রঙিন কাগজ দিয়ে ফুল।১০% লাজুক খ্যাঁককে
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আমার কাছে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে অনেক ভালো লাগে। তবে যেকোনো কাজ করতে একটু পরিশ্রম আর ধৈর্যের প্রয়োজন হয়। আপনি যদি ভালোবেসে ধৈর্য ধরে ছোট বা বড় যেই কাজই হোক না কেন করতে পারেন তাহলে সেই কাজ করতে বেশি সময় লাগবেনা। আমরা অনেক সময় রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ফুলের নকশা,ওয়ালমেট সহ আরও অনেক কিছু বানাই। প্রতিটা জিনিসই দেখতে খুব সুন্দর লাগে। যেহেতু রঙিন কাগজের জিনিস দেখতে অনেক সুন্দর লাগে তারজন্য আজ আমি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল নিয়ে আসলাম। আমার কাছে এই ফুল বানাতে অনেক ভালো লেগেছে। তাহলে চলুন সেই ফুল বানানোর পদ্ধতি দেখে আসি।
𒆜প্রয়োজনীয় উপকরণ𒆜
★ রঙিন কাগজ
★ পেন্সিল
★ গাম
★কাঁচি
★ কম্পাস
𒆜১ম ধাপ𒆜
প্রথমে আমি লাল কালার রঙিন কাগজ নিয়ে সমান ভাবে চার ভাঁজ করে কেটে নেব।
𒆜২য় ধাপ𒆜
এখন একটি ভাঁজ নিয়ে একে আবার চার ভাঁজ করে নেব। এরপর এর মধ্যে কম্পাস দিয়ে ৫সে.মি. বৃত্ত এঁকে নেব।
𒆜৩য় ধাপ𒆜
এখন কাঁচি সাহায্যে সেই বৃত্ত কেটে নেব। এভাবে সবগুলো ভাজ থেকে গোল গোল করে বৃত্ত কেটে নেব।
𒆜৪র্থ ধাপ𒆜
এবার সবুজ কালার পেপার নেব। এরপর এর অর্ধেক অংশ কেটে নেব। এবার সবুজ পেপার চিকন করে ডাল বানিয়ে নেব।
𒆜৫ম ধাপ𒆜
এখন গোল বৃত্ত সমান ভাঁজ করে নিচে একটু গাম লাগিয়ে নেব। এরপর বানিয়ে রাখা ডালের মধ্যে লাগিয়ে নেব।
𒆜৬ষ্ঠ ধাপ𒆜
এভাবে করে সবগুলো ফুল লাগিয়ে নেব।
𒆜৭ম ধাপ𒆜
এবার সবুজ পেপার নিয়ে ভাজ করে এতে পেন্সিল দিয়ে পাতা এঁকে নেব। এখন কাঁচি দিয়ে কেটে নেব।
𒆜শেষ ধাপ𒆜
এবার ডালের মধ্যে পাতা গাম দিয়ে লাগিয়ে নেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের রঙিন কাগজ দিয়ে ফুল। আজকের এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের সবার কাছেও অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ডাই প্রজেক্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
ওয়াও আপু চমৎকার লাগছে রঙিন কাগজের ফুল টি দেখতে। কালার কম্বিনেশন দারুন ভাবে ফুটে চলেছে। রঙিন কাগজের এই ফুলগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে সুন্দর লাগে। ফুল তৈরির প্রতিটি ধাপ আপনি সহজ ভাবে বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে
আপু ঠিন বলেছেন রঙিন কাগজের এই ফুলগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে। খুব সুন্দর মন্তব্য করেছেন। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
রকি ভাইয়ার পোস্টেও আজ সেইম একটা ফুল বানানো দেখেছি।যদিও আমার কাছে কলির মতোই লেগেছে।
বেশ আকর্ষণীয় ছিল ক্রাফটা।উপস্থাপনাও ভালো ছিল।শুভ কামনা রইলো।
ভাইয়া রকি ভাইয়া পোস্ট দেখা হয়নি। তবে আপনার কাছে আমার এই পোস্ট ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনি ঠিক বলছেন আপু কোন কাজ করতে হলে তো সময় ধৈর্য সবগুলো হাতে নিয়ে কাজ করতে হয় তাহলে সফলতা আসে।আমার বাংলা ব্লগে শেয়ার করা সবার পোস্ট যেমন ফুল ও ওয়ালমেট তৈরি করা দেখতে বেশ ভালো লাগে।আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে একটি ফুল তৈরি করেছেন।তা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে এবং আমার কাছে বেশ ভালো লেগেছে।
আপু এভাবে প্রশংসা মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করার সফটওয়্যার একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আসলেই এই ধরনের ফুলগুলো তৈরি করার জন্য অনেক সময়ের প্রয়োজন হয়। ডালসহ ফুলটি, সত্যি দারুন দেখাচ্ছে।
ঠিক বলেছেন ভাইয়া এই ধরনের কাজ করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আপু। রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আমিও রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে ভীষণ ভালোবাসি। আপনার পোস্ট ভালো লেগেছে।
আপনিও রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে ভালোবাসেন শুনে খুব ভালো লাগলো। আমারও রঙিন কাগজে তৈরি জিনিস বানাতে ভালো লাগে ।ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আমিও আপনার কথা সঙ্গে একমত পোষণ করছি কোন কাজকে যদি ভালবেসে ধৈর্য সহকারে করা হয় তাহলে সেটা করতে এমন বেশি সমস্যায় পড়তে হয় না। ঠিক তেমনিভাবে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে হলে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। সময় এবং ধৈর্য নিয়ে কোন কিছু করলে সেটা দেখতে খুবই চমৎকার দেখায়। আপনার দিকে তো এই রঙিন কাগজের ফুল দেখতে খুবই আকর্ষণীয় লাগছে দেখে আমি সত্যি মুগ্ধ। খুবই দক্ষতার সঙ্গে আপনি এটা তৈরি করেছেন।
ভাইয়া গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোন কাজকে ভালোবেসে করলে সত্যি তাড়াতাড়ি করা সম্ভব হয় আর সেটা দেখতেও খুব সুন্দর হয়।
ঠিকই বলেছেন আপনি যেকোনো কাজে ই সময় ও ধৈর্য সহকারে পড়লে সে কাজ করতে বেশি সমস্যায় করতে হয় না রঙিন কাগজের তৈরি জিনিসগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। রঙ্গিন কাগজের তৈরি ফুলটি দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। তৈরির পদ্ধতি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি ফুল তৈরি শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধৈর্য ধরে কাজ করলে সব কাজই তাড়াতাড়ি হয়। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।
অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন আপু। এটা দেখতে খুবই সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপু আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
রঙিন কাগজ আর ঘাম দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। এরকমভাবে ফুল তৈরি করতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন হয় আপু।