনিক একটি আইডিয়া হয়েছে আপু আপনার পাপোশ তৈরি। এভাবে তো কখনও চিন্তা করে দেখি নি। বাসায় অনেক পুরনো জিন্স থাকে, সেগুলো ফেলে দেওয়া হয়। আপনার এই আইডিয়াটি কাজে লাগিয়ে পাপোশ বানালে খুবই ভালো হবে। আপনার পাপোশটি দেখতে বেশ সুন্দর হয়েছে এবং আপনি বানানোর পদ্ধতি গুলোও খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যা দেখে সহজে এটি বানানো যাবে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ দিদি, আমাকে উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য। সবার বাসার পুরনো জিনিস দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। দোয়া করবেন সবসময় দিদি।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 64884.95
ETH 2619.31
USDT 1.00
SBD 2.82