রঙিন বৃত্ত ফুলের সুন্দর আর্ট
আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।
আজ দু'দিন ধরে ঢাকার আকাশ খুবই মেঘলা রয়েছে আর পরিবেশটাও একটু ঠান্ডা। কালো মেঘ করেও বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে আর বৃষ্টি হচ্ছে না। তবে বাহিরে খুব ঠান্ডা বাতাস রয়েছে আর আমার তো ইচ্ছে করে সারাদিন বারান্দায় বসে থাকি। বিকাল হলে বারান্দা দিয়ে মেঘলা পরিবেশের এমন সুন্দর দৃশ্য দেখতে খুব ভালো লাগে। এমন সুন্দর একটি ওয়েদারে ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে। কিন্তু কোথায় যাবো ভেব পাচ্ছি না। তাই ভাবলাম কোথাও যেহেতু যাওয়া হচ্ছে না তাহলে পোস্টের মাধ্যমে আপনাদের সাথেই একটু ঘুরে আসি।
আজ আবারও চলে আসলাম সুন্দর একটি আর্ট পোস্ট নিয়ে। আমার কাছে এই ধরনের আর্ট করতে অনেক ভালো লাগে। তারজন্য আমার মনের মাধুরি মিশিয়ে যা মনে আসছিল তাই আঁকা শুরু করলাম। আজকে রঙিন বৃত্ত ফুলের সুন্দর এই আর্ট নিয়ে এসেছি। যদিও এই আর্ট অনেক আগে করেছিলাম। ঈদে গ্ৰামে যাবো বলে বেশ কিছু আর্ট করেছিলাম। সেগুলোই এখন একটি একটি করে শেয়ার করছি। ভাবছি আগে করে রাখা আর্ট গুলো শেষ হলে তারপর আবার নতুন আর্ট করতে বসবো। এই ধরনের ছোট ছোট আর্ট রঙিন করলে দেখতে বেশি ভালো লাগে। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ
১. সাদা কাগজ
২. সাইন পেন
৩. কম্পাস
𒆜১ম ধাপ𒆜
প্রথমে কম্পাস দিয়ে চারটি বৃত্ত এঁকে নেব। এরপর প্রথম বৃত্তের ভিতরে ছোট একটি ফুল এঁকে নেব।
𒆜২য় ধাপ𒆜
এবার ফুলের চারপাশে ঢেউ এর মতো ডিজাইন করে নেব। এরপর মাঝখানে আবার ডিজাইন করে নেব।
𒆜৩য় ধাপ𒆜
এখন মাঝখানের ফাঁকা জায়গায় লাভ এঁকে নেব। এরপর সেই লাভের উপরে ফুলের পাপড়ি এঁকে নেব।
𒆜৪র্থ ধাপ𒆜
এবার ফুলের ভিতরে ডিজাইন করে নেব।
𒆜৫ম ধাপ𒆜
এখন লাভ কালার করে নেব।
𒆜৬ষ্ট ধাপ𒆜
এরপর লাভের উপরের ডিজাইন কালার করে নেব।
𒆜শেষ ধাপ𒆜
এখন সবশেষে ঢেউ মতো ডিজাইন কালার করে নেবো। তাহলেই হয়ে যাবে আমার আজকের রঙিন বৃত্ত ফুলের সুন্দর আর্ট।
সম্পূর্ণ আর্ট শেষ হবার পর সুন্দর ভাবে উপস্থাপন করে নিয়ে আসলাম। যাই হোক আপনাদের মাঝে চেষ্টা করেছি প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করতে জানিনা কতটুকু পেরেছি। আমার এই আর্ট এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো আর্ট এর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
ভিন্ন ধরনের একটা আর্ট দেখলাম আপু। বেশ ভালো লাগলো এই আর্ট টা দেখে। বিশেষ করে কালারফুল হওয়ার কারণে অনেক বেশি ভালো লাগছে। খুব সুন্দর এবং নিখুঁত ভাবে আর্ট করেছেন। খুবই ভালো লাগলো আপনার আর্ট দেখে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
আপনার কাছে এই আর্ট ভিন্ন লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
এত সুন্দর একটা আর্ট করেছেন দেখে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এই ধরনের আর্টগুলো অঙ্কন করলে অনেক ভালো লাগে আমার কাছে দেখতে। আর যদি হয় কালারফুল তাহলে তো কোনো কথাই নেই। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে খুব সুন্দর করে কালারফুল ভাবে আর্টটি অঙ্কন করে সবার মাঝে শেয়ার করেছেন। এটা দেখলে সবার কাছেই ভালো লাগবে বলে মনে হয়। দুইটা কালার ব্যবহার করে এটা সম্পূর্ণ করাতে বেশি সুন্দর হয়েছে। এরকম আর্টগুলো করার চেষ্টা করলে, পরবর্তীতে আরো অনেক সুন্দর কিছু করতে পারবেন।
আপু আপনার সুন্দর মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। সবসময় এভাবে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
রঙিন বৃত্ত ফুলের সুন্দর আর্ট অনেক সুন্দর হয়েছে। দেখে মুগ্ধ হলাম। খুবই সুন্দরভাবে আপনি অংকন করেছেন ধাপ গুলো দেখে ভালো লাগলো।
সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
মেঘলা দিন আমার অনেক বেশি পছন্দের এই সময়ে বারান্দায় বসে থাকতে অনেক বেশি ভালো লাগে। মেঘলা আকাশের দিকে তাকিয়ে থাকতে অনেক বেশি ভালো লাগে। যাইহোক রঙিন বৃত্ত ফুলের সুন্দর একটা অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে মুগ্ধ হলাম এ ধরনের অংকন দেখে যে কেউ মুগ্ধ হবে বলে আমার মনে হয়। এত সুন্দর একটা অংকন আমাদের সকলের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
মেঘলা দিনে বারান্দায় বসে থাকতে সত্যি খুব ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
রঙিন বৃত্ত ফুলের সুন্দর আর্ট অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আসলে এত সুন্দর ভাবে এই চিত্রটি আপনি উপস্থাপন করেছেন। দেখে শিখে নিয়েছি।
আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
রঙিন ফুলের আর্ট শেয়ার করেছেন খুবই সুন্দর লেগেছে আপু বিশেষ করে কালারফুল ভাবে ফুটিয়ে তুলেছেন বলে বেশি ভালো লেগেছে। আপনার আর্ট করার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার কাছে কালারফুল করার জন্য ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
দারুণভাবে রঙ্গিন বৃত্ত আর্ট করেছেন আপু।ভীষণ সুন্দর হয়েছে আপনার রঙ্গিন বিত্ত আর্ট টি।ধাপে চমৎকার সুন্দর ভাবে রঙ্গিন বিত্ত আর্ট পদ্ধতি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
বাহ আপু আপনি তো অনেক সুন্দর করে রঙ্গিন বৃত্তে চমৎকার ফুলের আর্ট করেছেন। আসলে সাইন পেন দিয়ে কিছু আর্ট করলে দেখতে বেশ ভালই লাগে। তবে আপনার আর্ট এর মধ্যে ছোট ছোট ফুলের ডিজাইনগুলো করার কারণে দেখতে অসাধারণ লাগতেছে। সত্যি বলতে আপনার আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রঙ্গিন বৃত্তে চমৎকার করে আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া সাইন পেন দিয়ে আর্ট করলে দেখতে খুব সুন্দর লাগে। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনি আজকে চমৎকার একটি রঙিন বৃত্তের ফুলের আর্ট করেছেন। এধরনের আর্ট গুলো দেখতে ও অনেক বেশি সুন্দর লাগে। তাছাড়া রং করার জন্য সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পেয়েছে। এতো সুন্দর আর্ট দেখলে যে কারো কাছে ভালো লাগবে। ধন্যবাদ আর্টের প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।
আপনার সুন্দর মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।
কি বলেন আমাদের এখানে তো গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। গতকাল সকাল বেলায় অনেক বৃষ্টি হয়েছে, আজকে সকালেও একই অবস্থা। তাছাড়া ঠিকই বলেছেন এরকম ওয়েদারে ঘুরতে খুব ভালো লাগে। যাইহোক আপনার আজকের আর্টটি কিন্তু খুব সুন্দর হয়েছে। অনেক বেশি কালারফুল তার জন্য এত ভালো লাগছে দেখতে।
আপু একই শহরে থেকেও মাঝে মাঝে বৃষ্টির মধ্য দিয়ে পার্থক্য লক্ষ্য করা যায়। যাই হোক আপনার কাছে আমার এই আর্ট ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।