Diy-রঙিন কাগজ দিয়ে হাঙ্গর এর অরিগ্যামি।
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার কাছে অনেক ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে বানানো জিনিস দেখতেও অনেক সুন্দর লাগে। রঙিন কাগজ দিয়ে বানানো জিনিস বাচ্চারা পেলে খুব খুশি হয়। তারজন্য মাঝে মাঝেই রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানানোর চেষ্টা করি। আজকে আমি আপনাদের সাথে রঙিন কাগজ দিয়ে হাঙ্গর এর অরিগ্যামি শেয়ার করতে চলে এসেছি।
এই অরিগ্যামি বানাতে গিয়ে আমার একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এত ভাঁজ দিতে হয় যার জন্য মাথা এলোমেলো হয়ে গিয়েছিল। একদম শেষের দিকে তো কোনোভাবে মিলিয়ে সম্পূর্ণ করেছি। আমি জানি আমার এই ডাই প্রজেক্ট দেখতে একটু সুন্দর হয়নি। কিন্তু এত কষ্ট করে বানিয়েছি বলে শেয়ার করে নিলাম। এই ডাই প্রজেক্ট বানাতে আমার অনেক সময় লেগেছিল। তবে সম্পূর্ণ বানানোর পর দেখতে বেশি খারাপ ও লাগেনি। চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে হাঙ্গর এর অরিগ্যামি অরিগ্যামি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
রঙিন কাগজ।
হাঙ্গর বানানোর ধাপসমূহ
𒆜১ম ধাপ𒆜
প্রথমে একটি রঙিন কাগজ নিয়ে এক কোণা ভাঁজ করে বাড়তি অংশ কেটে নিলাম।
𒆜২য় ধাপ𒆜
এবার ত্রিভুজের মতো করে ভাঁজ করে উপরের এক কোণা মাঝখান বরাবর ভাঁজ করে নেব। এরপর সেই ভাঁজ খুলে নিচে থেকে চিকন ভাবে ভাঁজ করে নেব।
𒆜৩য় ধাপ𒆜
এখন সম্পূর্ণ ভাঁজ খুলে নেব। এরপর একপাশের ছোট দাগের মাঝখান বরাবর ভাঁজ করে নেব। এভাবে দু'পাশে ভাঁজ করে নেব।
𒆜৪র্থ ধাপ𒆜
এবার দু'পাশের ভাঁজ একসাথে করে মাঝখানে একটু অংশ বাড়তি ভাবে ভাঁজ করে নেব। এভাবে দু'পাশে ভাঁজ করে নেব। এখন মনে হচ্ছে হাঙ্গরের উপরের শিং এর মতো।
𒆜৫ ম ধাপ𒆜
এখন মাথায় একই ভাবে ভাঁজ করে নেব। এরপর অপর পাশে ভাঁজ করে নেব।
𒆜৬ষ্ট ধাপ𒆜
এবার মাঝখান বরাবর লম্বা করে ভাঁজ করে নেব।এরপর একদম মাথার একটু অংশ ছোট করে ভাঁজ করে নেব।
𒆜৭ম ধাপ𒆜
এখন মাঝখান খুলে এর ভিতরে উপরের ছোট ভাঁজ করা অংশ দিয়ে দেব। এরপর দুপাশ আবার ভাঁজ করে নেব।
𒆜৮ম ধাপ𒆜
এখন আবার দু'পাশ চিকন করে ভাঁজ করে নেব।
𒆜৯ম ধাপ𒆜
এবার লম্বা ভাবে ধরে শিং এর মতো অংশ ভাঁজ করে নেব। এভাবে দু'পাশে ভাঁজ করে নেব।
𒆜১০ম ধাপ𒆜
এবার মাঝখানের অংশ খুলে দু'পাশে ছোট করে ভাঁজ করে নেব।এরপর আবার মিলিয়ে নেবো।
𒆜শেষ ধাপ𒆜
সবশেষে এবার নিচের অংশ সুন্দর করে লেজ বানিয়ে নেবো। এরপর মাছের মুখ ও চোখ এঁকে নিলাম।তাহলেই হয়ে যাবে আমার আজকের হাঙ্গর এর অরিগ্যামি।
এবার সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই ডাই প্রজেক্ট এর ধাপগুলো মিলাতে খুব সমস্যায় পড়তে হয়। যেমন বানাতে সময় লেগেছে তেমনি লিখতেও অনেক সময় লেগেছে। আমার তৈরি করা অরিগ্যামি আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ডাই প্রজেক্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে হাঙ্গরের অরিগ্যামিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। চোখও মুখ এঁকে দেওয়ার কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
হ্যাঁ আপু চোখ মুখ দেওয়াতে খুব সুন্দর লেগেছিল। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
আপু রঙিন কাগজ দিয়ে হাঙ্গরের অরিগামিটি খুব সুন্দর হয়েছে।আপনি আবার চোখ, মুখ এঁকে দিলেন।আরো বেশী সুন্দর হল।আমার কাছে ভীষণ ভালো লেগেছে।আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরলেন। চমৎকার হলো হাঙ্গরের অরিগামিটি দেখতে।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
রঙিন কাগজ দিয়ে হাঙ্গর এর অরিগ্যামি অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দেখে শিখতে পারলাম।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আসলে এই রঙিন কাগজের জিনিসগুলো বানাতে বেশ সময়ের প্রয়োজন হয় আর বাচ্চারা পেলেও বেশ খুশি হয় । আমিও এইতো কয়েকদিন আগে একটি জিনিস বানিয়েছিলাম এক ঘন্টা সময় লেগেছিল কিন্তু শেষমেষ আমার মন মতো হলো না তাই টেনে ছিঁড়ে ফেলেছি ।যাইহোক আপনার আজকের হাঙরের অরিগামি টি মোটামুটি ভালো হয়েছে । তবুও তো আপনি শেয়ার করেছেন আমার মত ছিঁড়ে ফেলেন নি ।এটাই অনেক বড়। ধন্যবাদ আপনাকে।
আপু আমিও মাঝে মাঝে এমন করি মন মতো না হলে ছিঁড়ে ফেলে দেই। তবে এটা বানাতে অনেক কষ্ট হয়েছে বলে শেয়ার করেছি। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন দেখতে অনেক ভালো লাগে। আজকে হাঙ্গর তৈরি করলেন রঙ্গিন কাগজ দিয়ে অসাধারণ সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করলেন হাঙ্গর অরিগ্যামি কিভাবে তৈরি করলেন অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।