ওয়ালমেট || রঙিন কাগজ ও পুঁতি দিয়ে খুব সুন্দর ওয়ালমেট
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবারও নতুন পোস্ট নিয়ে চলে আসলাম। আজ রঙিন কাগজ ও পুঁতি দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট শেয়ার করতে চলে আসলাম। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানানো যায় আর প্রতিটা জিনিস দেখতে যেমন ভালো লাগে তেমনি বানাতেও খুব ভালো লাগে। আর্ট রেসিপির পাশাপাশি রঙিন কাগজের তৈরি জিনিসও খুব ভালো লাগে। এই ধরনের জিনিস বানাতে অনেক সময় লাগে আর আপনাদের তৈরি করা জিনিস দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি কতটুকু পারি তা জানি না তবে চেষ্টার ত্রুটি রাখিনা। রঙিন কাগজের এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। যাই হোক চলুন ধাপগুলো দেখে নেই।
প্রয়োজনীয় উপকরণ:
১. রঙিন কাগজ
২. কাঁচি
৩. গাম
৪. কম্পাস
৫. পুঁতি
৬. পেন্সিল
ওয়ালমেট বানানোর ধাপসমূহ
𒆜১ম ধাপ𒆜
প্রথমে কাটুনের মধ্যে কম্পাস দিয়ে গোল বৃত্ত এঁকে নেবো। এরপর কাঁচি দিয়ে কেটে নেবো।
𒆜২য় ধাপ𒆜
এবার কালো কালার পোস্টার রং দিয়ে বৃত্ত কালো করে নেব।
𒆜৩য় ধাপ𒆜
এবার লাল পেপার নিয়ে চারভাজ করে নেব।
𒆜৪র্থ ধাপ𒆜
এবার সেই ভাঁজকে লম্বাভাবে ভাঁজ করে নেব। এরপর পেন্সিল দিয়ে পাতার আকৃতি এঁকে নেব।
𒆜৫ম ধাপ𒆜
এরপর কাঁচি দিয়ে কেটে নেবো। এবার পাতার মাঝখানে ফাঁকা করার জন্য কাঁচি দিয়ে কেটে নেবো।
𒆜৬ষ্ট ধাপ𒆜
এবার একটি বাদ দিয়ে আরেকটি অংশ কেটে নেবো।একইভাবে কালো কালারের পাতাও বানিয়ে নেব।
𒆜৭ম ধাপ𒆜
এবার আরও একটি লাল পেপার ভাঁজ করে নেবো। এরপর কম্পাস দিয়ে গোল বৃত্ত এঁকে নেবো।
𒆜৮ম ধাপ𒆜
এবার কাঁচি দিয়ে কেটে নেবো। এরপর আবার ফুলের ডিজাইন করে কেটে নেবো।
𒆜৯ম ধাপ𒆜
যেহেতু গোলাপফুল বানাবো তারজন্য গোলাপ ফুলের ডিজাইন দিয়ে কেটে নেবো। এরপর পেঁচিয়ে গোলাপ ফুল বানিয়ে নিলাম।
𒆜১০ম ধাপ𒆜
এবার বৃত্তের মধ্যে গাম গোল করে দিয়ে নেবো। এরপর একটি একটি করে পাতা লাগিয়ে নেবো।এবার পাতার চারপাশে গোলাপ ফুল লাগিয়ে নেবো।
𒆜১১তম ধাপ𒆜
এবার হলুদ একটি পেপার নিয়ে কতগুলো গোল বৃত্ত কেটে নেবো।
𒆜১২তম ধাপ𒆜
এবার বৃত্ত ভাঁজ করে পেন্সিল দিয়ে ফুল এঁকে নেব। এরপর কাঁচি দিয়ে কেটে নেবো।
𒆜১৩তম ধাপ𒆜
এবার প্রতিটা ফুলের পাপড়ি কেটে সুন্দর একটি ফুল বানিয়েছেন নিলাম।
𒆜শেষ ধাপ𒆜
এবার এই হলুদ ফুল গাম দিয়ে ওয়ালমেটের মধ্যে লাগিয়ে নেবো। এরপর ওয়ালমেটের মাঝখানে কতগুলো পুঁতি লাগিয়ে নেবো। তারপর গোলাপ ফুলের ভিতরে পুঁতি লাগিয়ে নেবো।তাহলেই হয়ে যাবে আমার আজকের রঙিন কাগজ ও পুঁতি দিয়ে খুব সুন্দর ওয়ালমেট।
এবার সুন্দর ভাবে উপস্থাপন করে নিয়ে এসেছি।যাই হোক আপনাদের মাঝে চেষ্টা করেছি প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করতে জানিনা কতটুকু পেরেছি। আমার এই ওয়ালমেটের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবারও নতুন পোস্ট নিয়ে চলে আসলাম। আজ রঙিন কাগজ ও পুঁতি দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট শেয়ার করতে চলে আসলাম। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানানো যায় আর প্রতিটা জিনিস দেখতে যেমন ভালো লাগে তেমনি বানাতেও খুব ভালো লাগে। আর্ট রেসিপির পাশাপাশি রঙিন কাগজের তৈরি জিনিসও খুব ভালো লাগে। এই ধরনের জিনিস বানাতে অনেক সময় লাগে আর আপনাদের তৈরি করা জিনিস দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি কতটুকু পারি তা জানি না তবে চেষ্টার ত্রুটি রাখিনা। রঙিন কাগজের এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। যাই হোক চলুন ধাপগুলো দেখে নেই।
প্রয়োজনীয় উপকরণ:
১. রঙিন কাগজ
২. কাঁচি
৩. গাম
৪. কম্পাস
৫. পুঁতি
৬. পেন্সিল
ওয়ালমেট বানানোর ধাপসমূহ
𒆜১ম ধাপ𒆜
প্রথমে কাটুনের মধ্যে কম্পাস দিয়ে গোল বৃত্ত এঁকে নেবো। এরপর কাঁচি দিয়ে কেটে নেবো।
𒆜২য় ধাপ𒆜
এবার কালো কালার পোস্টার রং দিয়ে বৃত্ত কালো করে নেব।
𒆜৩য় ধাপ𒆜
এবার লাল পেপার নিয়ে চারভাজ করে নেব।
𒆜৪র্থ ধাপ𒆜
এবার সেই ভাঁজকে লম্বাভাবে ভাঁজ করে নেব। এরপর পেন্সিল দিয়ে পাতার আকৃতি এঁকে নেব।
𒆜৫ম ধাপ𒆜
এরপর কাঁচি দিয়ে কেটে নেবো। এবার পাতার মাঝখানে ফাঁকা করার জন্য কাঁচি দিয়ে কেটে নেবো।
𒆜৬ষ্ট ধাপ𒆜
এবার একটি বাদ দিয়ে আরেকটি অংশ কেটে নেবো।একইভাবে কালো কালারের পাতাও বানিয়ে নেব।
𒆜৭ম ধাপ𒆜
এবার আরও একটি লাল পেপার ভাঁজ করে নেবো। এরপর কম্পাস দিয়ে গোল বৃত্ত এঁকে নেবো।
𒆜৮ম ধাপ𒆜
এবার কাঁচি দিয়ে কেটে নেবো। এরপর আবার ফুলের ডিজাইন করে কেটে নেবো।
𒆜৯ম ধাপ𒆜
যেহেতু গোলাপফুল বানাবো তারজন্য গোলাপ ফুলের ডিজাইন দিয়ে কেটে নেবো। এরপর পেঁচিয়ে গোলাপ ফুল বানিয়ে নিলাম।
𒆜১০ম ধাপ𒆜
এবার বৃত্তের মধ্যে গাম গোল করে দিয়ে নেবো। এরপর একটি একটি করে পাতা লাগিয়ে নেবো।এবার পাতার চারপাশে গোলাপ ফুল লাগিয়ে নেবো।
𒆜১১তম ধাপ𒆜
এবার হলুদ একটি পেপার নিয়ে কতগুলো গোল বৃত্ত কেটে নেবো।
𒆜১২তম ধাপ𒆜
এবার বৃত্ত ভাঁজ করে পেন্সিল দিয়ে ফুল এঁকে নেব। এরপর কাঁচি দিয়ে কেটে নেবো।
𒆜১৩তম ধাপ𒆜
এবার প্রতিটা ফুলের পাপড়ি কেটে সুন্দর একটি ফুল বানিয়েছেন নিলাম।
𒆜শেষ ধাপ𒆜
এবার এই হলুদ ফুল গাম দিয়ে ওয়ালমেটের মধ্যে লাগিয়ে নেবো। এরপর ওয়ালমেটের মাঝখানে কতগুলো পুঁতি লাগিয়ে নেবো। তারপর গোলাপ ফুলের ভিতরে পুঁতি লাগিয়ে নেবো।তাহলেই হয়ে যাবে আমার আজকের রঙিন কাগজ ও পুঁতি দিয়ে খুব সুন্দর ওয়ালমেট।
এবার সুন্দর ভাবে উপস্থাপন করে নিয়ে এসেছি।যাই হোক আপনাদের মাঝে চেষ্টা করেছি প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করতে জানিনা কতটুকু পেরেছি। আমার এই ওয়ালমেটের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
রঙিন কাগজ ও পুথি দিয়ে খুবই চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। দেখতে ভীষণ ভালো দেখাচ্ছে ।এ ধরনের ওয়ালমেট দেয়ালে টাঙিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে ।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। ওয়ালমেট গুলো ঘরে সৌন্দর্যবর্ধক হিসেবে কাজ করে। কালার গুলো অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল।
হ্যাঁ আপু এই ওয়ালমেট গুলো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। দেয়ালে টানিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখায়। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
সত্যি বলেছেন আপু এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। তারপরও যে আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করে সেটা আমাদের মাঝে উপস্থাপন করেন এটা দেখে বেশ ভালো লাগে। রঙিন কাগজ ও পুতি দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখতে বেশ চমৎকার লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
হ্যাঁ ভাইয়া এই কাজগুলো করতে অনেক সময়ের প্রয়োজন। তবে সময় দিয়ে করতে পারলে দেখতে বেশ চমৎকার দেখায়। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
একটা সময় কিছুই পারতাম না। আস্তে আস্তে সকল কাজে পারদর্শী হতে পারতেছি। আপনি আজকে ওয়ালমেট তৈরি করেছেন। রঙিন কাগজ ও পুঁথি দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট। আমার দেখে অনেক ভালো লাগলো, রীতিমুক্ত মুগ্ধ হয়ে গেলাম। আপনার কাজগুলি বেশ ভালো লাগে সব সময় দারুন ভাবে কাজ করে থাকেন। আজকে কালার কম্বিনেশন অত্যন্ত সুন্দর ছিল। এই কাজগুলো করার জন্য অনেক দক্ষতা লাগে।
ভাইয়া সব সময় আপনার কাছে আমার এই কাজগুলো ভালো লাগে জেনে খুব খুশি হলাম। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
যাই বলুন এটা কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে।
বিশেষ করে ফাইনাল লুকটা দারুন এসেছে আর দেয়ালে টাঙ্গানোর পর আরো চমৎকার দেখাচ্ছে। এধরনের কাজগুলো নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। অনেক ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।
হ্যাঁ ভাইয়া দেয়ালে টানানোর পর দেখতে বেশ চমৎকার দেখাচ্ছিল। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। ধন্যবাদ সব সময় পাশে থাকার জন্য।
বিভিন্ন রং রঙিন পেপার ব্যবহার করে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট কি আমার কাছে খুবই ভালো লেগেছে। কালারটিও ফুটে উঠেছে বিভিন্ন রং এর পেপার ও প্রতি ব্যবহার করার জন্য। ক্রিয়েটিভিটির মাধ্যমে সুন্দর একটি পোস্ট উপহার দেয়ার জন্য ধন্যবাদ। আশা করছি সামনে আরো নতুন নতুন পোস্ট দেখতে পাবো।
প্রশংসা মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো।
আপু আপনি রঙিন কাগজ ও পুঁতি দিয়ে খুব সুন্দর ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। রঙ্গিন কাগজগুলো কাঁচি দিয়ে কাটার ডিজাইন টা অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে কয়েক কয়েকটি কালারের রঙিন কাগজ ব্যবহার করার কারণে দেখতে সুন্দর লাগে। কালো আর লালটা বেশি ফুটে উঠেছে। ধন্যবাদ আপু।
কয়েকটি কালার দিয়ে এই ওয়ালমেট তৈরি করার জন্য আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
বিভিন্ন কালারের রঙিন কাগজ এবং পুঁতি ব্যবহার করে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেটি দেখতে দারুন লাগছে। রঙিন কাগজের তৈরি যে কোনো কিছু তৈরি করার পর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। বিশেষ করে কালার কম্বিনেশনেও খুবই চমৎকার ভাবে ফুটে উঠেছে। এধরনের ওয়ালমেট ঘড়ের দেওয়ালে ঝুলিয়ে রাখলে ঘড়ের সৌন্দর্য অনেক টাই বৃদ্ধি পায়। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া রঙ্গিন কাগজের তৈরি যে কোন জিনিস বানালে দেখতে খুব সুন্দর লাগে। এই জিনিসগুলো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করলে এমনিতেই সুন্দর হয়। আর যদি ওয়ালমেট তৈরি করা হয়, তাহলে তো আরো বেশি সুন্দর লাগে দেখতে। এত সুন্দর করে একটা ওয়ালমেট তৈরি করেছেন দেখেই তো আমি খুবই মুগ্ধ হলাম। ফুল আকৃতির ওয়ালমেট হওয়ার কারণে, এটাকে দেখতে সত্যি অনেক বেশি সুন্দর লাগতেছে। ভেতরে অনেক সুন্দর সুন্দর করে সাদা কালারের প্রতিগুলো দিয়েছেন আপনি। পুঁতি গুলো ওয়ালমেট এর সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি করেছে। আর এই ওয়ালমেট ঘরের দেয়ালে লাগানো হলে ঘরের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পাবে। যা দেখতে সত্যি খুব সুন্দর লাগবে কিন্তু।
ভাইয়া আপনার কাছে আমার এই ওয়ালমেট এত ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম। দেয়ালে লাগানোর পর সত্যি দেখতে বেশ চমৎকার দেখাচ্ছিল। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনি তো দেখতেছি বেশ ইউনিক একটি ওয়ালমেট তৈরি করলেন। আমার কাছে সবচেয়ে বেশি লাল এবং কালো কালার দিয়ে ওয়ালমেট তৈরি করার কারণে বেশ অনেক সুন্দর লেগেছে। কারণ এই দুটি কালার অনেকটাই ফুটেছে। তাছাড়া মাঝখানে পুঁথি দেওয়ার কারনে আরো অসাধারণ। এই ধরনের ওয়ালমেট গুলো কিন্তু তৈরি করতে অনেক সময় দিয়ে তৈরি করতে হয়। তাহলে পুরো ওয়ালমেট খুবই সুন্দর দেখায়। আমার নিজের কাছেও এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করতে অনেক ভালো লাগে। তাছাড়া আপনি খুব সুন্দর হবে আমাদের মাঝে শেয়ার করেছেন।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো।