"আমার বাংলা ব্লগ" এর জন্য হাতে আঁকা রুমালের ডিজাইন আর্ট।
প্রিয় ভাই ও বোনেরা,আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।
আজ আবারও চলে আসলাম অন্য রকম পোস্ট নিয়ে। অনেকদিন আগে এই ধরনের পোস্ট শেয়ার করেছিলাম। আপনারা সেই পোস্টে খুব সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দিয়েছিলেন। তারজন্য অনেক দিন পর আবারও তেমনি সুন্দর একটি পোস্ট নিয়ে চলে আসলাম। আমি আর্ট করতে অনেক পছন্দ করি আর সেজন্যই মাঝে ছোট খাট কিছু আর্ট করে শেয়ার করার জন্য চলে আসি। আজকেও তেমনি ছোট্ট একটি আর্ট নিয়ে চলে আসলাম। আজকে হাতে আঁকা রুমালের ডিজাইন আর্ট শেয়ার করতে এসেছি।
আমি জামাকাপড় সেলাই করতে পারিনা তারজন্য এই ডিজাইন রুমালে না তুলে খাতায় এঁকে নিয়ে আসলাম। খাতায় আঁকার পরও এই ডিজাইন দেখতে অনেক সুন্দর লাগছে আর রুমালে সুন্দর ভাবে বিভিন্ন কালারের সুতা দিয়ে তুলতে পারলে আরও বেশি সুন্দর লাগবে। আপনারা ইচ্ছে করলে আমার এই সুন্দর ডিজাইন রুমালে তুলে শেয়ার করতে পারেন। আমার এই ডিজাইনের একপাশে সুন্দর ভাবে "আমার বাংলা ব্লগ" লেখাতে এর সৌন্দর্য আরও দ্বিগুন বেড়ে গিয়েছে। আমার কাছে এই আর্ট করে অনেক ভালো লেগেছে। আশাকরি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
𒆜প্রয়োজনীয় উপকরণ 𒆜
★ সাদা পেপার
★ পেন্সিল
★ সাইনপেন
★ রাবার
★ কালো কলম
★ কম্পাস
𒆜১ম ধাপ𒆜
প্রথমে সাইন পেন দিয়ে সুন্দর করে তিনটি ফুল এঁকে নেব।
𒆜২য় ধাপ𒆜
এরপর ফুলের কিছু পাতা এঁকে নেব।
𒆜৩য় ধাপ𒆜
এবার কম্পাস দিয়ে গোল বৃত্ত এঁকে নেব। এরপর খালি জায়গায় আমার বাংলা ব্লগ লিখে নিলাম। এবার আমার বাংলা ব্লগ এর নিচে কিছু লাভ এঁকে নেব।
𒆜৪র্থ ধাপ𒆜
এবার কালো সাইন পেন দিয়ে সম্পূর্ণ ডিজাইন সুন্দর ভাবে ফুটিয়ে তোলা চেষ্টা করলাম।
𒆜৫ম ধাপ𒆜
এবার ফুল আর লাভ লাল কালার সাইন পেন দিয়ে কালার করে নেব।
𒆜৬ষ্ট ধাপ𒆜
এবার পাতা সবুজ কালার সাইন পেন দিয়ে সুন্দর করে কালার করে নেব।
𒆜শেষ ধাপ𒆜
এবার গোল দাগ সুন্দর ভাবে ডিজাইন করে নেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের "আমার বাংলা ব্লগ" এর জন্য হাতে আঁকা রুমালের ডিজাইন আর্ট।সম্পূর্ণ আর্ট শেষ করতে মোটামুটি অনেক সময় লেগেছিল। তবে সম্পূর্ণ আর্ট শেষ করার পর আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
সবশেষে আর্টের পাশে আমার সাইন দিয়ে দেব। এই ধরনের সুন্দর ও ইউনিক আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের মাঝে চেষ্টা করেছি প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করতে জানিনা কতটুকু পেরেছি। আমার এই আর্টের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো আর্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আর্ট পোস্ট আমার অনেক ভালো লাগে আমিও আর্ট পোস্ট করে থাকি যদিও খুব একটা সুন্দর হয় না। তারপরও চেষ্টা করি কিন্তু আপনার আর্ট পোস্ট দেখে আমি মুগ্ধ হয়েছি অনেক সুন্দর ছিল আপনার পোস্টে প্রতিটি ধাপ অসাধারণভাবে শেয়ার করেছেন ধন্যবাদ।
ভাইয়া চেষ্টা করতে থাকেন এক সময় সুন্দর হয়ে যাবে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
অসাধারণ ডিজাইন করেছেন আপু । আপনি আমাদের সকলের প্রিয় কমিউনিটির নাম রুমালের মধ্যে ডিজাইন করেছেন দেখে খুব ভালো লাগলো। রুমালের মধ্যে ফুল এবং প্রিয় কমিউনিটির নাম পেইন্টিং বেশ দুর্দান্ত হয়েছে। এত অসাধারণ পেইন্টিং আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো।
ছেলেবেলায় দেখতাম রুমালের মধ্যে খুব সুন্দর আঁকা হতো তাও আবার সেই সুতা দিয়ে। আর আজ দেখলাম আপনি প্রিয় কমিউনিটির জন্য বেশ সুন্দর করে রুমালের উপরে হাতে এঁকেছেন। অসাধারণ ছিল আপনারা আজকের হাতে অঙ্কন করা রোমাল টি
ছোট বেলায় আমিও মায়ের হাতে তুলা রুমালের খুব সুন্দর ডিজাইন দেখেছি। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
অসাধারণ একটি রুমালের ডিজাইন শেয়ার করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
বাহ দারুন হয়েছে আপু আমাদের প্রাণ প্রিয় কমিউনিটির নাম দিয়ে খুব সুন্দর একটি রুমাল ডিজাইন করেছেন। আমার বাংলা ব্লগকে ভালবেসে রুমালটি সব সময় সাথে রাখবেন। ধন্যবাদ আপু।
ভাইয়া এটা রুমাল নয়। খাতায় আঁকা ডিজাইন। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
রুমালের ডিজাইন আর্ট অসাধারণ হয়েছে। আপনার চিত্র অংকন উপস্থাপন অসাধারণ। দেখে খুবি ভালো লেগেছে আমার
ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
প্রাচীনকালে রুমাল অনেক ব্যবহার করা হতো। তবে বর্তমান সময়ে রুমালের ব্যবহার খুবই কমে গেছে কিন্তু সীমিত সংখ্যক মানুষ এখনো রুমাল ব্যবহার করেন। আপনি আমার বাংলা ব্লগ নাম দিয়ে বেশ সুন্দর একটি রুমাল আঁকলেন দেখতে খুব সুন্দর হয়েছে। আপনি দুর্দান্ত একটি রুমাল অঙ্কন করলেন প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন দেখতে অনেক সহজ হয়েছে।
হ্যাঁ আপু এর ব্যবহার এখন কমে গিয়েছে। তবে তারা সৌখিন মানুষ তাদের মধ্যে প্রচলিত রয়েছে। সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
আপনার হাতে আঁকা রুমালের ডিজাইন আর্টটি দেখে আমি অনেক বেশি মুগ্ধ হয়েছি। রুমালের মধ্যে এত সুন্দর আর্ট করা যে আমি স্বপ্নেও ভাবিনি। বিশেষ করে আমার বাংলা ব্লগ এর নাম এবং ফুলগুলো অনেক অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রুমালের ডিজাইন আমাদের মাঝে প্রদর্শন করার জন্য।
আপু আমি খাতায় এঁকেছি। রুমালের মধ্যে আমিও পারিনা। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।