Diy-রঙিন কাগজ দিয়ে ল্যাম্প এর অরিগ্যামি।
আসসালামু আলাইকুম
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে রঙিন কাগজ দিয়ে অরিগ্যামি তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। তারজন্য আজকে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ল্যাম্প এর অরিগ্যামি তৈরি করে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার এই অরিগ্যামি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রঙিন কাগজের এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের অরিগ্যামি তৈরি করতে অনেক সময় লাগে। আজকের এই অরিগ্যামি সম্পূর্ণ তৈরি করার পর আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যাই হোক এবার চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি সুন্দর এই ল্যাম্প এর অরিগ্যামি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. রঙিন কাগজ।
২. গাম
৩. কাঁচি
৪. পেন্সিল
৫. স্কেল
ল্যাম্প বানানোর ধাপসমূহ
𒆜১ম ধাপ𒆜
প্রথমে দুটি রঙিন কাগজ একটি বড় আর একটি একটু ছোট করে কেটে নেবো।
𒆜২য় ধাপ𒆜
এবার হলুদ পেপারের উপর পেন্সিল আর স্কেল ধরে ঘর করে নেব।
𒆜৩য় ধাপ𒆜
এখন দাগের দু'পাশে এক সে. মি. করে বিন্দু দিয়ে দেব।
𒆜৪র্থ ধাপ𒆜
এবার ব্লেট দিয়ে দিয়ে এক বিন্দু থেকে আরেক বিন্দু বরাবর কেটে নেবো। এরপর দু'পাশের খালি জায়গা চিকন করে ভাঁজ করে নেব।
𒆜৫ ম ধাপ𒆜
এখন চিকন করে ভাঁজ করা অংশের মধ্যে গাম দিয়ে সবুজ পেপার লাগিয়ে নেবো।
𒆜৬ষ্ট ধাপ𒆜
এবার দু'পাশের অংশ গাম দিয়ে লাগিয়ে নেবো।এখন দেখতে কলসির মত দেখাচ্ছে।
𒆜৭ম ধাপ𒆜
এখন আরও একটি হলুদ পেপার কেটে নেবো। এরপর কাঁচি দিয়ে সম্পূর্ণ পেপার চিকন করে কেটে নেবো।
𒆜শেষ ধাপ𒆜
এবার এই পেপার গাম দিয়ে ল্যাম্পের নিচে লাগিয়ে নেবো। এরপর ল্যাম্পের উপরে ধরার জন্য চিকন করে ফিতার মতো বানিয়ে নেবো।
𒆜উপস্থাপনা𒆜
সবশেষে এবার সেই ধরনি গাম দিয়ে ল্যাম্পের দু'পাশে লাগিয়ে নেবো। তাহলেই হয়ে যাবে আমার আজকের ল্যাম্পের অরিগ্যামি। এবার সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। বিশেষ করে ঘরে সাজিয়ে রাখলে দেখতে বেশি ভালো লাগে। তাইতো আমি মাঝে মাঝেই রঙিন কাগজের অরিগ্যামি তৈরি করার চেষ্টা করি। জানিনা আমার তৈরি করা অরিগ্যামি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ডাই প্রজেক্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে বেশ সুন্দর লাগে। আরে তৈরি পদ্ধতিটা যদি খুব ভালো হয় তাহলে তার কথাই নেই। আপনি আজকে রঙিন কাগজ দিলেন ল্যাম্প এর অরিগামি তৈরি করেছেন। তৈরি ধাপগুলো খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন। এই ল্যাম্পগুলো তৈরি করে টেবিলের উপরে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর একটি জিনিস তৈরি করেছেন আপু ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ল্যাম্প তৈরি করেছেন। যেটা দেখতে খুবই চমৎকার লাগছে। কালার কম্বিনেশনটা দারুন হয়েছে। যার কারণে দেখতে একটু বেশি সুন্দর লাগছে। কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে দেখতে সুন্দর দেখা যায়। তাইতো আমিও চেষ্টা করি সময় পেলে রঙিন কাগজ দিয়ে কিছু না কিছু তৈরি করতে।
ভাইয়া আপনার কাছে এত ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
ঠিক বলেছেন আপু, রঙিন কাগজ দিয়ে তৈরি অরিগ্যামি গুলো দেখতে অনেক সুন্দর লাগে ।আপনার তৈরি রঙিন কাগজ দিয়ে ল্যাম্পের অরিগ্যামি টি অসাধারণ লাগছে দেখতে, এই ধরনের কাজগুলো করতে, সত্যিই অনেক বেশি সময় লাগে।
হ্যাঁ আপু রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা যায়। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।
আপু আপনি রঙ্গিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ল্যাম্প তৈরি করেছেন যা দেখতে খুবই সুন্দর হয়েছে।এই ধরনের ল্যাম্প গুলো ঘরের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেয়।কালার কম্বিনেশন টা অনেক সুন্দর হয়েছে।অনেক সুন্দর ল্যাম্প টি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
ঠিক বলেছেন আপু এই ধরনের ল্যাম্প ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলে। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।
রঙিন কাগজ অনেক সুন্দর করে ল্যাম্পের অরিগামি করেছেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। সবুজের মধ্যে হলুদ দাওয়ায় দেখতে বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
আপনার কাছে এত ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
রঙির কাগজ দিয়ে এত কিছু তৈরি করা যায় তা আমার আগে এত জানা ছিল না। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত রঙিন কাগজ দিয়ে জিনিস গুলো দেখতে বেশ ভালোই লাগে। রঙিন কাগজ দিয়ে তৈরি করা ল্যাম্প আমার অনেক ভালো লেগেছে দেখতে খুব সুন্দর ভাবে তৈরি করলে ধন্যবাদ আপনাকে।
আপু আমিও আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এসে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানানো শিখেছি। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
রঙিন কাগজ দিয়ে ল্যাম্প এর অরিগ্যামি। রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে তা দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছ থেকে। আর আপনি দেখছি অনেক দক্ষতা এবং অভিজ্ঞতার সহিত ল্যাম্প তৈরি করেছেন।যা দেখে তো আমি মুগ্ধ হয়েছি চোখ ফেরাতে পারছি না এত সুন্দর ছিল। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট সকলের মাঝে উপহার স্বরূপ দেওয়ার জন্য।
রঙিন কাগজ দিয়ে প্রস্তুত করা অরিগামি গুলো সৌন্দর্য উপভোগ করতে বরাবরই আমার অনেক ভালো লাগে।
আপনি অনেক সুন্দর ভাবে ল্যাম্পের অরিগামিটি প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।
কালার কম্বিনেশন টা দারুন ফুটেছে ঘরে শোপিস হিসেবে রেখে দিলে ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেবে।।
বাহ আপনার দক্ষতার প্রশংসা করতেই হয়। আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে ল্যাম্প তৈরি করেছেন । খুবই দুর্দান্ত হয়েছে।রঙিন কাগজ দিয়ে ল্যাম্প তৈরি প্রক্রিয়া খুবই সুন্দর হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনার কাছ থেকে প্রশংসা পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ।
রঙিন কাগজের ল্যাম্পের অরিগামি দেখে খুব ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে এই অরিগামিটি তৈরি করেছেন। দেখতে খুব ভালো লাগতেছে এটি। যদি উপরের অংশে কয়েকটা ফুল দেওয়া হতো তাহলে আরো বেশি আকর্ষণীয় লাগতো। যাইহোক এমনিতেই বেশ আকর্ষণীয় লাগছে এটা দেখে খুব ভালো লাগলো। সবার মাঝে শেয়ার করেছেন দেখে অনেক বেশি ভালো লেগেছে।