DIY- (এসো নিজে করি) রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট BY @tanjima | ১০% প্রিয় লাজুক-খ্যাক🦊এর জন্য।
আসসালামু আলাইকুম
হ্যালো বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভাল আছি। করোনা মহামারী চলাকালীন সময়ে নিজেরা যেমন সচেতন থাকবেন, তেমনি অন্যদেরও সচেতন রাখতে চেষ্টা করবেন। 'আমার বাংলা ব্লগ' কমিউনিটিতে প্রায় সব সময় দেখি সকল ইউজাররা বিভিন্ন ধরনের ওয়ালমেট নিয়ে পোস্ট করে। এই পোস্টগুলো দেখে আমার অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় একটা ওয়ালমেট বানাতে অনেক সময়ের প্রয়োজন হয়। কিন্তু আমি সেই সময় পাচ্ছিলাম না তার জন্য আর করা হয়। অবশেষে আজ সন্ধ্যায় একটু সময় পেলাম তাই দেরি না করে ওয়ালমেট বানানোর জন্য বসে পড়লাম।
আজকের এই ওয়ালমেট বানাতে আমার অনেক সময় লেগেছে। জানি না আমার মতো আপনাদেরও একটি ওয়ালমেট বানাতে এত সময় লাগে কি না। 'আমার বাংলা ব্লগ' কমিউনিটির সকল সদস্যদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের নতুন পোস্ট। রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি। আশা করছি আপনাদের সকলের আমার বানানো এই ওয়ালমেট অনেক ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমার আজকের রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট।
ওয়ালমেট বানাতে যা লাগবে
১. হলুদ কাগজ দুটি
২. নীল কাগজ দুটি
৩.লাল রং পেন্সিল
৪. কাঁচি
৫. গাম
ওয়ালমেট বানানোর ধাপসমূহ
ধাপ ১
প্রথমে দুটি হলুদ কাগজ নেব। তারপর এই কাগজ থেকে স্কেল দিয়ে মেপে দৈর্ঘ্য ও প্রস্থ পাঁচ সেন্টিমিটার করে কেটে নেব।
ধাপ ২
এরপর ত্রিভুজের মত এক ভাঁজ করে নেব। তারপর আবারো ত্রিভুজের মত করে ভাঁজ করাব। এভাবে সবগুলো ভাঁজ করে নেব।
ধাপ ৩
এবার পেন্সিল দিয়ে ফুলের পাপড়ির আকৃতি দিয়ে কেটে নেব। এভাবে সবগুলো কেটে নেব। তাহলে আমাদের ফুল বানানো হয়ে যাবে।
ধাপ ৪
এরপরে একটি ফুল নিয়ে এর মধ্যে রঙিন কলম দিয়ে ছোট ছোট দাগ এঁকে নেব। এভাবে সবগুলো করে নেব।
ধাপ ৫
তারপরে প্রতিটা ফুল থেকে একটি করে পাপড়ি কেটে ফেলে দেব। এভাবে করে সবগুলো ফুল থেকে পাপড়ি কেটে নেব।
ধাপ ৬
এবার গাম দিয়ে ফুলের এক পাশের কাটা পাপড়ির সাথে আরেক পাশের পাপড়ি চাপ দিয়ে লাগিয়ে নেব। এভাবে করে সবগুলো ফুল গাম দিয়ে লাগিয়ে নেব।
ধাপ ৭
এরপর একটি নীল কাগজ থেকে চিকন লম্বা কয়েকটা অংশ কেটে নেব। তারপর আবার কম্পাস দিয়ে মেপে তিনটি গোল অংশ কেটে নেব।
ধাপ ৮
এবার গোল অংশটি সমানভাবে ভাঁজ করে মাঝখান বরাবর কেটে নেব। তারপর একটা অর্ধেক অংশ নেব এরপর মাইকের আকৃতি দিয়ে গাম লাগিয়ে নেব।
ধাপ ৯
এবার কেটে রাখা চিকন লম্বা অংশের মাথার নিচে মাইক আর উপর একটা করে ফুল গাম দিয়ে লাগিয়ে নেব। এভাবে সবগুলো লাগিয়ে নেব।
ধাপ ১০
আমি ওয়ালমেট বানাবো বলে আগে থেকে একটি মোটা কাগজকে চাকার মতো করে কেটে রেখেছিলাম। এখন এই লম্বা অংশ গাম দিয়ে লাগিয়ে নেব।
শেষ ধাপ
এরপর সম্পূর্ণ গোল চাকার মধ্যে ফুলগুলো সুন্দরভাবে গাম দিয়ে লাগিয়ে নেব। এরপর পাঁচ মিনিট রেখে দেব শুকানোর জন্য। এভাবেই শেষ হয়ে গেল আমার আজকের ওয়ালমেট বানানো।
আশা করি আপনাদের সবার কাছে আমার বানানো ওয়ালমেট ভালো লাগবে। আজকের মতো এখানেই লেখা শেষ করছি। আবারও কথা হবে পরবর্তী নতুন কোনো পোষ্টে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন ,সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন এই দোয়া কামনা করি |
---|
আমার পরিচয়
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।আমি ছবি আঁকতে, পড়তে,লিখতে ফটোগ্রাফি,রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন যেটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে । তাছাড়া ওয়ালমেট তৈরি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । রঙিন পেপার দিয়ে এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সামনে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । তাছাড়া আপনার জন্য শুভকামনা রইল
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্যও শুভকামনা রইল।
আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্যও শুভেচ্ছা রইল।
Twitter Link
https://twitter.com/tanjima_akter16/status/1488946280218849280?s=20&t=OPC0MiqS3eoqXObv4S_1GA
আপনার ওয়ালমেট বেশ সুন্দর ছিলো।সিম্পল এর মধ্যে সুন্দর। আপনার উপস্থাপনা ও বেশ সুন্দর ছিলো।আপনি ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন।আপনার জন্য শুভ কামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্যও শুভকামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্যও শুভকামনা রইল।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করলেন। তোমার কাছে তো ওয়ালমেট টা দেখতে খুবই অসাধারণ লেগেছে। ওয়ালমেট এর ফুল গুলো কি যে দারুন দেখাচ্ছে। এমনিতে এরকম সুন্দর ওয়ালমেট গুলো তৈরি করতে অনেক সময় লেগে যায়। তেমনি অনেক সময় দিয়ে সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে আমাদেরকে উপহার দিলেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্যও শুভকামনা রইল।
খুব সুন্দর ওয়ালমেট বানিয়েছেন আপু। খুব সুন্দর লাগছে দেখতে। বিশেষ করে ছোট ছোট ফুল গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আমাদের সাথে। আপনাকে ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইল 💕
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্যও শুভকামনা রইল।